টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি দ. আফ্রিকা-আয়ারল্যান্ড
চার বছরে তৃতীয়বারের মত দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজে কাল মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড। আবু ধাবিতে শুক্রবার থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দু’দল।
আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে জয়খরা কাটানোর মিশন নিয়ে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে আইরিশরা। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
২০২১ সালে প্রথম দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিলো দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড।...