লিগ রানার্সআপ আবাহনীই, মোহামেডানের হার

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০২ জুন ২০২৩, ০৯:৩৫ পিএম | আপডেট: ০৩ জুন ২০২৩, ১২:০১ এএম

শেখ জামাল ধানমন্ডিকে ক্লাবকে হারিয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই ম্যাচ হাতে রেখেই রানার্সআপ হলো ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে এগিয়ে থেকেও লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে হারলো সদ্য ফেডারেশন কাপ জয়ী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া শেখ রাসেল ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে তলানীর দল নবাগত আজমপুর এফসি উত্তরা।

শুক্রবার বিকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা আবাহনী ৩-০ গোলে উড়িয়ে দেয় শেখ জামালকে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান বংশদ্ভুত স্থানীয় ফরোয়ার্ড এলিটা কিংসে, নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবোগে ও কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস একটি করে গোল করেন। ম্যাচ জিতে ১৮ খেলায় ১১ জয়, চার ড্র ও তিন হারে ৩৭ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে লিগ রানার্সআপ নিশ্চিত করলো আবাহনী। এক ম্যাচ কম খেলে চারটি করে জয় ও হার এবং নয় ড্রতে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই রইল শেখ জামাল।

এদিন বিকালে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে স্বাগতিক বসুন্ধরা কিংসের বিপক্ষে শুরুতে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিজয়ী বসুন্ধরার পক্ষে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা ও স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন একটি করে গোল করেন। মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে এমানুয়েল দলের হয়ে একমাত্র গোলটি করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে ঘরে ফিরতে পারেননি।

গত মঙ্গলবার সমাপ্ত ফেডারেশন কাপের ফাইনালে দুর্দান্ত খেলে ঢাকা আবাহনীকে একাই গুড়িয়ে দিয়ে দলকে ১৪ বছর পর শিরোপা এনে দিয়েছিলেন মোহামেডানের মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলায়মানে দিয়াবাতে। কিন্তু শুক্রবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ছিলেন না তিনি। তাই তো তিনদিন আগের মোহামেডানকে কিছুটা অচেনা মনে হয়েছে কিংসের বিপক্ষে। এছাড়া ছিলেন না নিয়মিত ফুটবলার কামরুল ও মুরাদ। এই তিনজনের অভাব পুরো ম্যাচ জুড়েই অনুভব করেছে সাদাকালোরা। বিশেষ করে দিয়াবাতের অভাবটা ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, তিনটি হলুদ কার্ড থাকায় এ ম্যাচে খেলতে পারেননি দিয়াবাতে। একে তো দিয়াবাতে নেই, তার উপর ৮৬ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের শেষ দিকে দশজনের দলে পরিণত হয় মোহামেডান। যদিও ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় সাদাকালোরা। ২ মিনিটে সানডের গোলে লিড নেয় মোহামেডান (১-০)। তবে এর আট মিনিট পর মিগুয়েল গোল করে বসুন্ধরাকে সমতায় ফেরান (১-১)। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ম্যাচের ৪০ মিনিটে রাকিবের গোলে লিড নেয় কিংসরা (২-১)। শেষে এই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে লিগের চারবারের চ্যাম্পিয়নরা। মোহামেডানকে হারিয়ে ১৮ ম্যাচে ১৬ জয় এবং একটি করে ড্র ও হারে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই থাকলো বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ছয়টি করে জয় ও হারে এবং পাঁচ ড্রতে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মোহামেডান।

অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শুক্রবার লিগের আরেক ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দূর্বল আজমপুর এফসি উত্তরা। ম্যাচের ২২ মিনিটে কলোম্বিয়ান ফরোয়ার্ড রিচার্ড মাতুরানার গোলে লিড নেয় আজমপুর (১-০)। কিন্তু প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৩ মিনিট) সেই গোল শোধ দিয়ে আজমপুরের জাল কাঁপান শেখ রাসেলের আইভরি কোস্টের মিডফিল্ডার চালর্স দিদিয়ের (১-১)। ড্র নিয়েই দু’দল বিরতি গেলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেমন আকুতি ছিলনা কারও। ফলে ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় অমিমাংসিতভাবেই শেষ হয় খেলা। ১৭ ম্যাচে ছয়টি করে জয় ও হার এবং পাঁচ ড্রতে ২৩ পয়েন্ট পাওয়া শেষ রাসেলের অবস্থান পাঁচে। সমান মাচে পাঁচ ড্র ও ১২ হারে মাত্র ৫ পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে আজমপুর। লিগ রানার্সআপ আবাহনীই,মোহামেডানের হার

স্পোর্টস রিপোর্টার

শেখ জামাল ধানমন্ডিকে ক্লাবকে হারিয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই ম্যাচ হাতে রেখেই রানার্সআপ হলো ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে এগিয়ে থেকেও লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে হারলো সদ্য ফেডারেশন কাপ জয়ী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া শেখ রাসেল ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে তলানীর দল নবাগত আজমপুর এফসি উত্তরা।

শুক্রবার বিকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা আবাহনী ৩-০ গোলে উড়িয়ে দেয় শেখ জামালকে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান বংশদ্ভুত স্থানীয় ফরোয়ার্ড এলিটা কিংসে, নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবোগে ও কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস একটি করে গোল করেন। ম্যাচ জিতে ১৮ খেলায় ১১ জয়, চার ড্র ও তিন হারে ৩৭ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে লিগ রানার্সআপ নিশ্চিত করলো আবাহনী। এক ম্যাচ কম খেলে চারটি করে জয় ও হার এবং নয় ড্রতে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই রইল শেখ জামাল।

এদিন বিকালে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে স্বাগতিক বসুন্ধরা কিংসের বিপক্ষে শুরুতে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিজয়ী বসুন্ধরার পক্ষে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা ও স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন একটি করে গোল করেন। মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে এমানুয়েল দলের হয়ে একমাত্র গোলটি করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে ঘরে ফিরতে পারেননি।

গত মঙ্গলবার সমাপ্ত ফেডারেশন কাপের ফাইনালে দুর্দান্ত খেলে ঢাকা আবাহনীকে একাই গুড়িয়ে দিয়ে দলকে ১৪ বছর পর শিরোপা এনে দিয়েছিলেন মোহামেডানের মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলায়মানে দিয়াবাতে। কিন্তু শুক্রবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ছিলেন না তিনি। তাই তো তিনদিন আগের মোহামেডানকে কিছুটা অচেনা মনে হয়েছে কিংসের বিপক্ষে। এছাড়া ছিলেন না নিয়মিত ফুটবলার কামরুল ও মুরাদ। এই তিনজনের অভাব পুরো ম্যাচ জুড়েই অনুভব করেছে সাদাকালোরা। বিশেষ করে দিয়াবাতের অভাবটা ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, তিনটি হলুদ কার্ড থাকায় এ ম্যাচে খেলতে পারেননি দিয়াবাতে। একে তো দিয়াবাতে নেই, তার উপর ৮৬ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের শেষ দিকে দশজনের দলে পরিণত হয় মোহামেডান। যদিও ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় সাদাকালোরা। ২ মিনিটে সানডের গোলে লিড নেয় মোহামেডান (১-০)। তবে এর আট মিনিট পর মিগুয়েল গোল করে বসুন্ধরাকে সমতায় ফেরান (১-১)। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ম্যাচের ৪০ মিনিটে রাকিবের গোলে লিড নেয় কিংসরা (২-১)। শেষে এই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে লিগের চারবারের চ্যাম্পিয়নরা। মোহামেডানকে হারিয়ে ১৮ ম্যাচে ১৬ জয় এবং একটি করে ড্র ও হারে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই থাকলো বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ছয়টি করে জয় ও হারে এবং পাঁচ ড্রতে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মোহামেডান।

অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শুক্রবার লিগের আরেক ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দূর্বল আজমপুর এফসি উত্তরা। ম্যাচের ২২ মিনিটে কলোম্বিয়ান ফরোয়ার্ড রিচার্ড মাতুরানার গোলে লিড নেয় আজমপুর (১-০)। কিন্তু প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৩ মিনিট) সেই গোল শোধ দিয়ে আজমপুরের জাল কাঁপান শেখ রাসেলের আইভরি কোস্টের মিডফিল্ডার চালর্স দিদিয়ের (১-১)। ড্র নিয়েই দু’দল বিরতি গেলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেমন আকুতি ছিলনা কারও। ফলে ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় অমিমাংসিতভাবেই শেষ হয় খেলা। ১৭ ম্যাচে ছয়টি করে জয় ও হার এবং পাঁচ ড্রতে ২৩ পয়েন্ট পাওয়া শেষ রাসেলের অবস্থান পাঁচে। সমান মাচে পাঁচ ড্র ও ১২ হারে মাত্র ৫ পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে আজমপুর।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
আরও

আরও পড়ুন

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী

আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক

বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'

বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের

পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ

পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়

জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া

জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া

স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ

রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ

ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা

ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা

উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা

ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা

উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল

উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল

পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের

পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের