খুনে হৃদয়ে সাকিবের দুর্দশা
ব্যাটিংটা একেবারেই ভালো হলো না সাকিব আল হাসানের। চাপের সময় নেমে বিদায় নিলেন গল টাইটান্সের বিপদ আরও বাড়িয়ে। পরে বল হাতে ২ উইকেট নিলেও ওভার প্রতি খরচ করেন প্রায় আট করে। তবে আলো ছড়ালেন তাওহীদ হৃদয়। বিস্ফোরক ব্যাটিংয়ে জাফনা কিংসের জয়ে বড় অবদান রাখলেন বাংলাদেশের তরুণ এই ব্যাটসম্যান। গতপরশু লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচটি ৮ উইকেটে জিতেছে জাফনা। ৪৪ বল বাকি...