সেই নেপালেই এবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
দুই বছর আগে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছিলেন সাবিনা খাতুনরা। এবার একই ভেন্যুতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালকেই হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ জাতীয় নারী দল। গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে এবারের সাফের ফাইনালে দারুণ ফুটবল খেলে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো বাংলাদেশ। বিজয়ীদের পক্ষে মিডফিল্ডার মনিকা চাকমা ও ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা একটি করে গোল করেন। নেপালের হয়ে একমাত্র গোলটি শোধ দেন ফরোয়ার্ড আমিশা কার্কি।
কাল দু’দলের মধ্যকার ফাইনালটি ফাইনালের মতই হয়েছে। পুরো ম্যাচে উপভোগ্য ফুটবল খেলে দর্শকদের মাতিয়ে রেখেছে বাংলাদেশ ও নেপালের ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও প্রথমার্ধে কেউই পায়নি গোলের দেখা। তবে সব আকর্ষণ অপেক্ষা করছিল বুঝি দ্বিতীয়ার্ধে। এই অর্ধে এসেছে তিন গোল। যার দু’টি ছিল বাংলাদেশের আর এক গোল নেপালের। তবে দশরথ স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে বাংলাদেশকে সহজে জিততে দেয়নি স্বাগতিক নেপাল। সাবিত্রা-আমিশারা আক্রমণে এসে ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ শিবিরে। ইংলিশ কোচ পিটার বাটলারের দলকে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে জিততে বেশ গলদঘর্ম হতে হয়েছে। তবে শেষ হাসি হেসেছে সাবিনারাই। ফাইনালের প্রথমার্ধে গোল না হওয়ায় দু’দল গোলশূন্য স্কোরলাইন রেখে ড্রেসিংরুমে যায়।
ম্যাচে শামসুন্নাহার জুনিয়রকে একাদশে রেখে খেলেছে বাংলাদেশ। আক্রমণের শুরুটা করে লাল-সবুজরাই। ২ মিনিটের সময় বাংলাদেশের সামনে ভালো সুযোগ আসে। নেপালের একজন খেলোয়াড় গোলকিক নিতে গিয়ে ঠিকমতো মারতে পারেননি। বক্সের বাইরে থাকা তহুরা বল পেয়ে জোরালো শট নিলে তা ক্রসবারে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে তার হেড গোলকিপারের হাতে জমা হয়। ১০ মিনিটে সাবিত্রা ভান্ডারির পাসে আমিশা কার্কির ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শট ক্রসবার কাঁপালে উৎসবে মাততে পারেনি দর্শকরা। প্রতিহত হলে হতাশ হতে হয় স্বাগতিকদের। ২৫ মিনিটে ফ্রিকিক থেকে গোলকিপার রুপনা চাকমা বল ঠিকমতো হাতে জমাতে পারেননি, বল পেয়ে সাবিত্রা শট নেওয়ার আগেই এক ডিফেন্ডার ক্লিয়ার করেন। নাহলে গোল হজম করতে হতো। ৩৪ মিনিটে মারিয়া মান্দার ফ্রিকিক ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়। পরের মিনিটে গোলরক্ষকের ভুলে বক্সের বাইরে মনিকা পেয়ে ক্রসবারের অনেক ওপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন। বিরতির পর খেলায় উত্তেজনা বাড়ে। আক্রমণ প্রতি আক্রমণে চলতে থাকে খেলা। গোলও আসে এই অর্ধে তিনটি। শুরুতে বাংলাদেশ এগিয়ে যায়। ৫২ মিনিটের আক্রমণ থেকে গোল আসে। সাবিনার পাসে প্রতিপক্ষের এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে ডান দিকে বল ঠেলে দেন। সেই বল বক্সের ভেতরে পেয়ে ডিফেন্ডারবেষ্টিত অবস্থায় আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে শটে গোল করে মাটিতে লুটিয়ে পড়েন (১-০) মনিকা। তাতেই উৎসবে মাতে লাল-সবুজরা। চার মিনিট পর নেপাল সমতায় ফেরে। সাবিত্রা ভান্ডারির দারুণ এক পাসে আমিশা কার্কি বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে নিখুঁত শটে দলকে সমতা ফেরান (১-১)। নিস্তব্ধ গ্যালারি জেগে ওঠে আনন্দে। এরপর আরও তিনটি আক্রমণ থেকে গোল ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। ৬১ মিনিটে সাবিত্রার শট দ্বিতীয় পোস্ট দিয়ে বাইরে চলে যায়। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার জোরালো শট গোলরক্ষক আঞ্জিলা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাত দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন। ১০ মিনিট পর রাশমির শট মাসুরার পা হয়ে গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে লুফে নেন। দুই মিনিট পর বাংলাদেশ ম্যাচের লাগাম নিজেদের করে নিতে শুরু করে। ঋতুপর্ণার কর্নারে শামসুন্নাহার জুনিয়র ঠিকমতো লক্ষ্যে হেড নিতে পারেননি। বল মাথা ছুঁয়ে পোস্টের পাস দিয়ে চলে যায়। তবে ৮১ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। শামসুন্নাহার সিনিয়রের থ্রো ইনে ঋতুপর্ণার বাঁ পায়ের সরাসরি ভাসিয়ে দেওয়া বল নেপালী গোলরক্ষকের হাত ছুঁয়ে দ্বিতীয় পোস্টের মাঝামাঝি ভেতরের অংশে লেগে জড়িয়ে যায় জালে (২-১)। যোগ করা সময়ের ৫ মিনিটে কোনো দলই পারেনি গোল করতে। রেফারির শেষ বাঁশি বাজতেই বাংলাদেশের শিবিরে বাধভাঙা আনন্দ। হাজারো দর্শককে স্তব্ধ করে সাবিনা-তহুরাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। গোলাম রব্বানী ছোটনের পর পিটার বাটলারও ইতিহাসের অংশ হয়ে গেলেন!
বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলী আজিম, সাবিনা খাতুন (স্বপ্না রানী), শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ