চার ম্যাচ হাতে রেখেই রিয়ালের শিরোপা উৎসব

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৬ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৬ মে ২০২৪, ১২:০৬ এএম

জয়ের রথে চেপে শিরোপার মঞ্চ আগেই প্রস্তুত করে রেখেছিলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কাদিসকে ৩-০ গোলে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই শিরোপার উৎসব করে ফেললো কার্লো আনচেলত্তির শিষ্যরা। একই দিন জিরোনার কাছে ৪-২ গোলে হেরে রিয়াল মাদ্রিদের উৎসবের রংটা আরো রাঙ্গিয়ে দিয়েছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হারে লিগ শিরোপা পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ।
গতপরশু রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে এই জয়ে লা লিগার ৩৬তম শিরোপা ঘরে তুললো তারা। সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল মাদ্রিদের দলটি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার শিরোপা ২৭টি। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৮৭। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে জিরোনা, ৭৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। রিয়াল ও জিরোনার মাঝে ব্যবধান এখন ১৩ পয়েন্টের। রিয়াল যদি তাদের বাকি চার ম্যাচে হারে এবং জিরোনা নিজেদের চার ম্যাচে জেতে, তবুও রিয়ালকে ছুঁতে পারবে না তারা।
এর আগে সবশেষ ২০২১-২২ মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল রিয়াল । এক মৌসুম পরই মুকুট পুনরুদ্ধার করল তারা। এই মৌসুমে রিয়ালের লিগ জয় বিশেষ কিছুই। কেননা, মৌসুমের শুরু থেকে একের পর এক ফুটবলার ছিটকে পড়েন চোটের কারণে। অনেক ম্যাচেই জোড়াতালি দিয়ে একাদশ সাজাতে হয় কোচ আনচেলত্তিকে। মূল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে প্রায় পুরোটা সময়ই পায়নি তারা। তার জায়গায় সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেন ইউক্রেইনের গোলরক্ষক আন্দ্রি লুনিন, যিনি ছিলেন মূলত তৃতীয় পছন্দের গোলরক্ষক। চোট কাটিয়ে কাদিসের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুমে প্রথমবার রিয়ালের পোস্টে দাঁড়ান কোর্তোয়া। ফেরার দিনেই লিগ জয়ের স্বাদ পেয়ে গেলেন বেলজিয়ান এই গোলরক্ষক।
রিয়ালের কোচ হিসেবে দুই মেয়াদে আনচেলত্তি জিতলেন ১২টি ট্রফি- দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি উয়েফা সুপার কাপ, দুটি স্প্যানিশ সুপার কাপ। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ডে কারিম বেনজেমা ও মার্সেলোর এবার এই রেকর্ডে নাম লেখালেন নাচো ফার্নান্দেস ও লুকা মদ্রিচ। এরা প্রত্যেকেই রিয়ালের হয়ে ২৫টি করে ট্রফি জিতেছেন।
রিয়ালের এবারের লিগ জয়ে বড় অবদান রেখেছেন জুড বেলিংহ্যাম। মাদ্রিদে অভিষেক মৌসুমেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। শনিবার কাদিসের বিপক্ষে বদলি হিসেবে নামার দুই মিনিট পরই গোল করেছেন ইংলিশ এই মিডফিল্ডার। লিগে এখন পর্যন্ত ২৬ ম্যাচে বেলিংহ্যামের গোল ১৮টি। ৬ ম্যাচ বেশি খেলে ২০ গোল করে তার ওপরে আছে জিরোনার আর্তেম দোভিক। চলতি মৌসুমে এটি রিয়ালের দ্বিতীয় ট্রফি। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি জিতেছিলো তারা। এবারের মৌসুমে আটলেটিকো মাদ্রিদ ছাড়া আর কেউ হারাতে পারেনি রিয়ালকে। দিয়েগো সিমিওনির দলই দুবার হারিয়ে দেয় আনচেলত্তির দলকে।
লা লিগার শিরোপা জয়ের পর মৌসুমে আরও একটি শিরোপার হাতছানি রিয়ালের সামনে। ইউরোপের ক্লাব ফুটবলের সেরা আসর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে আগামী বুধবার নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-২ গোলে ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের আগে লা লিগা শিরোপা জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস আরও বাড়াবে রিয়াল মাদ্রিদের।
আর্লিং হালান্ডের চার গোলে উভভারহ্যাম্পটনকে উড়িয়ে দিয়ে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সম্ভাবনা জোরাল রাখল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে গতপরশু রাতে ৫-১ গোলে জিতেছে স্বাগতিকরা। দলের হয়ে অন্য গোলটি করেছেন হুলিয়ান আলভারেস। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ন করেছেন ম্যানসিটির নওরেজিয়ান তারকা আরলিং হালান্ড। বিরতির পর জালে বল পাঠালেন আরও একবার।
দিনের প্রথম ম্যাচে বোর্নমাউথকে ৩-০ গোলে হারানো আর্সেনাল ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তবে, গানারদের চেয়ে এক ম্যাচ কম খেলায় শিরোপা দৌড়ে এগিয়ে পেপ গার্দিওয়ালার দল। গত সেপ্টেম্বরে এই উলভারহ্যাম্পটনের মাঠেই আসরে প্রথম হারের স্বাদ পেয়েছিল সিটি। শুরুতে এগিয়ে যাওয়ার পর ম্যাচটি ২-১ গোলে জিতেছিল স্বাগতিকরা। লিগের বাকি তিন ম্যাচে পয়েন্ট না হারালে শিরোপা নিজেদের কাছেই রাখতে পারবে ম্যান সিটি। সেক্ষেত্রে পরের দুই ম্যাচ জিতেও কোনো লাভ হবেনা আর্সেনালের।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

পানির সংকট

পানির সংকট

নীতি ও দুর্নীতির লড়াই

নীতি ও দুর্নীতির লড়াই

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু