দুই গোলে এগিয়ে গিয়েও ফের আর্সেনালের হোচঁট,স্বস্তিতে সিটি
১৬ এপ্রিল ২০২৩, ১০:৩১ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৮ এএম
ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা আর্সেনাল আবারও পয়েন্ট হারালো।গত রোববার লিভারপুলের বিপক্ষে ২-২ গোলে ড্র করা গানার্সরা আজও ওয়েস্টহ্যামের বিপক্ষের একই ব্যবধানে ম্যাচ শেষ করেছে। আর্সেনাল পরপর দুই ম্যাচে পয়েন্ট হারানোয় সব থেকে বেশি খুশি হওয়ার কথা ম্যানচেস্টার সিটির। নিজেদের পরের ম্যাচ জিতলেই সমান সংখ্যক ম্যাচ শেষে দুইয়ে থাকা সিটি আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান মাত্র ১ এ নামিয়ে আনবে।
এদিন ম্যাচের প্রথম দিকটাতে আর্সেনালের আধিপত্য দেখে মনে হয়েছিল অনায়াস জয় পেতে চলছে দলটি। ম্যাচের মাত্র ৭ মিনিটেই গানার্সদের লিড এনে গ্র্যাবিয়েল জেসুস। এর মিনিট তিনেক পরেই গ্যাব্রিয়েল মার্তিনেল্লতির পাস থেকে মার্টিন ওডেগার্ড লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন।১০ মিনিটেই স্কোরলাইন ২-০। তবে এই ম্যাচেও শেষ পর্যন্ত জয় পায়নি মিকেল আর্তেতার দল।
শুরুর ধাক্কা সামলে গোছানো ফুটবলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে ওয়েস্ট হ্যাম। ৩৩ মিনিটে সফল স্পটকিকে দলটির হয়ে ব্যবধান কমান সাইদ বেনরাহমা।নিজেদের ডি বক্সে আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল তাঁরই স্বদেশি ওয়েস্ট হামের পাকেতাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি দেন রেফারি।
২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরোধীতে যাওয়া ওয়েস্টহান দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায়।৫৪ মিনিট জারড বাওয়েনের পা থেকে আসে সমতা সূচক গোলটি। বাকি সময়টাতে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও আর গোলের দেখা পায়নি কোন দল।
৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭৪। ৩০ ম্যাচ খেলে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। ৩০ ম্যাচ থেকে ৩১পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে আছে ওয়েস্টহ্যাম।
বিভাগ : খেলাধুলা