দুবার পোস্টে বাধা পেলেন মেসি, রেকর্ড গড়লেন মার্তিনেস
১৩ অক্টোবর ২০২৩, ০৬:৫৯ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ এএম
চোট কাটিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন লিওনেল মেসি। ভাগ্যের ফেরে গোল পাননি। অধিনায়কের দুটি শট পোস্টে বাধা পায়। তবু গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের রেকর্ড গড়া ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে আর্জেন্টিনা। নিকোলাস অতামেন্দির একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বুয়েনস এইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ম্যাচটি ১-০ গোলে জেতে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে তিন ম্যাচের সবকটিতেই জয় পেল লিওনেল স্কালোনির দল।
আরও একটি ম্যাচ জাল অক্ষত রাখলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এ নিয়ে আর্জেন্টিনার রেকর্ড ৬০৯ মিনিট জাল অক্ষত রাখলেন তিনি। গত বিশ্বকাপের ফাইনালে ১১৮তম মিনিটে কিলিয়ান এমবাপের সমতাসূচক সেই গোলের পর থেকে আর কোনো গোল হজম করেনি আর্জেন্টিনার। দলটির কোচ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত রইলেন স্কালোনিও।
ম্যাচের ৫৩তম মিনিটে হুলিয়ান আলভারেসের বদলি নামেন মেসি। দল তখন ১-০ গোলে এগিয়ে। ম্যাচের তৃতীয় মিনিটেই গোলটি করেন ওতামেন্দি। তবে ভাগ্য সুপ্রসন্য হলে আরও গোলের দেখা পেতে পারত তারা। মেসির দুটি শট পোস্টে বাধা পায়। এর একটি আবার সরাসরি কর্নার কিক থেকে। ডান প্রান্ত থেকে নেওয়া মেসির বাঁ পায়ের বাঁকানো কর্নার কিকটি দূরের পোস্টে বাধা পায়। অন্যটি ছিল ডি বক্সের ঠিক বাইরে থেকে নেওয় ফ্রি কিক। দারুণ নৈপুণ্যে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় ফ্রি কিকটি আদায় করেছিলেন মেসি নিজেই।
লাওতারো মার্তিনেস, রদ্রিগো দে পল ও নিকো গনসালেসরা প্রতিপক্ষের ডি বক্সে ছিলেন আতঙ্ক হয়ে। অনেকগুলো সুযোগও পেয়েছিলেন তারা। কিন্তু দলকে চাপমুক্ত করা দ্বিতীয় গোলটি এনে দিতে পারেননি কেউই।
স্কোরলাইন হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বললেও ম্যাচটা ছিল একপেশে। ম্যাচজুড়েই প্যারাগুয়েকে কোনঠাসা করে রাখে আর্জেন্টিনা। ৭৫ শতাংশ সময় বলের দখল ছিল মেসিদের অনুকূলে। ১৫টি শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে ৪ শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পারে সফরকারী দলটি। গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।
দিনের অন্য ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছে ভেনেজুয়েলা। কলম্বিয়া-উরুগুয়ে ম্যাচটি ২-২ ড্র হয়। পেরুকে ২-০ গোলে হারায় চিলি। বলিভিয়ার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে একুয়েদর।
তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। দুই জয় ও এক ডয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল। এক জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। একটি করে জয়, পরাজয় ও ড্রয়ে সমান ৪ পয়েন্ট উরুগুয়ে, চিলি ও ভেনেজুয়েলার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড