বেলজিয়ামের অপেক্ষা বাড়িয়ে শেষ আটের পথে ফ্রান্স
১৫ অক্টোবর ২০২৪, ১০:০২ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১০:০২ এএম
ফ্রান্সের বিপক্ষে এবারও জয়-খরা কাটাতে পারল না বেলজিয়াম। জমজমাট লড়াইয়ের ম্যাচে তাদের হারিয়ে টানা তৃতীয় জয়ে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে যাওয়ার আশা উজ্জ্বল করল ফ্রান্স।
ঘরের মাঠে শুরুতে পেনাল্টি মিস করেন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলেমানস। শেষ পর্যন্ত ঘরের মাঠ ব্রাসেলসে সোমবার রাতে ২-১ গোলে হেরে বসে দলটি। ফ্রান্সের জয়ে দুটি গোলই করেন রন্দাল কোলো।
পুরো ম্যাচে গোলের জন্য ২০টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। আর ফ্রান্সের ১৪ শটের ৪টি লক্ষ্যে ছিল।
ম্যাচের ২৩তম মিনিটে পেনাল্টি মিস করেন টিলেমানস। ৩৫তম মিনিটে কোলো মুয়ানির পেনাল্টি গোলেই এগিয়ে যায় ফ্রান্স। প্রথমার্ধের যোগ করা সমেয় সমতা টানেন লোইস ওপেন্দা। ৬২তম মিনিটে ব্যবধান গড়ে দেন কোলো মুয়ানি।
মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় শেষ ১৪ মিনিট একজন কম নিয়ে খেলতে হয় ফ্রান্সকে, সুযোগটা কাজে লাগাতে পারেনি বেলজিয়াম।
গত মাসে প্রথম দেখায় ঘরের মাঠে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। দুই দলের সবশেষ পাঁচ দেখায় সবগুলোই জিতল ফরাসিরা।
প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে যাওয়ার আশা অনেকটাই ফিকে হয়ে গেল বেলজিয়ামের।
একই সময়ে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের আরেক ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ৪-১ গোলের অনায়াস জয় পেয়েছে ইতালি।
৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। হারে শুরুর পর টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। চার ম্যাচেই হেরে তলানিতে ইসরায়েল।
গ্রুপের শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার-ফাইনালে। বেলজিয়াম শেষ দুটি ম্যাচ খেলবে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা