সাতের রথে ইউরোতে পর্তুগাল
১৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলা পর্তুগালকে দ্বিতীয়ার্ধে পড়তে হলো প্রতিদ্বন্দ্বিতার মুখে। তবে তাদের একটানা জয়ের পথে বাধা হতে পারল না সেøাভাকিয়া। শেষ হাসি হেসে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠল তারা। গতপরশু রাতে ঘরের মাঠে পোর্তোতে বাছাই পর্বের ম্যাচে ৩-২ গোলে জিতেছে পর্তুগিজরা। তাদের হয়ে জোড়া গোল করেন তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। অন্য গোলটি গনসালো রামোসের। সফরকারীদের দুই গোলদাতা হলেন দাভিদ হান্সকো ও স্তানিসøাভ লোবোতকা। জাতীয় দলের হয়ে ২০২ ম্যাচে রোনালদোর গোলের সংখ্যা এখন ১২৫টি। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে তিনিই সর্বোচ্চ গোলদাতা। বয়স ৩০ বছর পেরিয়ে যাওয়ার পর এই নিয়ে ৭৩টি গোল তিনি করলেন।
‘জে’ গ্রুপে সাত ম্যাচের সবকটিতেই জিতল রবার্তো মার্তিনেজের শিষ্যরা। এতে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় আসরের টিকিট পেল তারা। সেটাও আবার তিন ম্যাচ হাতে রেখেই। ম্যাচের ১৮তম মিনিটে রামোস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় পর্তুগাল। ৬৯তম মিনিটে হান্সকোর লক্ষ্যভেদে সেøাভাকিয়া ব্যবধান কমায়। তিন মিনিট পরই পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে ফের ব্যবধান বাড়ান রোনালদো। ৮০তম মিনিটে লোবোতকা গোল করলে ম্যাচে তৈরি হয় রোমাঞ্চকর আবহ। তবে পর্তুগিজদের জয় ঠেকাতে পারেনি সেøাভাকরা। ম্যাচের পর সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে উচ্ছ্বসিত রোনালদো লিখেছেন, ‘আমরা ২০২৪ ইউরোতে উঠে গেছি! আরেকটি দুর্দান্ত প্রতিযোগিতার মূল পর্বে পৌঁছাতে পর্তুগালকে সাহায্য করতে পেরে ভীষণ খুশি।’
ম্যাচ শুরুর আগে রোনালদোর হাতে একটি সম্মাননা তুলে দেওয়া হয় পর্তুগালের জার্সিতে ২০০ ম্যাচ খেলার মাইলফলকের জন্য। গত জুনে প্রথম খেলোয়াড় হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ খেলার ‘ডাবল সেঞ্চুরি’র রেকর্ড গড়েন তিনি। সেদিন তার গোলেই আয়ারল্যান্ডের মাঠে ১-০ গোলে জিতেছিল ২০১৬ ইউরোর চ্যাম্পিয়নরা। ওই অনন্য অর্জনের পর দেশের মাটিতে এটাই ছিল রোনালদোর প্রথম ম্যাচ। মাঝে লুক্সেমবার্গের বিপক্ষে ৯-০ গোলের বিশাল জয়ের ম্যাচে খেলতে পারেননি সিআর সেভেন খ্যাত ফুটবলার। কারণ কার্ডজনিত নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। সম্মাননা পাওয়ায় ৩৮ বছর বয়সী রোনালদো যোগ করেছেন, ‘এমন সুন্দরভাবে সম্মান জানানোর জন্য পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও স্টেডিয়ামে উপস্থিত ভক্তদের বিশেষভাবে ধন্যবাদ!’
একই রাতে এমবাপের জোড়া গোলে ইউরোর মূল পর্বের টিকিট পেয়েছে ফ্রান্সও। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ‘বি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ফ্রান্স। ক্লাবের হয়ে দুর্ভাবনার কারণ হয়ে ওঠা গোলখরা জাতীয় দলের হয়ে মাঠে নেমেই ঝেড়ে ফেললেন কিলিয়ান এমবাপে। দুই অর্ধে একবার করে বল পাঠালেন জালে। অধিনায়কের নৈপুণ্যে নেদারল্যান্ডসকে আবারও হারিয়ে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা পাকা করল ফ্রান্স। শেষ দিকে ডাচদের একমাত্র গোলটি করেন কিলেন্ডশি হার্টমান। এবারের বাছাইয়ে এই প্রথম গোল হজম করল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এবারের ইউরো বাছাইয়ে ছয় ম্যাচ খেলে সবকটিতেই জিতল দিদিয়ে দেশমের দল। আর পাঁচ ম্যাচ খেলে দ্বিতীয়বার হারের তেতো স্বাদ পেল নেদারল্যান্ডস। ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। গ্রুপের অন্য ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে দুইয়ে উঠেছে গ্রিস। তাদের পয়েন্ট ১২। আর তৃতীয় স্থানে নেমে যাওয়া নেদারল্যান্ডসের পয়েন্ট ৯, অবশ্য একটি ম্যাচ কম খেলেছে তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা