ইতিহাদে বিধ্বস্ত রিয়াল,অনায়াস জয়ে ফাইনালে সিটি
১৮ মে ২০২৩, ০৫:৪২ এএম | আপডেট: ১৮ মে ২০২৩, ০৫:৪২ এএম
ম্যানচেস্টার সিটি ৪ : ০ রিয়াল মাদ্রিদ
ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি বরবারই দুর্দান্ত।তার উপর ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালের অতীত অভিজ্ঞতাও খুব একটা সুখকর নয়।সব মিলিয়ে চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে কিছুটা এগিয়ে থেকে শুরু করেছিল স্কাই ব্লুজরা।
তাই বলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এতটা অনায়াসে হারাতে পারবে সিটি,সেটি হয়তো দলটির সমর্থকরাও আশা করেননি।ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ৪-০ ব্যবধানে বড় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় ফাইনালে উঠল সিটি।
রিয়ালের মাঠ থেকে ড্র নিয়ে ফেরা সিটি ইতিহাদে ম্যাচের শুরু থেকে ছড়ি ঘুরিয়েছে।প্রথমার্ধে হল্যান্ড-ডি ব্রুইনাদের আধিপত্য দেখে মনে হয়নি সিটির প্রতিপক্ষ বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধের ৭২ শতাংশ সময় বল দখলে রাখা সিটি প্রতিপক্ষ গোলমুখে নেয় ১২ টি শট।যার মধ্যে ২ টি পায় সফল পরিণতি।অন্যদিকে আক্রমণের তোপে বল পেতেই হিমশিম খাওয়া রিয়াল এই সময়টাতে শটই নিতে পেরেছে কেবল একটি।
২৩ তম মিনিটে ডি ব্রুইনার বাড়ানো পাসে বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো শটে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা।তবে এর আগে হল্যান্ডের দুই দফায় নেওয়া হেড কর্তোয়া দারুণ দক্ষতায় না ফেরালে স্কোরলাইন তখনই ৩-০ হয়ে যেতে পারত।
অবশ্য ব্যবধান বাড়তে সময় লাগেনি বেশিক্ষণ।৩৭ তম মিনিটে সিলভা ম্যাচে জোড়া গোল পূর্ণ করে রিয়ালকে আরও চাপে ফেলে দেন।গিন্দোয়ানের প্রচেষ্টা মিলিতাওয়ের গায়ে লেগে লক্ষচ্যুত হয়ে বল উঠে যায় উপরে। লাফিয়ে উঠে বার্নার্দো হেড করে ফাঁকা জালে বল পাঠান।
বিরতির আগে রিয়ালের প্রথম ও একমাত্র আক্রমণটি আসে ম্যাচের ২৭ তম মিনিটে। টনি ক্রুসের দূরপাল্লার বুলেট গতির শট সিটির গোলরক্ষক এডারসনের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে।
বিরতির পর রিয়াল আক্রমণের চেষ্ঠা করলেও খুব একটা সুবিধা করতে পারেনি।উল্টো আক্রমণ ঠেকাতে গিয়ে মিলিতাওয়ের করা আত্মঘাতী গোলে অথিতিদের বিপদ আরও বাড়ে।
৭৩তম মিনিটেই ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে যেতে পারত। গিনদোয়ানের ব্যাকহিলের পর কর্তোয়াকে একা পেয়ে যান হালান্ড। তবে আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হন রিয়ালের গোলরক্ষক। হালান্ডের শট তিনি পা দিয়ে ঠেকানোর পর বল ক্রসবারে বাধা পায়।
দুই বদলি খেলোয়াড়ের সমন্বয়ে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় সিটি। দ্বিতীয়ার্ধের যোগ করা তিন মিনিটের প্রথমটিতে ফিল ফোডেন প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বাড়ান। কেবল কর্তোয়াকে পরাস্ত করতে হতো আলভারেজের। কোনো ভুল করেননি তিনি। ঠাণ্ডা মাথায় ডান পায়ের আলতো ছোঁয়ায় গোলের স্বাদ নেন।
গত আসরের সেমি-ফাইনালে এই রিয়ালের বিপক্ষেই ফিরতি লেগে নাটকীয় কয়েক মিনিটে পথ হারিয়ে হেরে বসেছিল সিটি। এবার আর কোনো ভুল হতে দেয়নি তারা। বলা যায়, ইউরোপের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের হেসেখেলেই হারিয়েছে স্কাই ব্লুজরা।লক্ষ্য এবার আরাধ্য ইউরোপ সেরার মুকুট মাথায় তোলার।
২০২০-২১ মৌসুমে প্রথমবার ফাইনালে উঠেছিল ম্যানচেস্টার সিটি। ফেভারিটের মর্যাদায় মাঠে নেমেও সেবার চেলসির বিপক্ষে হেরে বসেছিল তারা। এবার সেই হতাশা ভোলার পালা।
যে লক্ষ্যে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। আগামী ১০ জুন ইস্তানবুলে তিনবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে গার্দিওলার সিটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মিথানল বিষক্রিয়ায় লাওসে ছয় পর্যটকের মৃত্যু,তদন্ত চলছে
আবারও ইসরাইলি হামলায় লেবাননে ২৪ ঘন্টায় নিহত ৫৯
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন