নতুন দায়িত্বে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ
৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ১৬তম নির্বাহী বোর্ড (২০২৪-২০২৫) নির্বাচনে আবু নাইম সোহাগ বোর্ড মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের নব-নির্বাচিত কমিটি গতকাল দায়িত্ব বুঝে নেয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. আদিল মুহাম্মদ খান। ৩০ ডিসেম্বর সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পর কাল বিদায়ী কমিটি নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য গত ২৪ নভেম্বর , ২০২৩ তারিখ কারওয়ান বাজারে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের নিজস্ব কার্যালয়ে (প্ল্যানার্স টাওয়ার) সংগঠনটির ১৬তম নির্বাহী বোর্ড (২০২৪-২০২৫) নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়। সংগঠনের ১ হাজার ৫২০ জন সদস্য ভোটের মাধ্যমে ২০২৪ ও ২০২৫ সালের জন্য কমিটি নির্বাচিত করেন। উক্ত নির্বাচনে বোর্ড মেম্বার (ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লিয়াঁজো) পদে নির্বাচিত হন সোহাগ। বিআইপি’র বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব গ্রহনের পূর্বে ২০১১ সাল হতে ২০২৩ সালের মধ্য এপ্রিল পর্যন্ত বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সোহাগ। পরবর্তীতে মতিঝিস্থ নিজ পারিবারিক ব্যবসা খান ব্রাদার্স কন্সট্রাকশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। খান ব্রাদার্স কন্সট্রাকশনে দায়িত্ব পাওয়ার পর ভৌত ও অবকাঠামোগত পরিকল্পনা, কনসালটেন্সি,নগর ও অঞ্চল পরিকল্পনা পরামর্শক ও কলামিস্ট হিসেবে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের ১৬ তম নির্বাহী বোর্ড নির্বাচন-২০২৩ এ তিনি ৫৩১-৪৩১ ভোটে জয়লাভ করেন। আবু নাইম সোহাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন । তিনি ২০০৫ সালে বিআইপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।
নতুন দায়িত্ব গ্রহণ করে সোহাগ বলেন,‘আমি দেশের সকল পরিকল্পনাবিদদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই যারা নগর ও অঞ্চল পরিকল্পনার এই গুরু দায়িত্ব অত্যন্ত বিশ্বাসের সাথে আমার উপর অর্পণ করেছেন। আমি আমার মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আমি আশাবাদী, নব নির্বাচিত কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প-২০৪১ এর পরিকল্পনা সম্পর্কিত বিষয়াদি বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’
বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। নগর ও আঞ্চলিক পরিকল্পনার অগ্রগতির জন্য এই প্রতিষ্ঠান দেশের পরিকল্পনাবিদদের জাতীয় পেশাদার সংস্থা। প্রতিষ্ঠার পর থেকে, প্রতিষ্ঠানটি তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের শহর অঞ্চলের পরিকল্পিত ও সুশৃক্সখল উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বিআইপি দেশের পরিবহন, পরিবেশসহ নগর এবং আঞ্চলিক/গ্রামীণ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে সেমিনার, কর্মশালার আয়োজন করে এবং জার্নাল প্রকাশ করে, স্টেকহোল্ডারদের সাথে আলোচনা সভার ব্যবস্থা করে এবং ভৌত পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে নীতি নির্ধারকদের পরামর্শ দিয়ে থাকে।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের (বিআইপি) সদস্যরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে অধ্যয়ন শেষে দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থায় পেশাদারত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা