ব্যালন ডি’অর হয়তো ভিনিরই জেতা উচিত ছিল: গার্দিওলা
৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩২ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩২ এএম
রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের অবিশ্বাস্যভাবে ব্যালন ডি’অর না জেতা নিয়ে এখন সরগরম ফুটবল দুনিয়া।এই ব্রাজিলিয়ান মিডিফিল্ডারের প্রতি 'অন্যায়' করা হয়েছে বলে অধিকাংশের মত। সেই একই সুরে কথা বললেন কিংবদন্তী কোচ পেপ গার্দিওলাও।
তার দলের তারকা রদ্রি পুরুষ্কার জিতলেও তিনি নিজের শিষ্যকেই যোগ্য বলেননি। উল্টো চলমান বিতর্ক উস্কে দিয়েছেন, হয়তো ব্যালন ডি’অর ভিনির জেতা উচিত ছিল মন্তব্য করে।
গার্দিওলা বলেন, ‘এটা (ব্যালন ডি’অর) কি ভিনিসিউসের জেতা উচিত ছিল? সম্ভবত।’
তবে ফরাসি সাময়ীকির দেয়া এ পুরস্কারে যোগ্য প্রার্থী বাছাইয়ে একক কোনো দেশ বা ব্যক্তির কর্তৃত্ব যে নেই সেটাও মনে করিয়ে দিলেন তিনি। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ-১০০ তে থাকা দেশের সাংবাদিকদের নিয়ে গঠন করা জুরি বোর্ড ফ্রান্স ফুটবলের বাছাই করা ৩০ জনের তালিকা থেকে সেরা পাঁচজনকে বেছে নেন। সেই তালিকায় সেরাদের সেরারাই জায়গা পান।
গার্দিওলা বলেন, ‘ভোটটা দেন সাংবাদিকরাই। আপনি জানেন, কোনো অভিজাত শ্রেণীর মানুষ এ সিদ্ধান্ত নেন না। শুধু একটা দেশ থেকে নয়, সারা পৃথিবীর মানুষ থেকে ভোট আসে। সেখানে ভিন্ন মত থাকে এবং সেটাই ফুটবলকে সুন্দর করে তুলেছে, নাকি?’
এদিকে সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসের মঞ্চে ভিনিসিউসের হাতে পুরস্কার উঠবে না জানার পর অনুষ্ঠান বর্জন করে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। অন্যান্য পুরস্কার নেয়ার জন্য তার কোচ কার্লো আনচেলত্তি ও সতীর্থরাও সেখানে উপস্থিত হননি। তবে, নিজেদের খেলোয়াড় ব্যালন ডি’অর পাবেন না জেনে রিয়ালের অনুষ্ঠান বর্জন করাতে দোষের কিছু দেখেন না গার্দিওলা। যদিও তিনি স্প্যানিশ জায়ান্টদের ফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। উদাহরণ টেনেছেন, গত মৌসুমে দারুণ পারফরম্যান্স করেও লিওনেল মেসির কাছে তার শিষ্য আর্লিং হলান্ডের ব্যালন ডি’অর হেরে যাওয়ার বিষয়টিও।
সিটি কোচ বলেন, ‘এটা তাদের ইচ্ছে। তারা যদি স্বাগত জানাতে চায়, ভালো। যদি না চায়, তাও ভালো। অন্য ক্লাবের কী সিদ্ধান্ত নেয়া উচিত ছিল সেটা ম্যানচেস্টার সিটির কেউ বিচার করবে না। উদাহরণস্বরূপ, গত মৌসুমে আর্লিং হলান্ড ট্রেবল জিতল, ৫০ গোলের বেশি করলো। আমি তাকে বলেছিলাম, শুধু সেখানে থাকাতেই তোমার খুশি হওয়া উচিত। রদ্রিকেও আমি একই কথা বলেছিলাম। যদি তুমি প্রথম দুই, তিন বা চারের মধ্যে থাকো, সেটা অসাধারণ। তোমার খুশি থাকা উচিত। গত মৌসুমে, আর্লিংয়ের জেতা উচিত ছিল? হ্যাঁ। মেসির জেতা উচিত ছিল, হ্যাঁ। কে জিতল সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি এবং তোমার সতীর্থরা সে মৌসুমে দারুণ কিছু করেছে।’
এদিকে রদ্রির ব্যালন ডি’অর জেতাতে গার্দিওলা তুলনা করেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সঙ্গে। নিজের শিষ্যকে নিয়ে বেশ গর্বিতও তিনি।
৫৩ বছর বয়সি স্প্যানিশ এ কোচ বলেন, ‘ক্লাব হিসেবে আমরা অনেক খুশি। রদ্রি এই ক্লাবের প্রথম ফুটবলার যে পুরস্কারটি জিতেছে। এটা অনেকটা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো। আমরা অনেক গর্বিত
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত