তিলক-স্যামসন 'তান্ডবের' পর বোলারদের নৈপুণ্যে ভারতের রেকর্ড জয়
১৬ নভেম্বর ২০২৪, ০২:৫২ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০২:৫৩ এএম
কোহলি-রোহিত যুগের সমাপ্তি কি তবে শাপে বর হয়ে এসেছে ভারতের জন্য? এতদিন যে স্যাঞ্জু স্যামসন তারকাদের ভীড়ে দলে ব্রাত্য ছিলেন, তার ব্যাটেই এখন চার-ছাক্কার ফুলঝুরি!শুক্রবার জোহানসবার্গে যেন ব্যাটকে তরবারি বানিয়েছিলেন এই ভারতীয় ব্যাটসম্যান।আর তাতে কচুকাটা দক্ষিণ আফ্রিকার সব বোলার।অবিশ্বাস্য গতিতে রান তোলার মহাউৎসবে অবশ্য পিছিয়ে ছিলেন না তিলক বার্মাও।পরে ভারতীয় বোলারাও দেখালেন ভেলকি।আর তাতে ঘরের মাঠে দুঃস্বপ্নের এক দিন দেখল প্রোটিয়ারা।
জোহানেসবার্গে শুক্রবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারত ২০ ওভারে করে ১ উইকেটে ২৮৩ রান। জবাবে প্রথম তিন ওভারে চার ব্যাটসম্যানকে হারিয়ে লড়াই থেকে অনেকটাই ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকা ১০ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৪৮ রানে।
ভারত ম্যাচটা জিতেছে ১৩৫ রানের বিশাল ব্যবধানে; সঙ্গে ৪ ম্যাচের সিরিজও ৩–১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার মিটিতে টি–টোয়েন্টি সিরিজ জিতল ভারত। প্রথমবার জিতেছিল ২০১৮ সালে, রোহিত শর্মা–বিরাট কোহলির যৌথ নেতৃত্বে। এবার জিতল সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে।
এদিন তিলাক ও স্যামসনের কাছেই যেন হেরে গেছে প্রোটিয়ারা। তিনে নেমে ১০ ছক্কা ও ৯ চারে ৪৭ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিলাক। ম্যাচ-সেরার পুরস্কার জেতেন তিনিই। ৪ ম্যাচে ১৪০ গড় ও ১৯৮.৫৮ স্ট্রাইক রেটে ২৮০ রান করে সিরিজ-সেরার স্বীকৃতিও পান ২২ বছর বয়সী এই ক্রিকেটার।
ওপেনার স্যামসন ৯ ছক্কা ও ৬ চারে করেন ৫৬ বলে অপরাজিত ১০৯ রান। সেঞ্চুরিতে সিরিজ শুরুর পর শেষটাও করলেন তিনি শতক দিয়ে। পাঁচ ম্যাচের মধ্যে তার তৃতীয় সেঞ্চুরি এটি
তিলক-স্যামসন ঝড়ের আভাস অবশ্য পাওয়া গিয়েছিল অভিষেক শর্মা -স্যামসনের উদ্বোধনী জুটিতে। প্রথম বল থেকেই আগ্রাসী ছিলেন দুজনই।
অভিষেক ১৮ বলে ৩৬ রান করে আউট হলেও পাওয়ারপ্লেতেই ৭৩ রান তুলে ফেলে ভারত।
এরপরই শুরু হয় স্যামসন–তিলক জুটির তান্ডব। অবিরাম চার-ছক্কায় দক্ষিণ আফ্রিকার বোলারদের পাড়ার মানে নামিয়ে দুজনই তুলে নেন সেঞ্চুরি। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ইতিহাসে আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের দুই ব্যাটসম্যানের একই ইনিংসে সেঞ্চুরির ঘটনা এটাই প্রথম। স্যামসন–তিলক গড়েন ২১০ রানের অবিছিন্ন জুটি, যা স্বীকৃতি টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ।
রান তাড়ার শুরুটাও দক্ষিণ আফ্রিকার হয় দুঃস্বপ্নের মতো। অসাধারণ সুইং বোলিংয়ের প্রদর্শনীতে তাদের প্রোটিয়াদের লড়াইয়ের স্বপ্নও শেষ করে দেন আর্শদিপ সিং।রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা ১০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলার পর শুধু দেখার ছিল,ভারতের জয়ের ব্যবধান।
পঞ্চম উইকেটে ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার ৫৪ বলে ৮৬ রানের জুটি গড়েন বটে, কিন্তু পরপর দুই বলে এই দুজনের বিদায়ের পরই নিশ্চিত হয় রেকর্ড ব্যবধানেই হারতে চলেছে প্রোটিয়ারা।
পরে মার্কো ইয়ানসেনের ১২ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৯ রানের ক্যামিওর পরেও শেষ পর্যন্ত সেটিই হয়েছে। নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে রানের হিসেবে এটাই প্রোটিয়াদের সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে বেশি ব্যবধানে হারটা ছিল ১১১ রানে, গত বছর আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২০ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার আর্শদিপ। এই ম্যাচে দুটিসহ সিরিজে ভারুনের চক্রবর্তীর শিকার ১২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৮৩/১
(তিলক ১২০*, স্যামসন ১০৯*, অভিষেক ৩৮; সিপামলা ১/৫৮)।
দক্ষিণ আফ্রিকা: ১৮.২ ওভারে ১৪৮ অলআউট
(স্টাবস ৪৩, মিলার ৩৬, ইয়ানসেন ২৯*; অর্শদীপ ৩/২০, অক্ষর ২/৬, বরুণ ২/৪২)।
ফল: ভারত ১৩৫ রানে জয়ী।
সিরিজ: ৪ ম্যাচের সিরিজ ভারত ৩–১ ব্যবধানে জয়ী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোনালদোর মুগ্ধতা ছড়ানো 'বাইসাইকেল কিক',পর্তুগালের গোল উৎসব
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ কি আবশ্যক?
জেন জি’র দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশানায়েকের বামপন্থী জোটের জয়
সংসদের অন্দরে আদিবাসী নৃত্য প্রদর্শন
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ : সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা, নির্মাণকাজ স্থগিত
পাপুয়া নিউগিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, তবে সুনামির আশঙ্কা নেই
ইসরাইলি হামলায় লেবাননে সাংবাদিকসহ ১৫ জন নিহত
ভ্যাকসিনবিরোধী কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী বানালেন ট্রাম্প : সমালোচনার ঝড়
ইউক্রেন যুদ্ধ : উ. কোরিয়ার পদক্ষেপে দ. কোরিয়ার নতুন কৌশল
আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম
বৈঠকে বসছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী
স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি
ইরান নিয়ে সুর নরম করতে চান ট্রাম্প?
গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল