প্লাস্টিক, ফুটবল দিয়ে উইকেটে বোলিং!
০৯ আগস্ট ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বেশ কিছুদিন ধরেই টালমাটাল ক্রিকেটপাড়া। সবশেষ গত সপ্তাহে তামিম ইকবালের ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেবার পর থেকে নতুন সঙ্কটে বাংলাদেশের ক্রিকেট। যেখানে নিজেদের পছন্দের ওয়ানডে সংস্করণে আসন্ন এশিয়া কাপ আর বিশ্বকাপ- কেথায় আসরে নিজেদের সেরা সাফল্যের ছক কষবেন ক্রিকটার আর কোচরা, সেখানে নতুন অধিনায়ক খুঁজতেই ত্রাহি অবস্থা ক্রিকেট বোর্ডের। তবে একজন এসবের ছিঁটে ফোঁটাও যেন লাগতে দেননি চলতি ক্যাম্পে। তিনি স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে তখন ক্রিকেটাররা ছড়িয়ে-ছিটিয়ে। কয়েকজন রানিং করছেন। কয়েকজন ফিল্ডিং অনুশীলন। একদম কোনার উইকেটে কয়েকজন স্পিনার পালা করে বোলিং করছিলেন। পাশে দাঁড়িয়ে তা দেখছিলেন হেরাথ। দৃশ্যটা চোখ আটকে যাওয়ার মতোই। স্পিনাররা কে কোন জায়গায় বল করবেন, সেটি বোঝাতে তিনটি ফুটবল ব্যবহার করছিলেন হেরাথ। ফুটবলগুলো যেখানে সাজানো সেটাকে ইয়র্কার লেংথ বলা যায়। শুধু তা-ই নয়, উইকেটের কিছু জায়গায় হেরাথ প্লাস্টিক লাগিয়ে দিয়েছেন। স্পিনারদের বল যেন টার্ন কম করে স্কিড বেশি করে, সে জন্যই হেরাথের এই কৌশল। জাতীয় দলের এক স্পিনারের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘আইসিসি ইভেন্টে তো উইকেট খুব ভালো থাকে। টার্ন তেমন থাকে না। বল মূলত স্কিড করে। সে জন্যই উইকেটে কিছু একটা রেখেছেন যেন বল টার্ন না করে স্কিড করে। আর আমরা সেটার সঙ্গে এখন থেকেই যেন অভ্যস্ত হই।’
হেরাথ তার বিশেষ ক্লাসে স্পিনারদের দ্রুত লাইন ও লেংথ বদলানোর পরীক্ষাও নিয়েছেন। স্পিনাররা যখন রানআপের মাঝামাঝি জায়গায়, তখন তিনি পাশ থেকে বলেছেন, কোন বলটা করতে হবে। মুহূর্তেই সিদ্ধান্ত বদলের এই অনুশীলন করানোর কারণটাও সেই স্পিনারের মুখে শুনুন, ‘ব্যাটসম্যানরা তো পায়ের ব্যবহার করে (স্পিনারদের বিপক্ষে)- ক্রিজ ছেড়ে খেলে, ক্রিজের ভেতরে গিয়ে খেলে। আমাদের সেটা দেখে লাইন-লেংথ বদলাতে হয়।’
গতকাল জাতীয় দলের স্পিনারদের বোলিং অনুশীলনে এসবই হয়ে গেল। সেখানে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম তো ছিলেনই, মাহমুদুল হাসান, শামীম হোসেনের মতো দলের অনিয়মিত স্পিনাররাও ছিলেন। স্পিনারদের নিয়ে হেরাথের এই বিশেষ ক্লাসে অংশ নিতে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন অফ স্পিনার নাঈম হাসানও। দু’দিন ধরেই তাঁকে দেখা যাচ্ছে জাতীয় দলের অনুশীলনে। তিনি নির্বাচকদের এশিয়া কাপের পরিকল্পনা না থাকলেও হেরাথের স্পিন ক্লাসে আছেন।
ওদিকে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এশিয়া কাপের কথা মাথায় রেখে স্কিল ক্যাম্প শুরু করে দিয়েছে। গতকাল থেকেই জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাসের অধীনে ব্যাটিং-বোলিং করছেন ক্রিকেটাররা। স্কিল ক্যাম্পের আগে ক্রিকেটারদের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। ফিটনেস ক্যাম্পে প্রাথমিকভাবে ছিলেন ৩২ জন ক্রিকেটার। সেখান থেকে কয়েকজনকে এর মধ্যেই বাদ দেওয়া হয়েছে। চোটের কারণে তামিম ছাড়াও ছিটকে পড়েছেন পেসার রেজাউর রহমান। বাদ পড়েছেন খালেদ আহমেদ, রনি তালুকদার, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন। এরপর যাঁরা আছেন, তাঁদের মধ্য থেকেই এশিয়া কাপের দল সাজানো হবে বলে জানা গেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন