মৃত্যুকূপে পিএসজি, বায়ার্নের গ্রুপে ম্যানইউ
০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
কাড়িকাড়ি টাকা খরচ করে ঘরোয়া পর্যায়ে নিয়মিত শিরোপা জিতলেও এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের মুখ দেখেনি ফরাসি ক্লাব পিএসজি। এবার তো মৃত্যুকূপেই পড়ছে দলটি। গ্রুপ এফে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও সাত বারের চ্যাম্পিয়ন এসি মিলান। এছাড়াও এই গ্রুপে রয়েছে সাম্প্রতিক সময়ে দারুণ খেলতে থাকা ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডও। তিন বছর পর মোনাকোর গ্রিমালদি ফোরামে গতপরশু রাতে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের ড্র অনুষ্ঠিত হয়। গ্রুপ ‘এ’তে পড়েছে ইউরোপের অন্যতম শক্তিধর দুই বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ডেনিশ ক্লাব কোপেনহেগেন ও তুরস্কের ক্লাব গালাতাসারাই।
গত বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির গ্রুপে রয়েছে জার্মান ক্লাব আরবি লাইপজিগ, সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড ও সুইস ক্লাব ইয়াং বয়েজ। গতবারের আরেক ফাইনালিস্ট ইন্টার মিলানের গ্রুপে রয়েছে পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা, অস্ট্রিয়ার ক্লাব সালজবুর্গ ও স্পেনের রিয়াল সোসিয়েদাদ। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালের ‘সি’ গ্রপে সঙ্গী ইতালির নাপোলি, পর্তুগালের ব্রাগা ও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ‘এইচ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগিজ ক্লাব পোর্তো, ইউক্রেনের শাখতার দোনেৎস্ক ও বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্প।
অপর দুই স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ ও সেভিয়াও তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। গ্রুপ বিতে বর্তমান ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়ার সঙ্গে রয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল, ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন ও ফ্রান্সের লঁস। ডাচ চ্যাম্পিয়ন ফেইনুর্ডের গ্রুপে পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই গ্রুপে অপর দুটি দল হলো ইতালির লাৎসিও ও স্কটিশ ক্লাব সেল্টিক।
আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত হবে চলবে গ্রুপ পর্বের লড়াই। নকআউট পর্ব শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। ফাইনাল হবে ১ জুন, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। বর্তমান ফরম্যাটে এটিই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আসর। আগামী মৌসুম থেকে দল সংখ্যা ৩২ থেকে বেড়ে হবে ৩৬।
কোন গ্রুপে কারা
গ্রুপ এ : বায়ার্ন মিউনিখ, ম্যানইউ, কোপেনহেগেন ও গালাতাসারাই।
গ্রুপ বি : সেভিয়া, আর্সেনাল, আইন্দহোভেন ও লঁস।
গ্রুপ সি : নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন।
গ্রুপ ডি : বেনফিকা, ইন্টার মিলান, সালজবুর্গ ও রিয়াল সোসিয়েদাদ।
গ্রুপ ই : ফেইনুর্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ, লাৎসিও ও সেল্টিক।
গ্রুপ এফ : পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেড।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, আরবি লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড ও ইয়াং বয়েজ।
গ্রুপ এইচ : বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক ও রয়্যাল অ্যান্টওয়ার্প
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি
লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন
হলুদ রঙে সেজেছে ক্ষেত
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত
অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান
ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ
উত্তরা থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান
মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫
ইসলামী ভাবধারা প্রচারের নামে মাহফিলে যারা রাজনীতি করছে ধরা খাবে
ভাইরাল পোস্টের প্রচেষ্টায় নিখোঁজ চীনা অভিনেতা উদ্ধার
শৈত্যপ্রবাহে কাঁপছে যে ১০ জেলা
লন্ডন যাওয়া হলো না বিতর্কিত নায়িকা নিপুনের, তাকে রেখে সিলেট ছাড়লো ফ্লাইট !
পাকিস্তানে খনিতে গ্যাস বিস্ফোরণে আটকে পড়েছে ১২ শ্রমিক, উদ্ধারকাজ চলছে
এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ
কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট
দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে