বিদায়ের পথে ইউনাইটেড
০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ এএম
কিছু বুঝে উঠার আগে শুরুতেই এগিয়ে গেল নাপোলি। তবে রিয়াল মাদ্রিদও খেলায় ফিরতে আর এগিয়ে যেতে সময় নিল না। নাপোলি হাল না ছাড়ার ঝাঁজ দেখালেও সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের আক্রমণের তোড় আর পরে সামলাতে পারল না। গতপরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে ৪-২ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। টানা পঞ্চম ম্যাচ জিতে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফলতম দল।
নবম মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সের মধ্যে বল ফেলেছিলেন জিওভান্নি দি লরেন্সো। সেই বল টোকা মেরে জালের দিকে পাঠান জিওভানি সিমিওয়ে। রিয়াল গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও পেরিয়ে যায় গোললাইন। দুই মিনিট পরই রদ্রিগোর ঝলক। মাঝমাঠ থেকে বল ন্যে ছুটে যাওয়া ব্রাহিম দিয়াজের কাছ থেকে পাস ধরেই দারুণ জোরালো শটে খুঁজে নেন জালের ঠিকানা। খানিক পরই এগিয়ে যায় কার্লো আনচেলেত্তির দল। ২২ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বক্সে উঁচু বল পাঠান দাভিদ আলাভা। জুড বেলিংহাম ছুটে গিয়ে হেডে পেয়ে যান গোল।
বিরতির পরই আবার খেলায় ফেরে ইতালিয়ান ক্লাব। জাম্বো আনগিসা ডান প্রান্ত দিয়ে বক্সে কাট করতে গিয়েছিলেন, ডিফেন্ডারের শরীরে লেগে প্রতিহত হয়ে আবার তার পায়ে আসে বল। তিনি কোনাকুনি শটে জড়িয়ে দেন জালে। গোল খেয়ে একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। এই দফায় এগিয়ে যেতে লাগে কিছুটা সময়। ৮৪ মিনিটে বক্সের অনেকটা দূর থেকে বাম পায়ের শটে দলকে এগিয়ে নেন নিকো পাজ। যোগ করা সময়ে বক্সের ভেতর বেলিংহামের পাস ধরে দলের হয়ে চতুর্থ গোল করেন হুসেলু। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল রিয়াল।
এদিকে, শুরুতেই দুই গোল দিয়ে এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। গালাতাসেরাই এক গোল শোধ করলেও বিরতির পর আবার ব্যবধান বাড়ালো তারা। তবে নিশ্চিত জেতার রাস্তা থেকে পরে খেই হারালো ইংলিশ ক্লাব। গোলরক্ষক আন্দ্রে ওনানা করে বসলেন অবিশ্বাস্য ভুল। তুরস্কের ক্লাবের কাছে পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের প্রবল শঙ্কায় এরিক টেন হাগের দল। গালাতাসারাইয়ের মাঠে ‘এ’ গ্রুপে লড়াই হয়েছে ৩-৩ গোলে ড্র। এই গ্রুপ থেকে শীর্ষে থেকে নকআউট আগেই নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। আরেক পজিশনের জন্য লড়াই তিন দলের। ইউনাইটেড জিতলে তারাই এগিয়ে যেত। পয়েন্ট হারানোয় হিসাব বদলে গেছে। ইউনাইটেডের সঙ্গে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে গালাতাসেরাই। এফসি কোপেনহেগেন আর ইউনাটেড আছে সমান ৪ পয়েন্ট করে। কোপেনহেগেন ইউনাইটেডের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। এই অবস্থা থেকে পরের রাউন্ডে যাওয়া ব্রুনো ফার্নান্দেজদের জন্য দূরূহ।
তবে রাতে সবচাইতে বড় চমক দেখিয়েছে আর্সেনাল। প্রথমার্ধেই মুড়িমুড়কির মতো গোল করল। দ্বিতীয়ার্ধে তার পুনরাবৃত্তি না হলেও লঁসের জালে মোট ছয়বার গোল উৎসব করল তারা। এমিরেটস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে লঁসকে ৬-০ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল। ছয় গোলের পাঁচটিই প্রথমার্ধে করে আর্সেনাল। কাই হাভার্টজ, গাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা, গাব্রিয়েল মার্তিনেল্লি, মার্টিন ওডেগোর বিরতির আগে পান জালের দেখা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন জর্জিনিয়ো। ইউরোপীয় প্রতিযোগিতায় ফরাসি কোনো দলের বিপক্ষে ইংলিশ কোনো দলের এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো তারা।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে কোনো গোল হজম করেনি আর্সেনাল। আর এই ম্যাচগুলোয় তারা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১২ বার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ