জোড়া ডাবলে ওয়েলিংটনে রানপাহাড়
১৮ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম
অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই ফর্মের শিখরে আছেন কেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অসাধারণ খেলে দলকে এনে দিয়েছেস অসাধারণ এক জয়। সেই ধারাবাহিকতা দেখা গেল সিরিজের দ্বিতীয় টেস্টেও। হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বোলারদের রীতিমতো শাসন করেছেন উইলিয়ামসন। দুজনেই তুলে নিয়েছেন দ্বিশতক। এই দুজনের রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডও রানের পাহাড় গড়েছে। কিউইরা তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ৪ উইকেটে ৫৮০ রান নিয়ে। জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী শ্রীলঙ্কা। তারা ২ উইকেটে ২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে।
নিউজিল্যান্ড গতকালের খেলা শুরু করে ২ উইকেটে ১৫৫ রান নিয়ে। উইলিয়ামসন ২৬ এবং নিকলস ১৮ রান নিয়ে ব্যাট করতে নামেন। বেসিন রিজার্ভের ব্যাটিং সহায়ক উইকেটে লঙ্কান বোলারদের শাসন করে ১৭১ বলে তিন অঙ্ক স্পর্শ করেন উইলিয়ামসন। আগের টেস্টেও তার দুর্দান্ত সেঞ্চুরিতেই শেষ বলের থ্রিলার জিতেছিল নিউজিল্যান্ড। নিকলসের শতক পেতে খেলতে হয়েছে উইলিয়ামসনের চেয়ে দুই বল বেশি খেলে। উইলিয়ামসন শেষতক প্রবাথ জয়াসুরিয়ার বলে মেরে খেলতে গিয়ে আউট হন ২১৫ রানে। তবে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করা নিকলস অপরাজিত থেকেই ক্রিজ ছেড়েছেন। সেই সময় তার নামের পাশে ছিল বরাবর ২০০ রান।
শেষ বেলায় কিউই অধিনায়ক টিম সাউদি ৫৮০ রানে ইনিংস ঘোষণা করেন। রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা ১৮ রানের মধ্যেই হারায় দুই উইকেট। ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ওশাদা ফার্নান্দো। আর ডগ ব্রেসওয়েলের বলে ডেভন কনওয়ের তালুবন্দি হন তিনে নামা কুশল মেন্ডিস। ক্রিজে আছেন ১৬ রান করা দলটির অধিনায়ক দিমুথ করুনারতেœ ও নাইটওয়াচম্যান প্রবাথ জয়াসুরিয়া।
বিভাগ : খেলাধুলা