সানচোর জন্য ইউনাইটেড কোচের শুভকামনা
১৩ জানুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৪২ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পুরোনো ঠিকানা বরুসিয়া ডর্টমুন্ডে ফিরে গেছেন জেডন সানচো। টেন হাগের অধীনে খুব একটা সুবিধা করতে না পারায় ধারে বরুসিয়ায় ফিরে গেছেন ইংলিশ উইঙ্গার। পুরনো ক্লাবে সানচো যাতে সবাইকে আকৃষ্ট করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনাইটেড বস এরিক টেন হাগ।
এর মাধ্যমে ওল্ড ট্র্রাফোর্ডে সানচোর কঠিন সময়ের অস্থায়ীভাবে হলেও নিরসন হয়েছে। ইউনাইটেড বস টেন হাগের সাথে তার সম্পর্কও ভাল যাচ্ছিল না। ২০২১ সালে ডর্টমুন্ড থেকে ইউনাইটেডে যোগ দেন ২৩ বছর বয়সী সানচো। কিন্তু টেন হাগের সাথে সম্পর্কের অবনতির আগে থেকেই তিনি নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন। টেন হাগ আসার পর সানচোর খেলার সময়ও কমে আসে। এক সময় সানচো নিজেকে ইউনাইটেডে বলির পাঠা হয়েছেন বলে মন্তব্য করেন। আগস্টে আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর বিশেষ করে সানচোকে নিয়ে সমালোচনা করেছিলেন টেন হাগ। ঐ ম্যাচে সানচো বাদ পড়েন। এর কারন হিসেবে টেন হাগ জানিয়েছিলেন কোচের প্রত্যাশানুযায়ী নিজের মান ধরে রাখতে ব্যর্থ হয়েছেন সানচো। ঐ ম্যাচের পর থেকে ইউনাএটডের অনুশীলনের বাইরে ছিলেন সানচো।
মৌসুমের বাকি সময়ের জন্য তিনি ডর্টমুন্ডে ধারে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এখানে আসার পর তিনি জানিয়েছেন মনে হচ্ছে বাড়ি ফিরে এসেছি। সানচোর বিদায় সম্পর্কে টেন হাগ বলেছেন, ‘আশা করছি সেখানে সে ভাল করবে। আমি তাকে শুভকামনা জানাচ্ছি। সেখানে তার সাফল্য আশা করছি।’
টানা চার ম্যাচে সানচোর অনুপস্থিতির বিষয়ে কোন কথা বলতে রাজী হনটি টেন হাগ। ইংলিশ এই উইঙ্গার সম্পর্কে আর কোন কথা বলতে চাননি। দীর্ঘমেয়াদে সানচোর ইউনাইটেডে ফিরে আসার বিষয়টিও এড়িয়ে গেছেন টেন হাগ। এ সম্পর্কে বাড়তি কোন কথা না বলে সানচো বলেছেন, ‘আমি আগেই এ ব্যপারে জবাব দিয়েছি। আমি মনে করি যথেষ্ট হয়েছে।’
রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে টেন হাগ বলেছেন সেপ্টেম্বরে পায়ের ইনজুরিতে পড়া লিসান্দ্রো মাটিয়েনেজ প্রথমবারের মত দলে ফিরতে পারেন। অক্টোবরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া কাসেমিরো দলের অনুশীলনে ফিরেছেন। এদিকে অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন ক্রিস্টিয়ান এরিকসেন।
এ কারনে টেন হাগের হাতে দল বাছাইয়ের পথ খুলে যাচ্ছে। যদিও ইনজুরি কাটিয়ে দলে ফেরা প্রত্যেকেই পূর্ণাঙ্গ ফিটনেস ফিরে পাবার অপেক্ষায় রয়েছে। ২০২২ সালে আয়াক্স থেকে দলে আসা এন্টনি সবচেয়ে বেশী ফর্মহীনতায় ভুগছেন। সেপ্টেম্বরে তার বিপক্ষে নারী নির্যাতনের অভিযোগ উঠে। তারপর থেকে দলের বাইরে রয়েছেন তিনি। যদিও ব্রাজিলিয়ান এই উইঙ্গার শুরু থেকেই শক্তিশালী ভবে এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। টেন হাগের ধারনা মাঠের বাইরের এ সমস্ত বিষয় এন্টনির ফর্মে প্রভাব ফেলেছে, ‘আমি মনে করি বিষয়টি খুবই সহজ। মাঠের বাইরের ইস্যুগুলোর কারণে সে ভাল খেলতে পারছে না। আমি বিশ^াস করি তার প্রথম বছর ভাল কেটেছে, প্রাক মৌসুমেও সে ভাল করেছে। প্রথম চার ম্যাচে সে দুর্দান্ত ছিল। এরপর সে দলের বাইরে যাবার পর আবারো ফিরে আসে। কিন্তু তার কাছে যা প্রত্যাশ ছিল তা পূরনে সে ব্যর্থ হয়েছে। তার আরো ভাল করা উচিৎ ছিল। আয়াক্সে সে দারুন খেলেছে। বিশেষ করে আয়াক্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এন্টনি নিজেকে দারুভাবে প্রমান করেছে। সে কারনেই আমি নিশ্চিতভাবে বলতে পারি তার মধ্যে সব ধরনের যোগ্যতা আছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সুযোগের অভাবে বাংলাদেশি খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করতে পারছে না: এনামুল