মেসিরা উড়ছেন, ছুটছেন রোনালদোও
০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
দলের সিনিয়র সব খেলোয়াড়দেরই বিশ্রাম দিয়ে বেঞ্চে রেখে দল সাজিয়েছিল ইন্টার মায়ামি। কিন্তু ড্রয়ের দিকে যাওয়ার পথে শেষ দিকে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মাঠে নামান কোচ জেরার্ডো মার্তিনো। তবুও গোল মিলছিল না। তবে একেবারে অন্তিম মুহূর্তে পায় কাক্সিক্ষত গোল। তাতে টিকে মেজর লিগ সকারে (এমএলএস) মেসিরদের রেকর্ড গড়ার আশা। বাংলাদেশ সময় গতকাল সকালে টরন্টোর বিএমও ফিল্ডে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের যোগ করার সময়ের তৃতীয় মিনিটে লুইস সুয়ারেজের পাসে জয়সূচক গোলটি করেন লিওনার্দো কাম্পানা।
এই জয়ে লিগের ইস্টার্ন কনফারেন্সে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট হলো মায়ামির। এমএলএসে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া থেকে দুই পয়েন্ট দূরে তারা। ২০২১ সালে নিয়মিত মৌসুমে এক আসরে সবচেয়ে ৭৩ পয়েন্ট পেয়েছিল নিউ ইংল্যান্ড। শেষ ম্যাচটি জিতলেই নতুন রেকর্ড হবে মেসিদের। আর এই রেকর্ডটি গড়তে হবে সেই নিউ ইংল্যান্ডকে হারিয়েই। আগামী ১৯ অক্টোবর রেকর্ডের পথে নিয়মিত মৌসুমের শেষ দিনে নিজেদের মাঠে নিউ ইংল্যান্ডকে সামনে পাচ্ছে এরমধ্যেই সাপোর্টার্স শিল্ড জিতে নেওয়া দলটি।
মেসিদের দিনে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। এই গোলের সঙ্গে সাদিও মানের জোড়া গোল মিলিয়ে সউদী প্রো লিগে আল ওরোউবাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তার দল আল নাসর। পেনাল্টি থেকে গোলটি করেছেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরে এটি ছিল তার ৮ নম্বর গোল আর টানা চতুর্থ। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে ১০০০ গোলের স্বপ্ন দেখা রোনালদোর এটা ৯০৫তম গোল। মানের প্রথম গোলেও ছিল রোনালদোর ছোঁয়া। সব মিলিয়ে এ মৌসুমে আল নাসরে এটি তার দ্বিতীয় গোলে সহায়তা। সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৯ ম্যাচ খেলেছেন পর্তুগিজ তারকা। ৭১ মিনিটে আল নাসরের তৃতীয় গোলটিও করেন সেনেগালিজ ফরোয়ার্ড মানে।
এদিকে, টানা দুই ড্রয়ের পর জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। টানা দ্বিতীয় জয় পেল আর্সেনাল। পিছিয়ে পড়ার পরও দারুণ জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ফের ১ পয়েন্টে নামিয়ে আনল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাপ্রত্যাশী দল দুটি।
গতপরশু রাতে ফুলহ্যামের বিপক্ষে ঘরের মাঠে ৩-২ গোলে জিতেছে সিটি। নিজেদের মাঠে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্না সøটের দল।
চোটের জন্য স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে হারানোর পর লিগে প্রথম জয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিটি। ৭ ম্যাচে গত চার আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৭। সমান পয়েন্ট হলেও গোলের হিসেবে পিছিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। ইতিহাদ স্টেডিয়ামে ২৬তম মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। মাতেও কোভাচিচের নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় পেপ গার্দিওলার দল। ৩২তম মিনিটে সমতা ফেরান কোভাচিচ। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোলে তিনি এগিয়ে নেন দলকে। ৮২তম মিনিটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন জেরেমি ডোকু। ৮৮তম মিনিটে রদ্রিগো মুনিসের গোলে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় ফুলহ্যাম। তবে স্নায়ুচাপের শেষ সময়টুকু কোনো ক্ষতি ছাড়াই পার করে দেয় সিটি। পায় আসরে পঞ্চম জয়।
আর এমিরেটস স্টেডিয়ামে চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। বিরতির পর বদলি নামা ক্যামেরন আর্চারের গোলে ৫৫তম মিনিটে এগিয়ে যায় সাউদাম্পটন। সমতা ফেরাতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ৫৮তম মিনিটে জালের দেখা পান কাই হাভার্টজ। ১০ মিনিট পর মিকেল আর্তেতার দলকে এগিয়ে নেন গাব্রিয়েল মার্তিনেল্লি। পরে ৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান বুকায়ো সাকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত
নির্বাচন যত দ্রুত হবে, জনগণের কাছে তত গ্রহনযোগ্য হবে- মির্জা ফখরুল
উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী