রোনালদো ও এমবাপের জোড়া গোল, মূল পর্বে দল
১৪ অক্টোবর ২০২৩, ১০:১৫ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ০১:৪০ পিএম
ইউরো বাছাইয়ের ম্যাচে নিজ নিজ দলের হয়ে জোড়া গোল করেছেন ক্রিস্তয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপে। তাদের দল পর্তুগাল ও ফ্রান্সও উঠেছে প্রতিযোগিতাটির মূল পর্বে।
পোর্তোয় শুক্রবার রাতে জমজমাট লড়াইয়ে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারায় পর্তুগাল। তাদের হয়ে জোড়া গোল করেছেন রোনালদো, একটি রামোস।
একই রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় স্বাগতিক নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারায় ফ্রান্স। শেষ দিকে ডাচদের একমাত্র গোলটি করেন কিলেন্ডশি হার্টমান।
এই জয়ে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা পাকা করে পর্তুগাল ও ফ্রান্স।
এবারের ইউরো বাছাইয়ে ছয় ম্যাচ খেলে সবকটিতেই জিতল দিদিয়ে দেশমের দল। আর পাঁচ ম্যাচ খেলে দ্বিতীয়বার হারের তেতো স্বাদ পেল নেদারল্যান্ডস।
সপ্তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের থ্রু পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে দারুণ ক্রস বাড়ান জোনাতঁ ক্লস। আর ছয় গজ বক্সের মুখে থেকে নিখুঁত ভলিতে জালে বল পাঠান এমবাপে।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে এমবাপের দ্বিতীয় গোলে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় ফ্রান্স। আদ্রিওঁ রাবিওর পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠান এমবাপে।
ডাচদের বিপক্ষে প্রথম লেগেও জোড়া গোল করেছিলেন এমবাপে। দ্বিতীয় গোলটির সৌজন্যে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিশেল প্লাতিনিকে (৪১) ছাড়িয়ে এককভাবে চতুর্থ স্থানে বসেন এমবাপে, তার গোল হলো ৪২টি। ২৪ বছর বয়সী তারকার ওপরে আছেন গ্রিজমান (৪৪), থিয়েরি অঁরি (৫১) এবং অলিভিয়ে জিরু (৫৪)।
ওদিকে ‘জে’ গ্রুপে প্রথম সাত ম্যাচের সবগুলিই জিতল পর্তুগিজরা। তিন ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করল জার্মানির টিকেট।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা রোনালদোর হাতে ম্যাচ শুরুর আগে তুলে দেওয়া হয় পর্তুগালের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ার জন্য পুরষ্কার। গত জুনে প্রথম খেলোয়াড় হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ খেলার ‘ডাবল সেঞ্চুরি’ পূর্ণ করেন তিনি। এরপর এই প্রথম ঘরের মাঠে খেলতে নামলেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
সাত ম্যাচে শতভাগ সাফল্যে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে লুক্সেমবার্গ।
বসনিয়া ও হার্জেগোভিনা ৯ পয়েন্ট নিয়ে চারে আছে। পাঁচে আইসল্যান্ডের পয়েন্ট ৭। সাত ম্যাচেই হেরেছে লিখটেনস্টাইন।
ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। দিনের অন্য ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে দুইয়ে উঠেছে গ্রিস। তাদের পয়েন্ট ১২। আর তৃতীয় স্থানে নেমে যাওয়া নেদারল্যান্ডসের পয়েন্ট ৯, অবশ্য একটি ম্যাচ কম খেলেছে তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা