সাফজয়ীদের জন্য বাফুফের পুরস্কার ঘোষণা কাল
০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
দক্ষিণ এশিয়ার ফুটবলে সর্বোচ্চ টুর্নামেন্ট সাফ চ্যাম্পিায়নশিপ। যে আসরে বাংলাদেশ পুরুষ ফুটবল দল দীর্ঘ ২১ বছর আগে শিরোপা জিতলেও নারীরা হয়েছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। ২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরে স্বাগতিক দলকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়েছিল লাল-সবুজরা। এবার একই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনালে সেই নেপালকেই ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার স্বাদ পেলেন সাবিনা খাতুনরা। মেয়েদের এমন সাফল্যে গর্বিত গোটা দেশ, পুরো জাতি। সাফ চ্যাম্পিয়ন হয়ে গত ৩১ অক্টোবর দেশে ফিরেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে ১ কোটি টাকা পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনরা।
ওইদিন মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নেয়ার পাশাপাশি তাদের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবার পালা বাফুফের। সাবিনাদের ফেরার দিনই বাফুফের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান ঘোষণা দিয়েছিলেন ‘বাফুফের পক্ষ থেকেও মেয়েদের দেওয়া হবে বড় অংকের পুরস্কার’। তবে সেই বড় অংকটা কতবড় হবে তা বলেননি তিনি। সেটা এখনো ঠিকও করেনি বাফুফে। জানা গেছে আগামীকাল সকালে বাফুফের নব-নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় মেয়েদের অর্থ পুরস্কারের পরিমাণ ঘোষণা করবেন নতুন সভাপতি তাবিথ আউয়াল।
সভাপতি নির্বাচিত হওয়ার পর ৫ নভেম্বর বিকালে প্রথমবারের মতো বাফুফে ভবনে এসেছিলেন তাবিথ আউয়াল। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির আরো ১৭ জন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সভাসদদের নিয়ে সভাপতি সৌজন্য সাক্ষাৎ করেন সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে। মেয়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তাবিথ গণমাধ্যমকে বলেন,‘সাফ চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছি। আর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু কথা বলেছি। তাও স্বল্প পরিসরে। কারণ, আমরা আগামীতে নির্বাহী কমিটি ও সাব-কমিটিগুলোর পক্ষ থেকে মেয়েদের সঙ্গে সিরিয়াসলি বসবো।’
চ্যাম্পিয়ন মেয়েদের পুরস্কার ঘোষণায় বাফুফে কোনো চমক দেখাবে কিনা? এ প্রসঙ্গে গতকাল তাবিথ আউয়াল বলেন,‘চমক আমি বলবো না। আমাদের নির্বাহী কমিটি থেকে মনে করে, নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হওয়ায় অবশ্যই তারা কিছু ডিজার্ভ করে। মেয়েদের অর্জন ও প্রাপ্য নিয়ে শনিবার নির্বাহী কমিটির প্রথম সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পর সবকিছু চূড়ান্ত হবে। আমি প্রস্তাব করবো এবং নির্বাহী কমিটি অনুমোদন দিলে তা গণমাধ্যমকে জানানো হবে। তবে এটা নিশ্চিত বাফুফের পক্ষ থেকে শনিবার চ্যাম্পিয়ন মেয়েদের জন্য একটা ঘোষণা আসবে। অর্থনৈতিক শৃঙ্খলা রাখার জন্যই নির্বাহী কমিটির অনুমোদন নিয়ে পুরস্কারের অংক নির্ধারণ করা হবে।’ তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমরা শুনেছি ও প্রস্তাব পেয়েছি অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান নারী ফুটবল দলকে সংবর্ধনা এবং উপহার দিতে চায়। সেই আলোচনা আমাদের চলমান আছে। চূড়ান্ত কিছুই হয়নি। আমরা কোনো এগ্রিমেন্টেও আসিনি। তার মানে বাফুফের পাশাপাশি অনেক ব্যক্তি ও সংগঠন মেয়েদের জন্য অবদান রাখার আগ্রহ দেখিয়েছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা
উত্তরায় মা ও শিশুর গায়ে এসিড ছুড়ে স্বর্ণালংকার লুট