পদত্যাগের চাপ বাড়ছে বাফুফে সদস্যদের
৩০ এপ্রিল ২০২৩, ০৯:২১ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৬ এএম
অর্থ কেলেঙ্কারী ও দুর্নীতি কা-ের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের উপর পদত্যাগের চাপ বাড়ছে।রোববার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভা শেষে এ তথ্য জানা যায়।
আর্থিক অনিয়ম ও তথ্য গোপন করার অপরাধে গত ১৪ এপ্রিল ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফের বেতনভুক্ত সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে। একই কারণে ফিফার নজরদারিতে রয়েছেন বাফুফের আরও ক’জন বেতনভুক্ত কর্মচারীও। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার দুর্নীতি কা-ে সারা দেশেই এখন চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি বাদ পড়েনি ক্রীড়া সংগঠক পরিষদের সভার সূচী থেকেও। রোববারের এই সভায় উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী কমিটি থেকে সদ্য পদত্যাগ করা সদস্য আরিফ হোসেন মুন। জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সামনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। মুনের পদত্যাগের সিদ্ধান্তকে যৌক্তিক মনে করেন সংগঠনের নেতৃবৃন্দরা। সভা সুত্রে জানা গেছে, বাফুফে নির্বাহী কমিটিতে থাকা জেলা ও বিভাগের অন্য কর্মকর্তাদেরও পদত্যাগের আহ্বান জানাবেন সংগঠনটির দায়িত্বশীলরা। সভা শেষে এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, ‘বাফুফেতে নির্বাচিত হয়েছেন জেলা ও বিভাগের অনেক কর্মকর্তা। আজকের (গতকাল) সভায় সিদ্ধান্ত হয়েছে, তাদেরকেও বাফুফে থেকে পদত্যাগ করতে বলা হবে। আমাদের এই আহ্বানে সাড়া না দিলে সামনে আর কোনো ফেডারেশনের নির্বাচনে আমাদের সমর্থন পাবেন না তারা এবং সংশ্লিষ্ট জেলা-বিভাগও আমাদের সঙ্গে থাকতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘তারা আমাদের সমর্থনে নির্বাচিত হয়েছেন জেলা ও বিভাগের ফুটবলের জন্য কাজ করতে। কিন্তু আজ জেলার ফুটবল স্থবির। তাদের কথা বলার সুযোগ নেই, আবার কাজও করতে পারছে না। ফলে বাাফুফেতে থাকার কোনো যৌক্তিকতা নেই।’
মুনের পদত্যাগের পর বাফুফেতে এখন জেলার কর্মকর্তা রয়েছেন নোয়াখালীর আবদুল ওয়াদুদ পিন্টু, সিলেটের মহিউদ্দিন আহমেদ সেলিম ও খুলনার অ্যাডভোকেট সাইফুল ইসলাম। সিলেটের মহিউদ্দিন সেলিম খানিকটা সক্রিয় থাকলেও অন্য দুইজন নিষ্ক্রিয়। বাফুফের নির্বাহী কমিটির অনেক সভাতেও সাইফুল ও পিন্টু অনুপস্থিত থাকেন। জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘ফুটবলের সাম্প্রতিক বিষয় ও আমাদের অবস্থান তুলে ধরতে শিগগিরই সাংবাদিক সম্মেলন করবো আমরা।’
সভায় ফুটবল ছাড়াও কয়েকটি ফেডারেশনের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ব্যাডমিন্টন, দাবা ও হকির নির্বাচনের জন্য ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ মোল্লাকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক নিয়ে দ্বন্ধে ছিল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। তাই বিষয়টি সংগঠনের সভাপতি আজম নাছিরের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন অন্য কর্মকর্তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’
সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে- রেলপথ উপদেষ্টা
দেড় যুগ পর গোলাপগঞ্জে প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলনে জনতার ঢল
উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
ভাইরাল ভিডিওতে কটাক্ষের শিকার সামান্থা