ফ্রান্স দলেও নেই এমবাপ্পে
০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
উয়েফা নেশন্স লিগের পরের দুই ম্যাচে জাতীয় দল থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের তারকা এই ফরোয়ার্ডকে আরেকবার দলের বাইরে রাখলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পেকে ছাড়াই ইসরাইল ও ইতালি ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন ফরাসি কোচ। সংবাদ সম্মেলনে দলের অধিনায়ককে না নেওয়ার কারণ জানাননি তিনি। তবে সিদ্ধান্তটি একান্তই তার নিজের। দেশম বলেন, ‘আমি তার সঙ্গে আলোচনা করেছি। তাকে না নেওয়ার সিদ্ধান্তটি শুধু এই দুই ম্যাচের জন্যই নিয়েছি। সে আসতে চেয়েছিল।’ গত অক্টোবরে নেশন্স লিগের সবশেষ দুই ম্যাচের দলেও ছিলেন না এমবাপ্পে। সে সময় দেশম বলেছিলেন, পুরোপুরি সেরে ওঠার জন্য এমবাপ্পেকে বিশ্রাম দিয়েছেন তিনি। কিন্তু অধিনায়ককে দলে না দেখে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ফরাসি সমর্থকরা।
এ নিয়ে জাতীয় দলে টানা চার ম্যাচে দেখা যাবে না এমবাপ্পেকে। ফ্রান্স দলে এই তারকা ফরোয়ার্ডের এবারের অনুপস্থিতির কারণ হতে পারে তার পড়তি পারফরম্যান্স। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে নতুন ক্লাবে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর, গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে ম্যাচেও নিষ্প্রভ ছিলেন তিনি। দুটি ম্যাচেই অনেক সুযোগ নষ্ট করেন বিশ্বকাপজয়ী এই তারকা। নেশন্স লিগে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। চার ম্যাচে ৯ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা ইতালির পয়েন্ট ১০। আগামী বৃহস্পতিবার ইসরায়েলের বিপক্ষে খেলবে ফ্রান্স। তিন দিন পর ইতালির মুখোমুখি হবে তারা।
এদিকে, লিগে আসছে দুই ম্যাচের দল নিয়ে মস্ত বড় এক ভুল করে বসে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের ওয়েবসাইটে দেওয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় লাটভিয়ার এক খেলোয়াড়কে। বসনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে আগামী সপ্তাহের ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান। আন্টোনিও রুডিগার, কাই হাভার্টজদের পাশাপাশি লাটভিয়ার স্ট্রাইকার দারিও সিটসের নাম তালিকাভুক্ত ছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে। ২০ বছর বয়সী সিটস বর্তমানে খেলেন নেদারল্যান্ডসের দ্বিতীয় বিভাগের দল হেলমন্ড স্পোর্টের হয়ে। ইতালিয়ান ক্লাব পার্মা থেকে ধারে ডাচ দলটিতে আছেন তিনি। লাটভিয়ার হয়ে গত মাসে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। ২০২২ সালে তিনি খেলেছিলেন জার্মানি অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে। দ্রুতই তালিকা থেকে সিটসের নাম সরিয়ে ফেলে জার্মান ফেডারেশন। আর ওই ভুলের জন্য ‘ডাটাবেসের প্রযুক্তিগত ত্রুটি’কে দায়ী করেছেন তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত