ইনজুরিতে স্বপ্নভঙ্গ বাংলাদেশের!
০২ জুন ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ০৩ জুন ২০২৩, ১২:০১ এএম
ওমানে সদ্য সামাপ্ত জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারিয়ে সেরার খেতাব জিতল ভারত। অন্যদিকে ইনজুরিতে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। বৃহস্পতিবার রাতে ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে জুনিয়র এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে একই দিন স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় দলকে ৫-১ গোলে হারিয়ে পঞ্চম হয় জাপান। ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়ে সেরা তিনে জায়গা পায় দক্ষিণ কোরিয়া ।
টুর্নামেন্ট শুরু আগে বাংলাদেশের স্বপ্ন ছিল জুনিয়র এশিয়া কাপে ভালো করে বিশ্বকাপ হকিতে জায়গা করে নেয়া। কিন্তু সেই আশায় গুঁড়ে বালি ছিটিয়ে দিয়েছে ইনজুরি। বাংলাদেশ দলের ১৮ জনের মধ্যে চারজনই ইনজুরিতে পড়েন। একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হন। ফলে ওমানে যে স্বপ্ন নিয়ে গিয়েছিল লাল-সবুজরা, তা পুরণ হয়নি বলেই মনে করেন কোচ মামুন-উর রশিদ। গতকাল ওমানের মাসকট বিমানবন্দর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য পূরণ হয়নি। মূলত ইনজুরিই আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি।’
দুর্ভাগ্য বাংলাদেশ দলের। জুনিয়র হকি এশিয়া কাপ থেকে তারা বিশ্বকাপে যেতে পারল না। ভাল খেলেও শেষ পর্যন্ত দশ দলের টুর্নামেন্টে ষষ্ঠ হয়েই আজ দেশে ফিরতে হচ্ছে লাল-সবুজদের। আগামী ৫ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠেয় জুনিয়র বিশ্বকাপে খেলবে জুনিয়র এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ পাকিস্তান এবং তৃতীয় স্থান অর্জনকারী দল দক্ষিণ কোরিয়া। চতুর্থ হলেও আয়োজক হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে মালয়েশিয়া।
জুনিয়র এশিয়া কাপের এবারের আসরে ‘বি’ গ্রুপে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হারলেও তৃতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারায় লাল-সবুজরা। চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-১ গোলের হারে বিশ্বকাপের আশা শেষ হয়ে যায় বাংলাদেশ দলের। পরে স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৪-১ গোলে হারালে জাপানের কাছে ৫-১ ব্যবধানে হেরে ষষ্ঠ হয় কোচ মামুনের দল। যদি না ইনজুরির কালোছায়া বাংলাদেশ শিবিরের উপর না পড়তো, তাহলে বিশ্বকাপে যাওয়ার সক্ষমতা ছিল এই দলটির। এমনটাই মনে করেন মামুন উর রশিদ। তার কথায়, ‘ওমানে এসেই সামিনের ডেঙ্গু হল। একটি ভাইটাল ম্যাচ খেলতে পারেনি সে। রামিম ও আজিজার রহমানের হাটুতে ইনজুরি ছিল। কোনও রকমে তাদেরকে ব্যান্ডেজ করে খেলোনো হয়। অধিনায়ক প্রিন্স লাল সামন্তও গোড়ালিতে ইনজুরি নিয়ে খেলে। ফলে ভাল খেলতে পারেনি বাংলাদেশ।’ ওমানের মাঠও একটি বড় সমস্যা বলে মনে করেন বাংলাদেশ কোচ, ‘আসলে ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সের যে টার্ফে খেলা হয়েছে, তা পাঁচ মাস আগে বসানো হয়েছিল। এর মধ্যে আর কোন খেলা গড়ায়নি। তাই টার্ফে খেলতে গিয়ে আমাদের মতো অনেক দলের খেলোয়াড়রাই ইনজুরিতে পড়ে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে