আঠাশ পেরিয়ে থামলেন পয়তাল্লিশের বুফন
০৩ আগস্ট ২০২৩, ১০:২৪ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১১:১৯ পিএম
অন্তত ৫৫ বছর বয়স পর্যন্ত খেলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন গত বছর। তবে ফুটবলের আঙিনায় আর খুব বেশি লম্বা হলো না জানলুইজি বুফনের পথচলা। প্রায় তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ইতালির কিংবদন্তি গোলকিপার। গতপরশু রাতে ৪৫ বছর বয়সী বুফন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছোট্ট বার্তায় জানান অবসরের কথা। সঙ্গে জুড়ে দেন তার ক্যারিয়ারের বিভিন্ন মুহূর্তের এক মিনিটের একটি ভিডিও, ‘এখানেই শেষ বন্ধুরা! আপনারা আমাকে সবকিছু দিয়েছেন। আমিও আপনাদের সবকিছু দিয়েছি। আমরা একসঙ্গে তা করেছি।’
সব সময়ের সেরা গোলকিপারদের একজন বলে বিবেচিত বুফনের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল যেখানে, সেই পার্মাতে থেকেই বিদায় জানালেন তিনি। ১৯৯৫ সালে ইতালিয়ান ক্লাবটির হয়ে তার অভিষেক ১৭ বছর বয়সে। পরে ইউভেন্তুস, পিএসজিতে রাঙিয়ে, অসংখ্য রেকর্ড-অর্জনে নাম লিখিয়ে অবশেষে থামলেন তিনি। ১৩ বছর বয়সে ১৯৯১ সালে পার্মার একাডেমিতে যোগ দেন বুফন। প্রাথমিকভাবে মিডফিল্ডে খেলতেন তিনি। তবে তার উচ্চতা ও শারীরিক গড়নের কারণে পরবর্তীতে বনে যান গোলকিপার।
পার্মার হয়ে প্রথম ধাপে ২২০ ম্যাচ খেলে ২০০১ সালে জুভেন্টসে যোগ দেন বুফন। তিন কোটি ৩০ লাখ পাউন্ড ট্রান্সফার ফির সৌজন্যে ওই সময়ে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার। তুরিনের ক্লাবটিতেই কাটান ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময়। দুই দফায় জুভেন্টসের হয়ে প্রায় দুই দশকের অধ্যায়ে তিনি সেরি আ শিরোপা জেতেন মোট ১০টি। ইতালিয়ান সুপার কাপ ৬টি ও ইতালিয়ান কাপ জেতেন ৫টি। সেরি আয় বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জেতেন ১৩ বার। জুভেন্টসের হয়ে সব মিলিয়ে তিনি ম্যাচ খেলেছেন ৬৮৫টি। ক্লাবটির হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। ৭০৫ ম্যাচ খেলে রেকর্ডটি তার দীর্ঘদিনের সতীর্থ আলেসান্দ্রো দেল পিয়েরোর।
সিরি ‘আ’য় সবচেয়ে বেশি ম্যাচ (৬৪৮) খেলার রেকর্ড অবশ্য বুফনের। ইতালির শীর্ষ লিগটিতে সবচেয়ে লম্বা সময় (৯৭৪ মিনিট) গোল না হজমের রেকর্ডও তার। সেরি আ যুগে (১৯২৭ থেকে) লিগে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডও তার নামের পাশেই শোভা পাচ্ছে। জুভেন্টস থেকে ২০১৮ সালে তিনি যোগ দেন পিএসজিতে। প্যারিসে এক মৌসুম খেলে জেতেন লিগ ওয়ান শিরোপা। সেখান থেকে ২০১৯ সালে ফেরেন পুরনো ঠিকানা জুভেন্টসে। এ যাত্রায় তুরিনে খেলেন দুই মৌসুম। ২০২১ সালে শৈশবের ক্লাব পার্মাতে ফিরে যান বুফন। গত বছরের ফেব্রুয়ারিতে সিরি ‘বি’র দলটিতে চুক্তির মেয়াদ বাড়ান তিনি ২০২৪ সালের জুন পর্যন্ত। কিন্তু প্রায় এক বছর আগেই শেষ গেল সেই চুক্তি। এর যথেষ্ট কারণও অবশ্য আছে। গত মৌসুমে হ্যামস্ট্রিংয়ের চোট বেশ ভোগায় তাকে। ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পারেন কেবল ১৯ ম্যাচ। পার্মার হয়ে এই দফায় দুই মৌসুমে সব মিলিয়ে ৪৫ ম্যাচ খেলেন তিনি।
ইতালি জাতীয় দলের জার্সিতেও বেশ লম্বা পথচলা বুফনের। ১৯৯৭ থেকে ২০১৮ পর্যন্ত দেশের হয়ে খেলেন রেকর্ড ১৭৬ ম্যাচ। ২০০৬ সালে পান বিশ্বকাপ জয়ের স্বাদ। ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটাই শুধু জেতা হয়নি বুফনের। জুভেন্টসের হয়ে তিনবার ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে খেলে তাকে ফিরতে হয় শূন্য হাতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চার হাজার কোটি টাকা আত্মসাত অনুসন্ধানে দুদক
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৫
রাজধানীর সাইনবোর্ডে এলাকায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
৭ মাসেও মালয়েশিয়াগামী কর্মীরা টাকা-পাসপোর্ট ফেরত পায়নি
জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন
উচ্চ স্বরে হইচই করায় সারদা পুলিশ একাডেমির ৮ এসআইকে তলব
ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু
তারেক রহমানের ৩১ দফায় শিক্ষকদের সুখবর আছে -ডা. মাজহার
মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত
জাবিতে শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর মাফরুহী সম্পাদক প্রফেসর বোরহান
নগরবাসীকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়
মতলবে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ওমর সানি
ফুলবাড়িয়ায় ২ দুই কর্মকর্তাকে বরখাস্ত ও ঠিকাদারে লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন
গুরুদাসপুরে অবৈধ ৯টি ইট ভাটায় ২৮ লাখ টাকা জরিমানা
না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড
বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী মারা গেছেন
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত
নগরবাসিকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়