বাংলাদেশের টানা দ্বিতীয়, না নেপালের প্রথম!
৩০ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
একই ভেন্যু, ফাইনালের প্রতিপক্ষও সেই নেপাল। দুই বছর আগে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা ধরে রাখার মিশনে আজ স্বপ্নের ফাইনালে নেপালের বিপক্ষেই মাঠে নামছে লাল-সবুজের মেয়েরা। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টা) শুরু হবে ম্যাচটি।
গত আসরের মতো এবারও স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে মরিয়া সাবিনা খাতুনরা। অন্যদিকে ৬ষ্ঠ বারের মতো টুর্নামেন্টের ফাইনালে ওঠা নেপালের মেয়েরা মরিয়া ঘরের মাঠে প্রথম শিরোপার স্বাদ পেতে। এ ম্যাচ শেষেই জানা যাবে বাংলাদেশ টানা দ্বিতীয় শিরোপা জিতল, না নেপাল পেলো প্রথম শিরোপা জয়ের স্বাদ!
এবারের নারী সাফের ফাইনালে দুই দেশের লড়াইয়ে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ দল। কারণ নেপালের দুই ভয়ংকর ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি ও রেখা পাউডেল জুটিতে ভাঙ্গণ ধরেছে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে রেখাকে। তাই ফাইনালে বাংলাদেশের বিপক্ষে তাকে পাচ্ছে না স্বাগতিকরা। লাল-সবুজ শিবিরেও একটু ঘাটতি রয়েছে। পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে একমাত্র গোলদাতা শামসুন্নাহার জুনিয়র ইনজুরিতে থাকায় ফাইনালে খেলা হচ্ছেনা তার। শামসুন্নাহারের জায়গায় দেখা যেতে পারে বয়সভিত্তিক দল থেকে উঠে আসা সাগরিকাকে। তবে বাংলাদেশ দলের মুল ভরসা ফরোয়ার্ড তহুরা খাতুন রয়েছেন দারুণ ফর্মে। শেষ চারের ম্যাচে ভুটানের বিপক্ষে তহুরার হ্যাটট্রিকে ৭-১ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। এছাড়া ছন্দে ফিরেছেন অধিনায়ক সাবিনা খাতুন। গোল পেয়েছেন লেফট উইঙ্গার ঋতুপর্ণা চাকমা ও ডিফেন্ডার শিউলি আজিম। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচে মাঝ মাঠে চমৎকার খেলেছেন মনিকা চাকমা ও মারিয়া মান্ডা। ফাইনালেও তাদের ওপর ভরসা রাখছেন দলের ইংলিশ কোচ পিটার বাটলার। সাফের শিরোপা ধরে রাখতে বদ্ধ পরিকর বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল সাবিনা বলেন, ‘শিরোপা ধরে রাখতে এই দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে, সেসব কিছু অতিক্রম করে যেভাবে ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ।’ তিনি যোগ করেন, ‘আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি থাকবে মাঠে। শিরোপা জেতার জন্যই খেলব।’ তবে শ্রেষ্ঠত্বের মঞ্চে মেয়েরা আরো দুর্দান্ত খেলা উপহার দিবে বলে জানান ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার, ‘শিহরণ জাগানিয়া ফাইনাল হবে আশাকরি। আমরা অনেকটা পথ এসেছি, আরো এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। ফাইনালের জন্য সব কিছু সেরাভাবে নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনো কখনো উপলক্ষ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে।’ স্বাগতিক সমর্থক নিয়ে কোচের কথা, ‘স্বাগতিকরা মাঠে সমর্থন পাবে তাদের দর্শকের মাধ্যমে। আমাদের কিছুটা অসুবিধা তো হবেই। দলের অনেকেই তরুণ। আবার অনেকেরই এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে। আমার কাছে মনে হয়, স্বাগতিক দলই বেশি চাপে থাকবে।’
এদিকে অপরাজিত বাংলাদেশের বিপক্ষে বেশ সতর্ক নেপাল। স্বাগতিক কোচ রাজেন্দ্রা সংবাদ সম্মেলনে সেই সতর্কতার ব্যাখ্যা দিলেন এভাবে, ‘গতবার আমরা তাদের (বাংলাদেশ) বিপক্ষে ফাইনাল খেলেছিলাম, আমাদের কিছু ট্যাকটিক্যাল ভুল হয়েছিল বলে হেরেছিলাম। আশা করি, এবার সেই ভুলের পুনরাবৃত্তি হবে না। অতীত অতীই। তবে অতীত থেকে শিক্ষা নিয়েছি আমরা।’ তিনি যোগ করেন, ‘ইংলিশ কোচের (পিটার জেমস বাটলার) অধীনে বাংলাদেশ শক্তিশালী দল। তাদের খেলার পদ্ধতিও ইংলিশদের মতোই। তাই এটা নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের। ঘরের মাঠে খেলা বলে সমর্থকদের পাশে পাওয়ার সুবিধা আমাদের পক্ষে থাকবে। কিন্তু টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি এগিয়ে থাকা বাংলাদেশকে নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা