গোলরক্ষক মহসিনের পাশে পাপন
০৬ জুন ২০২৩, ১০:৩৭ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
অসুস্থ ও মানসিক ভারসাম্য হারানো সাবেক তারকা গোলরক্ষক মোহাম্মদ মহসিনের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গতপরশু বিসিবির সভাপতি লন্ডন থেকে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে নির্দেশ দিয়েছেন মহসিনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। সভাপতির নির্দেশ অনুযায়ী সোমবার রাতেই বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয় অসুস্থ মহসিনের ছোট ভাই কোহিনুর পিন্টুর সঙ্গে। বিসিবির প্রধান নির্বাহী সুজন নিজেই কথা বলেছেন মহসিনের ভাইয়ের সঙ্গে।
গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সুজন। তিনি বলেন,‘ আমাদের বোর্ড সভাপতি অসুস্থ তারকা ফুটবলার মহসিন ভাইয়ের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আমরা তার পাশে থাকতে চাই। তার চিকিৎসার সমুদয় ব্যবস্থা করার চেষ্টা করবো আমরা।’ সুজন যোগ করেন,‘বিসিবির পক্ষ থেকে মহসিনের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তার সবই করা হবে। মহসিনের ছোট ভাইকে জানানো হয়েছে, যেখানে তার চিকিৎসা হয়, সেসব কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে এবং বিসিবির পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ চিকিৎসা নিশ্চিতের সম্ভাব্য সবরকম চেষ্টাই থাকবে।’
বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘মহসিন ভাইয়ের জমি সংক্রান্ত যে ব্যাপারটি আছে, যা কে বা কারা দখল করে নিয়েছে। সেই জমি পুনরুদ্ধারে বিসিবি সবরকম সহযোগিতা করবে। আমরা এরই মধ্যে বিসিবির লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছি। মহসিন ভাইয়ের ছোট ভাইকে কাগজপত্রসহ বিসিবিতে যোগাযোগ করতে বলা হয়েছে। আশা করি মহসিন ভাইয়ের শারীরিক অবস্থা উন্নতির পাশাপাশি তার জমি পুনরুদ্ধারেও বিসিবি সহায়তা করতে পারবে।’
বিসিবির পাশাপাশি মহসিনের সতীর্থ ফুটবলাররাও তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। কাল সন্ধ্যায় সাবেক ফুটবলার আব্দুল গাফফারের নেতৃত্বে মতিঝিলস্থ মোহামেডান ক্লাবে মহসিনকে নিয়ে এক জরুরি সভা করেছেন সাবেক ফুটলাররা।
বিসিবির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন দায়িত্বগ্রহণের পর থেকেই ক্রিকেটার ছাড়াও ক্রীড়াঙ্গনের অনেকেরই দুঃসময়ে পাশে থেকেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পরিবারকেও আর্থিক সহায়তা দিয়েছিল বিসিবি। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশন, সাঁতার ফেডারেশনকেও বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছে পাপনের নেতৃত্বাধীন বিসিবি। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য সবার আগে ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছিল বিসিবি। যে টাকা ইতোমধ্যে হাতে পেয়েছেন সাবিনা খাতুনরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ