জয়ে শুরু কিংসের, পুলিশের হোঁচট
২৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট এজিবি বসুন্ধরা ফেডারেশন কাপের উদ্বোধনী দিন ফর্টিস এফসি’র বিপক্ষে বসুন্ধরা কিংস জিতলেও রহতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সামনে হোঁচট খেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পুলিশ ২-২ গোলে ড্র করে রহমতগঞ্জের সঙ্গে। মূলত রহমতগঞ্জের ঘানার দুই ফরোয়ার্ডই পুলিশের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেন। পুলিশের হয়ে স্থানীয় ফরোয়ার্ড শাহেদ মিয়া ও কলম্বিয়ার ফরোয়ার্ড এডিস গার্সিয়া একটি করে গোল করেন। রহমতগঞ্জের পক্ষে ঘানার দুই ফরোয়ার্ড যথাক্রমে স্যামুয়েল কোনি ও এমেস্ট বোয়াটেং দু’গোল শোধ দেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দু’বার গোল করে পুলিশ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। পিছিয়ে পড়ে দু’বারই গোল শোধ করে সমতায় ফিরে পুলিশের পয়েন্টে ভাগ বসায় রহমতগঞ্জ।
ম্যাচের ১৯ মিনিটে শাহেদ মিয়ার গোলে এগিয়ে যায় পুলিশ (১-০)। সমান তালে লড়ে ৪১ মিনিটে কর্ণার থেকে হেড করে সমতা আনেন রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি (১-১)। এই ব্যবধানের ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। তবে ২৩ মিনিটের মধ্যে ফের এগিয়ে যায় পুলিশ। ম্যাচের ৬৮ মিনিটে পুলিশের কলম্বিয়ান ফরোয়ার্ড এডিস গার্সিয়া পেনাল্টি থেকে গোল করলে ব্যবধান দাঁড়ায় ২-১। তবে এই লিড ৯ মিনিটের বেশি টেকেনি। ৭৭ মিনিটে পেনাল্টি থেকেই রহমতগঞ্জের আরেক ঘানাইয়ান এমেস্ট বোয়াটেং গোল করে ম্যাচে পুনরায় সমতা আনেন (২-২)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ড্র’তে সন্তুষ্ট থেকেই মাঠ ছাড়তে হয় পুলিশকে। প্রধান কোচ ছাড়াই এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিন গত শুক্রবার ঢাকা আবাহনী লিমিটেডকে ১-১ গোলে রুখে দিয়েছিল রহমতগঞ্জ। এর চার দিনের মাথায় ফেডারেশন কাপে তারা রুখে দিল পুলিশকে। এই ড্রতে ‘এ’ গ্রুপে পুলিশ ও রহমতগঞ্জ দুই দলের পয়েন্ট ১ করে। এই গ্রুপের তৃতীয় দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা নিজেদের প্রথম ম্যাচ রহমতগঞ্জের বিপক্ষে খেলবে ২৩ জানুয়ারি।
অন্যদিকে বিপিএলের মতো ফেডারেশন কাপও জয় দিয়েই শুরু করলো বসুন্ধরা কিংস। কাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফেডারেশন কাপের আরেক ম্যাচে ফর্টিজ এফসিকে ১-০ গোলে হারায় কিংস। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। ম্যাচের ১১ মিনিটে মধ্যমাঠ থাকা বাড়ানো উড়ন্ত বলে বক্সের সামনেই বল পান ডরিয়েলটন। ফর্টিজের ডিফেন্ডার ডরিয়েল্টনকে বাধা না দিয়ে খানিকটা পাশে সড়ে যান। গোলরক্ষক সামনে এগিয়ে না এসে উল্টো পেছনে যান। এমন সহজ পরিস্থিতিতে গোল করতে ভুল করেননি কিংসের ব্রাজিলিয়ান (১-০)। লিগের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে আসা তপু বর্মণ সুযোগ পেয়েছিলেন এই ম্যাচে। যদিও তিনি একাদশে ছিলেন না। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া আরেক ফুটবলার গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে অস্কার ব্রুজোন একাদশে সুযোগ দিয়েছেন। জিকো কোচের আস্থার প্রতিদান দেন কোনো গোল হজম না করে। এক জয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পেল কিংস। এই গ্রুপের তৃতীয় দল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। তারও আগামী ২৩ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ফর্টিসের বিপক্ষে। ফেডারেশন কাপ সপ্তাহে একদিন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের কারণে দুই সপ্তাহ বিরতি দিয়ে এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ হবে ১৬ জানুয়ারি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন
সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা
নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ যুবক আটক
‘শিক্ষা বিপ্লবের মাধ্যমে তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে’
শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান
গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা লক্ষ্মীপুরের মিরিকপুর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মালিক
এতো লুটপাট কখনো দেখেনি কেউ - মাহবুব চৌধুরী
খালেদা জিয়া: রাজনীতির লাইমলাইটে বেগম জিয়ার প্রত্যাবর্তন
কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ইউরোপকে আরেকটি জ্বালানি সংকটে ফেলেছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র: হাঙ্গেরি
নোবিপ্রবি তৃতীয় জাতীয় সায়েন্স ফেস্ট এর সমাপনী অনুষ্ঠিত