সাবিনাদের জন্য বাফুফের দেড় কোটি
১০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা জেতায় সাবিনা খাতুনদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল সকালে মতিঝিলের বাফুফে ভবনে আয়োজিত নব-নির্বাচিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে সাবিনাদের হাতে কবে নাগাদ এই অর্থ তুলে দেওয়া হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। সভা শেষে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন,‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। আমরা খুব শিঘ্রই একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ মেয়েদের হাতে তুলে দেব। যারা দলের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেক সদস্যই এ অর্থ পুরস্কার পাবেন।’
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গত ৩০ অক্টোবর এবারের নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশ দল। নেপালে মেয়েদের সাফ ব্যস্ততার মধ্যেই গত ২৬ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয় বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এই নির্বাচনে বাফুফের দুইবারের সহ-সভাপতি তাবিথ আউয়াল সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন। নির্বাচনের পর তাবিথের নেতৃত্বাধীন কমিটি কাল বাফুফে ভবনে প্রথম সভায় মিলিত হয়। সভার আলোচ্যসূচির মধ্যে অন্যতম ছিল মেয়েদের ব্যাক টু ব্যাক সাফ শিরোপা জয়। নেপালে সাফ শিরোপা জিতে ৩১ অক্টোবর ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশের চ্যাম্পিয়ন মেয়েদের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চড়িয়ে মতিঝিলের বাফুফে ভবনে নিয়ে আসা হয়। বাফুফে ভবনে সাবিনা-ঋতুপর্ণা চাকমাদের বরণ করেন নেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তখনই তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী জাতীয় নারী দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন। মেয়েদের বরণ করে নেয়ার পরই সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার ডামি চেক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা। ওইদিনই সাফজয়ী দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর গত ২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে সাফজয়ী দলকে সংবর্ধনা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার দেশের ফুটবলের অভিভাবক সংস্থা মেয়েদের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো অর্থ পুরস্কার।
অবশ্য ২০২২ সালে প্রথমবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর বাফুফের তৎকালীন সভাপতি কাজী মো. সালাউদ্দিন বাফুফের পক্ষ থেকে কোনো অর্থ পুরস্কার দিতে পারেননি সাবিনাদের। যদিও সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক নিজেদের উদ্যোগে ৫০ লাখ টাকা করে দিয়েছিলেন নারী দলকে। আর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তখন এক কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়েছিল সাবিনা-কৃষ্ণা রানী সরকারদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ