বর্ণবাদ বিরোধী ম্যাচেও বর্ণবাদের থাবা!
১৮ জুন ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিউসের সমর্থনে আফ্রিকার গিনির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব সেরা ব্রাজিল। ম্যাচটি আবার অনুষ্ঠিত হলো বর্ণবাদের আঁতুড়ঘর স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনায়। সেলেসাওরা বর্ণবাদের প্রতিবাদে কালো জার্সি পরেই গিনির বিপক্ষে এক অর্ধ খেলেছিলো। ব্রাজিলের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ, শুরু থেকে উজ্জীবিত ফুটবলও খেলল গিনি। তবে প্রথমার্ধে ক্ষণিকের ছন্দপতনে গোল হজম করল দুটি। এরপর তারা ঘুরেও দাঁড়াল, কিন্তু রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ পর্যন্ত পেরে ওঠেনি আফ্রিকার দলটি। পরশু রাতে গিনিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। তবে দু:খজনক ভ্যাপার হচ্ছে এই ম্যাচেও বর্ণবাদের অভিযোগ উঠেছে।
স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার সময় চরম বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। তাকে বানর বলা হয়েছিলো। শুধু তাই নয়, তার মৃত্যু পর্যন্ত কামনা করা হয়েছিলো তখন। যে কারণে মাঠেই কেঁদে দিয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। শুধু সেবারই নয়, পুরো মৌসুমে প্রায় ১০বার এমন বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন তিনি।
ভিনিসিয়ুসের প্রতি এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো ফুটবল বিশ্ব। ফিফা সভাপতি তার প্রতি সমর্থন জানান। ব্রাজিল প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ভিনিসিয়ুসকে রক্ষার আহŸান জানান। ব্রাজিল পুটবল দল ঘোষণা করে বর্ণবাদ বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে ইউরোপেই তারা দুটি আফ্রিকান দেশের বিপক্ষে ম্যাচ খেলবে।
সেই প্রতিবাদের প্রথম ম্যাচের ২৬তম মিনিটে গোলের স‚চনা করেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার জোয়েলিন্টট। পাল্টা আক্রমণ থেকে পাওয়া বলটি ডি-বক্সের খুবই কাছ থেকে তিনি জড়িয়ে দেন গিনির জালে। ব্রাজিলের জার্সিতে নিজের অভিষেকটা রাঙিয়ে নিলেন জোয়েলিন্টট। মাত্র চার মিনিট পরই রদ্রিগোর গোল। বলা যায় অপ্রতিরোধ্য ছিলেন তিনি এ সময়। অনেক দুর থেকে বল নিয়ে এসে গিনির জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের ৩৬তম মনিটে একটি গোল শোধ করেন গিনির সেরহোউ গুইরাসি। ২-১ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল মাঠে নামে নিজেদের হলুদ জার্সি পরেই। এই অর্ধ শুরু হতে না হতেই গোল। ম্যাচের ৪৭তম মিনিটে দারুণ এক হেডে গোল করে ব্রাজিলের গোল ব্যবধান ৩-১ করেন এডার মিলিতাও। ৮৮তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক নেন ভিনিসিয়ুস জুনিয়র। তার কিকই জড়িয়ে যায় গিনির জালে। যাকে কেন্দ্র করে এই প্রতিবাদী ম্যাচ, তার পা থেকেই এলো কাঙ্খিত গোল।
তবে বর্ণবাদ বিরোধী এমন ম্যাচেও বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এক বন্ধুর সঙ্গে মাঠের বাইরে করা হয়েছে বর্ণবাদী আচরণ। যার প্রতিবাদ করেছেন ভিনি নিজেই। জানা গেছে, ব্রাজিল তারকার বন্ধু ফিলিপে সিলভা যখন মাঠে প্রবেশ করছিলেন, তখন এক নিরাপত্তাকর্মীর থেকে বাজে আচরণের শিকার হন তিনি। ওই নিরাপত্তাকর্মী পকেট থেকে কলা বের করে সিলভাকে বলেছেন, ‘হাত ওপরে তোলো তোমার জন্য এটাই আমার অস্ত্র।’ এক টুইট বার্তায় ভিনি লিখেছেন, ‘যখন আমি বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো জার্সি পরে খেলছিলাম, ঠিক সে সময়ে আমার বন্ধু বর্ণবাদের শিকার হয়েছে। এমন ঘটনা দুঃখজনক। স্টেডিয়ামের পেছনের অবস্থা খারাপ ছিল। ওখানকার সিসিটিভি ফুটেজে কোথায়?’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার