এবার দারুণ ছন্দে মোহামেডান
২১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থ রাউন্ড পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে হোঁচট খাওয়ার পর টানা দুই জয়ে ছন্দে ফিরেছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। আর চতুর্থ রাউন্ডে এসেও লিগে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।
শনিবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে মোহামেডান ৩-২ গোলে হারায় বাংলাদেশ পুলিশ এফসিকে। বিজয়ী দলের হয়ে স্থানীয় ফরোয়ার্ড জাফর ইকবাল, উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফারভ ও মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলেমান দিয়াবাতে একটি করে গোল করেন। পুলিশের পক্ষে দুই গোল করেন যথাক্রমে কলম্বিয়ার মিডফিল্ডার মাতেও পালাসিওয়াস ও স্থানীয় ফরোয়ার্ড শাহেদ মিয়া।
শনিবার পুলিশের বিপক্ষে ম্যাচের শুরু থেকে গোলের জন্য মরিয়া থাকলেও তা পেতে প্রায় আধঘন্টা অপেক্ষা করতে হয় মোহামেডানকে। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ২৭ মিনিটে জাফর ইকবালের গোলে এগিয়ে যায় সাদাকালোরা (১-০)। সাত মিনিট পরেই সমতায় ফেরে পুলিশ। ৩৪ মিনিটে পালাসিওয়াস সমতাসূচক গোলটি করেন (১-১)। এই ব্যবধান নিয়ে দু’দল বিরতি গেলেও দ্বিতীয়ার্ধে আরও দুই গোল পায় মোহামেডান। বিপরীতে পুলিশও আরেকটি গোল আদায় করে নেয়। ৭০ মিনিটে সুলেমান দিয়াবাতের যোগান দেয়া বল পুলিশের জালে পাঠিয়ে মোহামেডানকে ফের এগিয়ে দেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফারভ (২-১)। ম্যাচের ৭৯ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে ব্যবধান ৩-১ করে মোহামেডান। ৮৪ মিনিটে শাহেদ মিয়ার গোলে পুলিশ ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি (২-৩)। পয়েন্ট হারানোর শঙ্কায় পড়লেও ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান। ম্যাচ জিতে চার খেলায় তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখলো সাদাকালোরা। সমান দু’টি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেল পুলিশ।
এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারায় ঢাকা আবাহনী। বিজয়ী দলের সেন্ট গ্রানাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট দু’টি ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন একটি গোল করেন। শেখ রাসেলের ফরোয়ার্ড সুমন রেজা এক গোল শোধ দেন। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য ছিল ঢাকা আবাহনীরই। তবে শুরু থেকে গোলের একাধিক সুযোগ পেয়েও ১২ মিনিটের আগে গোল পায়নি আবাহনী। এসময় নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে শেখ রাসেল। বক্সের বাইরে ওয়াশিংটনকে থামাতে পারেননি রাসেলের ডিফেন্ডার শাহীন আহমেদ। কর্নেলিয়াসের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন ওয়াশিংটন। নিজে শট করার সুযোগ থাকা সত্বেও বক্সে বল ফেলেন কর্নেলিয়াস। সুযোগ হাতছাড়া না করে বল পেয়ে দারুণ শটে রাসেলের জাল কাঁপান জনাথন (১-০)। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+২মিনিট) বক্সের বাইরে থেকে জনাথনের ফ্রি কিকের বল বক্সে পেয়ে তা কর্নেলিয়াস স্টুয়ার্টকে বাড়িয়ে দেন ওয়াশিংটন। বল পেয়ে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন কর্নেলিয়াস (২-০)। ম্যাচের ৭৪ মিনিটে চন্দন রায়ের কর্ণার থেকে বল পেয়ে বক্সে জটলার মধ্যে থেকে গোল করেন রাসেলের ফরোয়ার্ড সুমন রেজা (১-২)। ৮৫ মিনিটে জনাথনের ক্রস পেয়ে পোস্টের কাছ থেকে লক্ষ্যভেদ করেন কর্নেলিয়াস (৩-১)। শেষ পর্যন্ত তার এ গোলেই জয় নিশ্চিত হয় আবাহনীর। চার খেলায় দুই জয় এবং একটি করে ড্র ও হারে ৭ পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় স্থানে উঠলো আবাহনী। সমান ম্যাচে একটি করে জয় ও ড্রতে এবং দুই হারে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেখ রাসেল।
এদিকে দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-২ গোলে ড্র করে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। পয়েন্ট তলানীর এ দুই দল এখন পর্যন্ত জয়ের মূখ দেখেনি। যদিও কাল ম্যাচের ৫৩ মিনিটের মধ্যে মাহবুবুর রহমান সুফিলের দুই গোল আশা জাগিয়েছিল ব্রাদার্সকে। তবে শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি তারা। ১২ মিনিটে মাহবুবুর রহমান সুফিলের গোলে লিড নেয় ব্রাদার্স (১-০)। ৫৩ মিনিটে আরও একবার চট্টগ্রাম আবাহনীর জাল কাঁপিয়ে নিজের গোলের জোড়া পূর্ণ করেন সুফিল (২-০)। তবে ম্যাচের শেষ দিকে মাত্র ১ মিনিটের ব্যবধানে ভাগ্য বদল করে নেয় চট্টলা আবাহনী। ৮০ মিনিটে হেমন্ত ভিনসেন্ট ও ৮১ মিনিটে নাসিরুদ্দিন চৌধুরীর গোলে সমতা এনে ম্যাচ শেষ করে তারা (২-২)। চার ম্যাচ শেষে দু’টি করে ড্র ও হারে ২ পয়েন্ট পেয়ে চট্টগ্রাম আবাহনী জায়গা পেয়েছে নবম স্থানে। সমান ম্যাচে দু’টি করে ড্র ও হারে ২ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে ব্রাদার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ