ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১

‘ডাকাতি করে’ জিতেছে রিয়াল

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম

কনুই দিয়ে জালে বল পাঠাচ্ছেন ভিনিসিউস জুনিয়র। এটিকে গোল ঘোষণা করায় বিস্মিত হন ধারাভাষ্যকাররাও। ছবি: ফেসবুক

দুই গোলে এগিয়ে গিয়েও জয় পাওয়া হয়নি আলমেরিয়ার। ‘বিতর্কিত’ দুই গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়েরও অন্তিম মুহূর্তের গোলে লা লিগায় রুদ্ধশ্বাস জয় পায় রিয়াল মাদ্রিদ। ঘটনাবহুল সেই ম্যাচে ঘটনাক্রমে সব সিদ্ধান্তই গেছে রিয়ালের পক্ষে। ম্যাচ শেষে তাই ক্ষোভ প্রকাশ করেছে আলমেরিয়া। আর রিয়াল মাদ্রিদ কোচ ও খেলোয়াড়রা বলছেন, রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

লা লিগা মৌসুমে আগের ২০ ম্যাচের কোনোটিতেই জেতেনি আলমেরিয়া। ২১তম ম্যাচে এসে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে দারুণ জয়ের সম্ভাবনা তৈরি করে দলটি। সেটাও রিয়ালের মাঠে। বিতর্কিত ঘটনাগুলো সব দ্বিতীয়ার্ধে।

রিয়াল প্রথম গোলটি করে পেনাল্টি থেকে। ডি-বক্সে আলমেরিয়ার ডিফেন্ডার কাইকি ফের্নান্দেসের হাতে বল লাগলে ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আলমেরিয়ার দাবি, বল হাতে লাগার আগেই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ফাউল করেছিলেন রিয়ালের হোসেলু।

চার মিনিট পর আবার ব্যবধান বাড়ান আলমেরিয়ার সের্হিও আরিবাস। কিন্তু লম্বা সময় ভিএআর পর্যবেক্ষণের পর গোল দেননি রেফারি। রেফারির মত, আক্রমণের শুরুতে জুড বেলিংহ্যামকে ফাউল করেছিলেন আলমেরিয়ার দিয়োন লুপি।

৬৭তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে সমতায় ফেরে রিয়াল। ভিডিও রিপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছে কনুই দিয়ে ঠেলে জালে বল পাঠিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শুরুতে সেটি গোল দেননি রেফারি। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টে গোল বৈধ বলে রায় দেন তিনি।

এই সিদ্ধান্তে মাঠেই প্রচণ্ড ক্ষুব্ধ দেখা যায় আলমেরিয়ার কোচ ও ফুটবলারদের। ধারাভাষ্যকাররাও বিস্মিত হন রেফারির সিদ্ধান্তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গোলের ভিডিও নিয়ে ট্রলের শিকার হচ্ছে রিয়াল। একজন তো বলেন, ফুটবল হলো এমন একটা খেলা যেখানে সবসময় রিয়ালই জেতে।

যোগ করা সময়ে লাল কার্ড দেখানো হয় আলমেরিয়া কোচ গাইসকা গারিতানোকে। এর কিছুক্ষণ পর বেলিংহ্যামের দারুণ হেডে বল পেয়ে দুরূহ কোণ থেকে গোল করে কারভাহাল।

ম্যাচের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান আলমেরিয়ার মিডফিল্ডার গনসালো মেলেরো,“আজকে আমাদের সঙ্গে স্রেফ ডাকাতি করা হয়েছে। এটা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু অন্য কোনোভাবে এটাকে দেখার উপায় নেই।”

“এ বছর এটিই প্রথমবার আমাদের সঙ্গে এরকম হলো না। আগেও অনেকবার হয়েছে। অভিযোগ না করলে তারা (রেফারি) এসবকে আমলে নেয় না। এভাবেই চলছে। আমরা কখনোই এসব নিয়ে কিছু বলি না। তবে আজকে যা হলো, তা সব সীমা ছাড়িয়ে গেছে। এটা অবিশ্বাস্য। ওদেরকে ম্যাচ জেতানোর জন্য এর চেয়ে বেশি আর কিছু করার ছিল না…।”

আলমেরিয়ার দ্বিতীয় গোলটি করেন এদগার গনসালেস। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বললেন, রেফারির সিদ্ধান্তে ন্যায্যতা খুঁজে পাননি তিনি।

“এই প্রতিযোগিতা তো সবার জন্যই সমান হওয়া উচিত। কিন্তু কখনও কখনও তা খুঁজে পাওয়াই কঠিন। (রেয়ালের) পেনাল্টিতে পরিষ্কার ফাউল হয়েছিল, ওদের দ্বিতীয় গোলটিতেও আমার মতে, হ্যান্ডবল ছিল। সব সিদ্ধান্তই তাদের পক্ষে গেছে।”

 

দলটির ডিফেন্ডার মার্ক পুবিল সরাসরিই আঙুল তুললেন রেফারির দিকে, “কেউ একজন (রেফারি) সিদ্ধান্ত নিয়েছিল যে আজকে আমাদের জিততে দেবে না এবং সেটিই হলো।”

রিয়ালকে জয় এনে দেওয়া কারভাহাল বলেন,“একটু শান্ত হওয়ার পর যদি মেলেরো আবার ভিডিও দেখে, তাহলে সে নিশ্চিতভাবেই উপলব্ধি করবে যে, রেফারির সিদ্ধান্তগুলো সঠিকই ছিল।”

একই সুর রিয়াল কোচ আনচেলত্তির কণ্ঠেও,“ওই সিদ্ধান্তগুলো তো ভিএআর রিভিউ দেখে নেওয়া হয়েছে, তিনটি সিদ্ধান্তই স্বাভাবিক ছিল। আমার মনে হয়, সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সবারই নিজস্ব মতামত আছে। আমি যা দেখেছি, সেটাই বলছি।”

“আলমেরিয়া খুব ভালো খেলেছে, তাদের রাগের কারণ আমি বুঝতে পারছি। তবে তিনটি সিদ্ধান্তই যদি আবার দেখেন, সবগুলিই সঠিক ছিল। ভিএরআরের কারণে জিতেছি, এটা শুনতে আমি তৈরি আছি। তবে সবগুলি ভিডিও আবার দেখেছি। আমার মতে, রেফারি ঠিক ছিলেন। ভিএআর তো সিদ্ধান্ত নেয় না। ভিএআর সুপারিশ করে, রেফারি সিদ্ধান্ত নেন। আমার মনে হয়, তিনি সঠিক ছিলেন।”

২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে এই মৌসুমে চমক উপহার দেওয়া জিরোনা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সেঞ্চুরির সপ্তমে বিপিএল
লিটনের ম্যাচে নায়ক থিসারা
হার দিয়েই জ্যোতিদের উইন্ডিজ সফর শুরু
আরও

আরও পড়ুন

যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২

যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের