নির্ভার পর্তুগালের শেষ আটের লড়াই
১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম
উয়েফা নেশন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে আজ রাতে মাঠে নামছে পর্তুগাল, ডেনমার্ক ও ক্রোয়েশিয়া। লিগ ‘এ’র গ্রুপ-১ এ আজ রাত বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় পোর্তোতে পর্তুগালের মুখোমুখি হবে পোল্যান্ড। এই গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ স্কটল্যান্ড। গ্রুপ-৪ এ ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা স্পেনের মুখোমুখি হবে ডেনমার্ক। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে এ ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়। গ্রুপ-১ এ চার ম্যাচের তিনটিতে জয় আর একম্যাচে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে পর্তুগাল। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ না হারলেই আজই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের। প্রথম লেগের ম্যাচে পোল্যান্ডের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছিলো পর্তুগিজরা।
এক পয়েন্ট পেলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও এম্যাচে জয়ের জন্যই নামবে পর্তুগাল। দলের মুল ভরসা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েই পরিকল্পনা সাজিয়েছেন দলের কোচ রবার্তো মার্টিনেজ। আল নাসর তারকা রোনালদোও আছে দারুন ফর্মে। পেশাদার ফুটবলে একমাত্র খেলোয়াড় হিসেবে ৯০০ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোর লক্ষ্য ম্যাচ জিতে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়া। দীর্ঘ ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকা রোনালদো। আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছর পূর্ণ হবে তার। অর্জনে ভরা এই পথচলায় অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটিও তার। এখন পর্যন্ত করেছেন ৯০৮টি গোল। পর্তুগাল ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় পুরস্কার ‘কিনাস দে প্লাতিনা ট্রফি’ সম্প্রতি জেতেন রোনালদো।
ইউরোপের ফুটবল রাঙ্গিয়ে এখন সউদী ফুটবলে খেলছেন রোনালদো। সউদী প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি রয়েছে তার। ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা রোনালদো দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২১৬ ম্যাচ, গোল করেছেন ১৩৩টি। আন্তর্জাতিক ফুটবলে দুটিই রেকর্ড। দেশের হয়ে তার সবচেয়ে বড় সাফল্য ২০১৬ ইউরো জয়। রোনালদোর পাশাপাশি দলের হয়ে চমৎকার ফুটবল খেলছেন ম্যান ইউ তারকা ব্রুনো ফার্নান্দেস। এছাড়া পর্তুগিজদের মাঝমাঠের প্রধান অস্ত্র বার্নার্দো সিলভা, নেভাস, জোয়াও ফেলিক্স আর দিয়েগো জোটার ওপর ভরসা রাখতেই পারেন মার্টিনেজ।
অন্যদিকে ডু অর ডাই ম্যাচে ছেড়ে কথা বলবেনা পোল্যান্ড। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। এপর্যন্ত চার ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে পোল্যান্ড আছে তিন নম্বরে। এই গ্রুপের আরেক দল ক্রোয়েশিয়া ৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। গ্রুপের চতুর্থ দল দুর্বল স্কটল্যান্ডকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালের পথ অনেকটা সহজ হয়ে যাবে ক্রোয়াটদের। গ্রুপ চারে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা স্পেন মাঠে নামবে কোনো চাপ ছাড়াই। তবে এম্যাচটি ডেনমার্কের জন্য খুবই গুরুত্বপুর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই ড্যানিশদের।
প্রথম লেগের ম্যাচে স্পেনের মাঠে ১-০ গোলে হেরেছিলো তারা। এবার ঘরের মাঠে প্রতিশোধ নেয়ার পাশাপাশি পুরো তিন পয়েন্ট নিয়ে কোয়ার্টারের পথে এগিয়ে যেতে চায় ডেনমার্ক। এই গ্রুপে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সার্বিয়া। যদিও চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ডের অবস্থা ভালোনা। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ