এএফসির অনুষ্ঠানে সালাউদ্দিন-তাবিথ
২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন শেষ হয়েছে গত শনিবার। নির্বাচনের ভোটযুদ্ধে বিশাল ব্যবধানে জিতে প্রথমবারের মতো সভাপতি হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। তার নেতৃত্বে বাফুফের ২১ সদস্যের নব-নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। দক্ষিণ কোরিয়া থেকে গতকাল এ তথ্য নিশ্চিত করেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি জানান, বাফুফের প্রথম সভার আলোচ্য সূচিতে রয়েছে স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটি গঠন। বিভিন্ন কমিটির মাধ্যমে বাফুফের কর্মকাÐ পরিচালিত হয়। সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতিদের মধ্য থেকেই বিগত দিনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাশনাল টিমস, ডেভলপমেন্ট, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মনোনীত হয়ে এসেছে। এবারও সেই ধারা অনুসরণ করা হবে, না ভিন্নতা আসবে এ নিয়ে ফুটবলাঙ্গনে বেশ কৌত‚হল রয়েছে। স্ট্যান্ডিং কমিটি ছাড়াও বাফুফের ব্যাংক হিসাব পরিচালনায় স্বাক্ষরকারী মনোনয়ন নিয়েও আলোচনা হবে প্রথম সভায়। দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠেয় এএফসি অ্যাওয়ার্ড নাইট এবং এএফসি সদস্যভুক্ত দেশগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের সম্মেলন যোগ দিতে ইমরান হোসেন তুষার রোববার কোরিয়া গেছেন। তিনি সেখান থেকে কম্বোডিয়া, শ্রীলঙ্কা সফর করে ৭ নভেম্বর ঢাকায় ফিরবেন। সাধারণ সম্পাদকের উপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর সাধারণত প্রথম সপ্তাহের মধ্যেই প্রথম সভা অনুষ্ঠিত হয়। এবার একটু বিলম্ব হচ্ছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এএফসি অ্যাওয়ার্ড নাইট এবং এএফসি সদস্যভুক্ত দেশগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের সম্মেলন যোগ দিচ্ছেন বাফুফের সদ্য বিদায়ী সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও নব-নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। সালাউদ্দিন সাফের সভাপতি এবং তাবিথ বাফুফের সভাপতি হিসেবে যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের জন্য বাফুফে সাধারণ সম্পাদকের সঙ্গে রোববার একই ফ্লাইটে কোরিয়া গেছেন কাজী সালাউদ্দিন ও বাফুফে এবং এএফসির নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ। এই অনুষ্ঠানে যোগ দিতে কাল সিউল রওনা হয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। একই দিন দুপুরে বাফুফের সভাপতি হিসেবে অনুষ্ঠানে যোগ দিতে দেশে ছেড়েছেন তাবিথ আউয়াল। জানা গেছে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতেই তাবিথের এই সফর।
সব সময়ই নির্বাচনের পর বাফুফে ভবনে বেশ উৎসবমুখর আমেজ থাকে। কিন্তু এবার বাফুফে ভবনে ভিন্ন পরিবেশ বিরাজ করছে। ভোটযুদ্ধ শেষে নব-নির্বাচিতরা বাফুফে ভবনে এখনো আসেননি।
২০০৮ সাল থেকে দীর্ঘদিন বাফুফের চেকে স্বাক্ষরের এখতিয়ার ছিল সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের। ৫ আগস্টের পর সালাম মুর্শেদীর পদত্যাগ এবং নাবিল আত্মগোপনে থাকায় সালাউদ্দিনের পাশাপাশি নতুন ফিন্যান্স চেয়ারম্যান ইমরুল হাসানের পাশাপাশি সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে চেক স্বাক্ষরের ক্ষমতা দেওয়া হয়েছিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা