বাংলাদেশ ফুটবলের ‘কালো’ দিবস বৃহস্পতিবার
২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
বাংলাদেশ ফুটবলের কালো দিবস বৃহস্পতিবার। ৪১ বছর আগে ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর খেলার মাঠ থেকে কারাগারে যেতে হয়েছিল তৎকালীন দেশের আধুনিক ফুটবলের জনক ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের (বর্তমানে ঢাকা আবাহনী লিমিটেড) স্থানীয় ও বিদেশী ১৪ ফুটবলারকে। অবশ্য পরদিন সকালে দুই বিদেশীসহ দশজন ফুটবলার ছাড়া পেলেও বিভিন্ন মেয়াদে জেল খেটেছিলেন দেশসেরা চার ফুটবলার।
ওই বছরের ২১ সেপ্টেম্বর ঢাকা ফুটবল লিগের শেষ ম্যাচে মাঠে নেমেছিলো দুই জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্র। তৎকালীন ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) অনুষ্ঠিত এ ম্যাচের অন্তিম মুহূর্তে আবাহনীর অধিনায়ক আনোয়ার হোসেনের কর্ণারের বল গোললাইন অতিক্রম করলে মোহামেডানের গোলরক্ষক মো. মোহসিন হাত দিয়ে তা ফিরিয়ে দেন। আবাহনীর খেলোয়াড়রা গোলের দাবী জানান। কিন্তু রেফারি আবদুল আজিজ সেই দাবীতে সাড়া দেননি। তিনি তা বাতিল করে দেন। এতে ক্ষীপ্ত হয়ে আবাহনীর ফুটবলাররা সহকারী রেফারি মহিউদ্দিন চৌধুরীকে মারধর করেন। এ ঘটনায় মাঠে উত্তেজনা দেখা দিলে সেখান থেকে গ্যালারী হয়ে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। দুই ক্লাবের উত্তেজিত সমর্থকরা স্টেডিয়ামের ভেতর ও বাইরে ব্যাপক ভাঙ্গচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেধড়ক লাঠি চার্জ ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করতে হয়। এ ঘটনার জের ধরেই ওইরাতে আবাহনীর দুই বিদেশীসহ (শ্রীলঙ্কান পাকির আলী ও অশোকা) মোট ১৪ জন ফুটবলারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রমনা থানা পুলিশ। তখন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) হোস্টেলে ছিল জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ২১ সেপ্টেম্বরের রাতেই সরকারী সম্পত্তি বিনষ্ট, রেফারিকে শারীরিকভাবে লাঞ্চিত, জনসম্পত্তি বিনষ্ট ও উস্কানীমূলক আচরণের দায়ে জাতীয় দলের ক্যাম্পে থাকা আবাহনীর ফুটবলারদের গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। রাজধানীর ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব থেকেও গ্রেফতার হন ক’জন স্থানীয় ও দুই বিদেশী ফুটবলার। পরদিন শ্রীলঙ্কান দূতাবাসের কর্মকর্তারা থানায় এসে পাকির আলী ও অশোকাকে ছাড়িয়ে নিয়ে গেলেও বাকিদের পাঠানো হয় সামরিক আদালতে। রমনা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কুদ্দুস এজাহারে উল্লেখ করেন, আবাহনীর ফুটবলাররা এরশাদের সামরিক সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। সামরিক সরকার উৎখাতে এরাই প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। সামরিক আদালত আবাহনীর চার ফুটবলার কাজী মো. সালাউদ্দিন, গোলাম রব্বানী হেলাল, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও আনোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দিলেও বাকি আট ফুটবলারকে খালাস দেয়। অধিনায়ক আনোয়ার ও হেলালকে ছয়মাসের জেল দিয়ে পাঠানো হয় রাজশাহী কারাগারে। আর সালাউািদ্দন ও চুন্নুকে তিনমাসের কারাদÐ দিয়ে পাঠিয়ে দেয়া হয় যশোর জেলে। তবে শাস্তি হলেও সাধারণ ক্ষমায় এই চার ফুটবলার ১৭ দিন জেল খেটে মুক্তি পান। তখন থেকেই দেশের ফুটবলের কলঙ্কিত এই দিনটি ‘কালো’ দিবস হিসেবে আখ্যা পেয়ে আসছে। প্রতি বছরই এই দিনটিকে স্মরণ করেন দেশের কোটি ফুটবলভক্তসহ খেলোয়াড়রা। ওই ম্যাচে মোহামেডান ১-০ গোলে জয় পেয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু