সাকিব, ডাবল ও বাংলাদেশ
গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বিশতম ওভারের শেষ বলে কার্টিস ক্যাম্ফারের বলে ড্রাইভ করেই ছুটলেন সাকিব আল হাসান। চার বা ছয় হয়নি, ¯্রফে একটি সিঙ্গেলই। আবার এমন কোন দর্শনীয় শটও ছিল না, তাপরও ওই রানটি দেখতে পারাই যে মনজুড়ানো এক সুখের বাতয়ন খেলে যাবার কথা বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের মনে। ঐ একটি রানেই যে বিশাল এক মাইলফলক ছুঁয়েছেন সাকিব। ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে বিশ^সেরা...