ঘুরে দাঁড়িয়ে জিতল সিটি ও আর্সেনাল
০৬ অক্টোবর ২০২৪, ০১:৩৩ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩৪ এএম
প্রিমিয়ার লীগে এবারও শিরোপা দৌড়ে ত্রিমুখী লড়াইয়ের আভাসই পাওয়া যাচ্ছে।লিভারপুল,ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল এবারও মুকুটের লড়াই নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখার ইংগিত দিচ্ছে। শনিবার অবশ্য জয় পেয়েছে তিন দলই।
লিভারপুলের কষ্টার্জিত জয় তুলে নেওয়ার পর সিটি ও আর্সেনালও জিতেছে ঘুরে দাঁড়িয়ে।নিজেদের মাঠ ইতিহাদে ফুলহামের বিপক্ষে সিটির জয়টি ৩-২ গোলে, এমিরেটসে সাউদাম্পটনের বিপক্ষে আর্সেনাল জিতেছে ৩-১ ব্যবধানে।
আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্না স্লটের দল।
চোটের জন্য স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে হারানোর পর লিগে প্রথম জয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিটি। ৭ ম্যাচে গত চার আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৭। সমান পয়েন্ট হলেও গোলের হিসেবে পিছিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল।
ইতিহাদ স্টেডিয়ামে ২৬তম মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার গোলে এগিয়ে যায় ফুলহ্যামম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি সিটি। ৩২ মিনিটে মাতেও কোভাচিচের নৈপুণ্যে ম্যাচে সমতা ফেরায় পেপ গার্দিওলার দল।
১-১ গোলের সমতা নিয়ে প্রধমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় সিটি। এ গোলটিও করেন কোভাচিচ। ক্রোয়াট মিডফিল্ডারের এবারের গোলটি বক্সের বাইরে থেকে নেওয়া শটে। গোলটিতে সহায়তা করেছেন বের্নার্দো সিলভা। ৮২ মিনিটে সিটির তৃতীয় গোলটি করেছেন বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডকু। ৮৮ মিনিটে একটি গোল ফেরত দেয় ফুলহ্যাম।
অন্যদিকে এমিরেটস স্টেডিয়ামে চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।প্রথমার্ধে আর্সেনাল ও সাউদাম্পটন দুই দলই সমানে সমান খেলেছে। আক্রমণ ও প্রতি আক্রমণের খেলায় অবশ্য গোল পায়নি কোনো দলই।বিরতির পর ঘরের মাঠে দাপট দেখায় গানার্সরা।তবে খেলার ধারার বিপরীতেই ৫৫ মিনিটে সাউদাম্পটনকে এগিয়ে দেন ইংলিশ উইঙ্গার ক্যামেরন আর্চার।
সমতা ফেরাতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ৫৮তম মিনিটে জালের দেখা পান কাই হাভার্টজ। ১০ মিনিট পর মিকেল আর্তেতার দলকে এগিয়ে নেন গাব্রিয়েল মার্তিনেল্লি।৮৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন সাকা।
এই জয়ের পর ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট শীর্ষে আছে লিভারপুল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’