উত্তাপের ‘সুপার এল ক্লাসিকো’
১৪ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
চলতি বছর দারুণ ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত দলটি। সে ধারায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে জায়গা করে নেয় লস ব্লাঙ্কোসরা। ফাইনালে অনেকেই তাদের এগিয়ে রাখছেন। তবে ফাইনাল ম্যাচে রিয়ালকে ফেভারিট মনে করেন না বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। গতপরশু রাতে সউদী আরবের রাজধানী রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ওসাসুনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। সউদী আরবের আল-আউয়াল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত একটায় হবে সুপার এল ক্লাসিকোর শিরোপা লড়াইটি।
তবে ফাইনালের আগে রিয়াল বন্দনায় মেতেছে ফুটবল ভক্তরা। বিশেষকরে সেমি-ফাইনালে আট গোলের রোমাঞ্চে যেভাবে অ্যাটলেটিকোকে হারায় দলটি। অনেকের মতে চলতি বছরের অন্যতম সেরা ম্যাচটি জিতে নিয়েছে তারা। নির্ধারিত সময়ের ম্যাচে দুই দফা পিছিয়ে পড়েও সমতা টানে রিয়াল। এরপর অতিরিক্ত সময় দুটি গোল আদায় করে জয় নিশ্চিত করে তারা। তবে ম্যাচটি যখন এল ক্লাসিকো, তখন কাউকেই ফেভারিট মনে করেন না জাভি, ‘ফাইনাল এখনও খেলা হয়নি। তারা কেবল (সেমি-ফাইনাল) জিতেছে। আমি (রিয়াল) মাদ্রিদের খেলা দেখেছি। তারা খুবই ভালো খেলেছে। আমার মনে হয় তারা এক বছর আগের চেয়ে এখন অনেক ভালো দল। তবে তারা ফেবারিট নয়।’ আর রিয়ালকে কেন ফেভারিট মনে করেন না তার ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘এটা এল ক্লাসিকো। আমার বিশ্বাস আমাদের সেরা ভার্সনটাই খুঁজে পাব। এক বছর আগে আমার কোচিংয়ে এটা সেরা ম্যাচের একটি ছিল। আজকের বিষয়টি সোজাসাপ্টা, আমাদের ফাইনাল উপভোগ করতে হবে এবং এরপর লড়াই করতে হবে।’
ওসাসুনার বিপক্ষে জয় নিয়ে বলেন, ‘একটা সময় আমরা খেলাটা ধরতে পারি। আমরা বেশ আধিপত্য বিস্তার করেছি। আমাদের পায়ে বল ছিল, কিন্তু এটি কঠিন ছিল। কারণ তারা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। সেন্টার-ব্যাক লাফিয়ে উঠেছে, স্পেস খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। আমরা জানতাম যে স্বাভাবিকের চেয়ে আমরা কম জেনারেট করতে যাচ্ছি। আমাকে ওসাসুনাকে তাদের খেলার জন্য অভিনন্দন জানাতে হবে। তবে সাধারণভাবে আমরা শান্ত একটি ম্যাচ খেলেছি, খুব দুর্দান্ত বা উজ্জ্বল নয়, তবে ভালো। আমরা আগে শেষ করতে পেরেছি এবং আমরা খুশি।’
সুপার কোপার গত আসরেও রিয়ালকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। সেবার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েও সুপার কোপার বার্সেলোনার বিপক্ষে সে অর্থে পাত্তাই পায়নি দলটি। ৩-১ গোলে জয় পেলেও সে ম্যাচে আরও অনেক বড় ব্যবধানে জিততে পারতো বার্সা। বার্সার হয়ে গোল দিয়েছিলেন গাভি, লেভান্দোভস্কি ও পেদ্রি। তবে এবার তাদের দুইজনকেই চোটের কারণে পাচ্ছে না কাতালানরা। সেই সুযোগটাই কি নিতে চাইছে রিয়াল! কেননা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিততে পারলে পুরো দলের জন্য মোট ৪০ লাখ ইউরো বোনাস ঘোষণা করেছেন মাদ্রিদের ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।
দলকে অনুপ্রাণিত করতেই হয়তো বোনাস ঘোষণা করেছেন পেরেস। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত এর খবর, ট্রফি জিততে পারলে প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো। মোট ৪০ লাখ ইউরো খেলোয়াড়দের সঙ্গে পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে তারা যে অর্থ পাবেন, তার প্রায় অর্ধেক এই বোনাস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার