ছেড়ে যাওয়ার সময় এখন নয়: সিটিতে চুক্তি নবায়নের পর গুয়ার্দিওলা
২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম
আনুষ্ঠানিক ঘোষণার আগে গণমাধ্যমে চাউর হয়েছিল, এক মৌসুমের জন্য ম্যানচেস্টার সিটিতে চুক্তি নবায়ন করতে রাজি হয়েছেন পেপ গুয়ার্দিওলা। তবে আনুষ্ঠানিক ঘোষণায় এসেছে চমক। আরও দুই মৌসুম ইতিহাদের ক্লাবটিতে কোচ হিসেবে থাকছেন এই স্প্যানিয়ার্ড।
এক বিবৃতিতে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে সিটি। সময়ের অন্যতম সেরা কোচকে ধরে রাখতে পেরে খুশির ব্যাপারটা ধরা পড়েছে তাদের বিবৃতিতেও।
“সিটির প্রতিটি ভক্তের মতো আমিও উচ্ছ্বসিত যে, ম্যানচেস্টার সিটিতে পেপের পথচলা চলতে থাকবে এবং তার নিবেদন, আবেগ ও উদ্ভাবনী ভাবনা দিয়ে খেলাটির গঠন গড়ে দেওয়ায় ভূমিকা রাখবে।”
“উন্নতি ও সাফল্যের জন্য তার যে তাড়না, তাতে কখনোই টান পড়ে না এবং এটির সরাসরি সুফল পেতে থাকবে আমাদের ফুটবলাররা ও কোচিং স্টাফরা, আমাদের ক্লাবের সংস্কৃতি ও আরও বৃহত্তরভাবে, গোটা ইংল্যান্ডের ফুটবল।”
আগের চুক্তি অনুযায়ী চলতি মৌসুমের পর সিটি ছাড়তে হতো গুয়ার্দিওলাকে। গুয়ার্দিওলা নিজেও গভীরভাবে ভাবছিলেন নিজের ভবিষ্যৎ নিয়ে। সাম্প্রতিক দলের নাজুক পারফরম্যন্স বদলে দেয় তা ভাবনার জগৎ। নতুন চুক্তির পর পেছনের সেই গল্প শোনালেন গুয়ার্দিওলা।
“মৌসুমের শুরু থেকে অনেক ভাবছিলাম আমি। সত্যিটা বলতে চাই, ভেবেছিলাম এই মৌসুমই এখানে আমার শেষ। তবে গত মাসে যে সমস্যার ভেতর দিয়ে আমরা গেলাম, এরপর মনে হলো, ছেড়ে যাওয়ার সঠিক সময় এখন নয়। এই ক্লাবকে হতাশ করতে চাইনি আমি।”
একের পর এক ফুটবলারের চোটে জর্জর হয়ে পড়া ম্যানচেস্টার সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে জিততে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হারিয়েছে তারা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এখন তারা পিছিয়ে আছে পাঁচ পয়েন্টে।
২০১৬ সালে সিটিতে যোগ দেওয়ার পর ছয়টি প্রিমিয়ার লিগসহ মোট ১৮টি শিরোপা জিতেছেন গুয়ার্দিওলা। তার সময়েই দ্বিতীয় ইংলিশ দল হিসেবে জেতে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রেবল। প্রথম দল হিসেবে জেতে টানা চারবার প্রিমিয়ার লিগ শিরোপা। এই স্প্যানিয়ার্ডের কোচিংয়েই ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট অর্জনেরও রেকর্ড গড়ে সিটি।
চুক্তি নবায়নের পর গুয়ার্দিওলা বললেন, দলকে আরও শিরোপা এনে দিতে চান তিনি।
“ম্যানচেস্টার সিটি মানে আমার কাছে এত কিছু…। এখানে আমার নবম মৌসুম চলছে এবং একসঙ্গে অসাধারণ অনেক সময় আমরা কাটিয়েছি। এই ফুটবল ক্লাবের জন্য আমার অনুভূতি সত্যিকার অর্থেই স্পেশাল। এজন্যই আরও দুই মৌসুম থাকতে পেরে আমি উচ্ছ্বসিত।”
“এখানে থাকতে পারা সবসময়ই সম্মানের, সন্তুষ্টির ও মর্যাদার। আগেও বহুবার বলেছি, একজন ম্যানেজারের যা চাওয়া থাকত পারে, সবকিছুই পেয়েছি আমি এবং এজন্য আমি খুবই কৃতজ্ঞ। আশা করি, আগের ট্রফিগুলোর সঙ্গে আরও ট্রফি যোগ করতে পারব আমরা। আমার মনোযোগ থাকবে সেদিকেই।”
লিগে টানা দুই হারের পর আন্তর্জাতিক বিরতিতে যায় সিটির খেলোয়াড়রা। শনিবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর ম্যাচে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ