দুর্বার ম্যানসিটির সামনে নিচ্ছিদ্র ইন্টার
০৯ জুন ২০২৩, ১০:৫৫ পিএম | আপডেট: ১০ জুন ২০২৩, ১২:০২ এএম
ইউরোপের ক্লাব পর্যায়ের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ। মহা গুরুত্বপূর্ণ এই মহারণে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। তুরস্কের ইস্তাম্বুলের আতার্তুক অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। যেটি দিয়েই প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। সেই ২০০৫ সালে লিভারপুল-এসি মিলানের মতো তারাও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দিয়েই কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিল ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। এই ম্যাচের লড়াইটা যেমন দুই দলের ঠিক একইভাবে ডাগ-আউটে দাঁড়িয়ে থাকা দুই ম্যানেজার পেপ গার্দিওলা ও সিমনে ইনজাগিরও বটে। এই দুই কোচই এবারের আসর জুড়ে দেখিয়ে এসেছেন তাদের মস্তিষ্কের উর্বরতাও।
ম্যানসিটি এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেভাবে উঠে এসেছে, সেটি বিচার করলে অবশ্যই তারা ফেবারিট। বিশেষ করে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে সিটি যেভাবে নাস্তানাবুদ করেছে, তাতে বেশির ভাগেরই গার্দিওলার দলের ওপর বাজি ধরার কথা। বরাবরের মতই সিটির স্প্যানিশ কোচের মূলশক্তি হচ্ছে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একাদশ ও শক্তিশালী বেঞ্চ। আজকের ফাইনালে তাই ম্যানসিটির পক্ষে বাজি ধরার মানুষই বেশি। তবে ইংলিশ চ্যাম্পিয়নদের জন্য সবচেয়ে বড় দুশিন্তার কারণ হচ্ছে ইন্টারের এই মৌসুমের আত্মবিশ্বাস। বায়ার্ন ও বার্সালোনার গ্রুপ থেকে শেষ ষোলতে ওঠার পর পোর্তো, বেনফিকা, মিলান কারও বিপক্ষেই ফেবারিট ছিল না সান সিরোর নীল-কালোরা। এরপরও তারা আজকের ফাইনাল খেলবে, যা ম্যানসিটির কপালে ভাঁজ পড়ার কারণ।
সিরি আ জিততে না পারলেও ইন্টার এবারের মৌসুম শেষ করেছে ডাবল জিতে। সুপার কোপা ও কোপা ইতালিয়ার শিরোপা তারা ইতিমধ্যেই ঘরে তুলেছে। দলটিতে বুড়িয়ে যাওয়া খেলোয়াড়দের ছড়াছড়ি, তবে এটাও সত্য যে তাদের ইনজাগির কৌশল অনুযায়ী যথাযথ খেলতে পারা ফুটবলারেরও অভাব নেই। লাউতারো মার্টিনেজ, রোমেলু লুকাকো ও এডিন জেকোকে নিয়ে গড়া দলটির ফরোয়ার্ড লাইন এই মৌসুমে গোল করেছে ৬৬টি। তাদের নিরেট রক্ষণের মূলমন্ত্র বাস্তোনি, আছার্বি ও ডার্মিয়ানকে নিয়ে গড়া ব্যাক-লাইনটি।
ইনজাগি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দায়িত্ব পালন করা ষষ্ঠ ইতালিয়ান কোচ। এই ৪৭ বছর বয়সী ম্যানেজার ইন্টারকে ৩-৫-২ ছকেই খেলিয়ে থাকেন। তাঁর অধীনে এখন পর্যন্ত ৩২টি নক-আউট ম্যাচ খেলে ইন্টার জিতেছে ২১টিতে আর হেরেছে মাত্র ৫টিতে। ইনজাগির কৌশলের কারণে এবারের আসরে ১২ ম্যাচের ৮টিতে কোনো গোল হজম করেনি ইন্টার। ফাইনালে সিটিকে আটকে রাখতে পারলে তারা ছুঁয়ে ফেলবে আর্সেনালের ২০০৫-০৬ মৌসুমে ৬ ম্যাচে ক্লিনশীট রাখার রেকর্ড।
অন্যদিকে গার্দিওলার সামনে ১২ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ। তাছাড়া ১৯৯৯ সালের পর নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের পর প্রথম ইংলিশ দল হিসেবে ট্রেবল জয়ের সুযোগ। গার্দিওলা বার্সালোনা ছাড়ার পর থেকেই ফাইনালে উঠে বা লিগের বড় ম্যাচে পা ফসকান। এর কারণ হচ্ছে তিনি নতুন বা বিশেষ কৌশলের আশ্রয় নেন এই ধরনের ম্যাচে। এই স্প্যানিশ কোচ সব সময় চান অন্য ম্যানেজাররা যেন তাঁর কৌশল সম্পূর্ণভাবে বুঝতে না পারেন।
গার্দিওলা এই মৌসুমে সিটিকে ৩-২-৪-১ ছকে খেলাচ্ছেন। যেখানে সেন্টারব্যাক জন স্টোনস কিছু বিশেষ মুহুর্তে মাঝমাঠে রদ্রির সাথে যোগ দিয়ে একটা ভিন্ন মাত্রা যোগ করেন। তিন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা, বের্নার্ডো সিলভা ও ইকায় গুন্দোগান দলের মূল চালিকা শক্তি। তাছাড়া এই মৌসুমে ৫২ গোল করা আর্লিং হালান্ড তো আছেনই। এই নরওয়েজিয়ান স্ট্রাইকার এবারের চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির হয়ে ১২ গোল করেছেন। এই প্রতিযোগিতায় কোনো ইংলিশ ক্লাবের হয়ে এক আসরে যা যৌথভাবে সর্বোচ্চ।
চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় শিরোপা জিতে জিনেদিন জিদানকে ছোঁয়ার হাতছানি এখন গার্দিওলার সামনে। তাদের চেয়ে বেশি শিরোপা জিতেছেন কেবল চার বার এই ট্রফি জেতা কার্লো আনচেলত্তি। গার্দিওলার সেই অসামান্য অর্জনের পথে দেয়াল হয়ে দাঁড়িয়ে কেবল ইন্টার। সান-সিরোর নীল-কালোরাতো চাইবেই চতুর্থবারের মত ইউরোপ সেরা হতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ