আর্জেন্টিনার লড়াইটা চোটের সঙ্গে
১৮ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বটা দারুন শুরু করেছিলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু মাজপথে এসে কেমন জানি ছন্দপতন হয়েছে লিওনেল মেসিদের। এর কারনও অবশ্য আছে। একের পর এক ইনজুরি দলের পারফরমেন্সে প্রভাব ফেলেছে। গত পাঁচ ম্যাচে জয় আছে মাত্র দুটি। দুই ম্যাচ হার আর এক ম্যাচ ড্র করেছে লিওনেল স্কালোনীর দল। ইনজুরি বেশ ভালোভাবেই ভোগাচ্ছে চ্যাম্পিয়নদের। ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ এবং দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ও জার্মান পেজ্জেয়া ছিটকে গেছেন আগেই। সেই তালিকায় এবার যুক্ত হলো আরও দুই ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনার নাম। একের পর এক চোটে তাই বিপর্যস্ত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস রোববার জানিয়েছে, চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচে খেলতে পারবেন না রোমেরো ও মলিনা। বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ছয়টায় ঘরের মাঠ বুয়েনস আয়ার্সের লা বোম্বোনেরায় পেরুর মোকাবিলা করবে তিনবারের বিশ্বজয়ীরা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দলটির স্বীকৃত পেজ থেকে মলিনার ছিটকে যাওয়া নিশ্চিত করা হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের রাইট ব্যাক ডান ঊরুর পেশির চোটে ভুগছেন। গত শুক্রবার প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরে যাওয়া বাছাইয়ের ম্যাচে পুরোটা সময় খেলতে পারেননি তিনি। শেষদিকে তার বদলি হিসেবে নেমেছিলেন গঞ্জালো মন্তিয়েল। ওই পোস্টে আরও বলা হয়েছে, আর্জেন্টিনার স্কোয়াডে যুক্ত করা হয়েছে ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে। তিনি দলটির সাবেক তারকা ও অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের ছেলে। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকোতেই খেলেন জুলিয়ানো। এখনও আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়নি তার।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যে ইংল্যান্ডে উড়ে গেছেন রোমেরো। টটেনহ্যাম হটস্পারের সেন্টার ব্যাক গত কিছুদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন। গত ৩ নভেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে পায়ের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছিলেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। কিন্তু ঝুঁকি এড়াতে প্রথমার্ধ শেষে তাকে মাঠ থেকে উঠিয়ে নেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার জায়গায় নেমেছিলেন লিওনার্দো বেলার্দি। শঙ্কা আছে অলিম্পিক লিওঁর লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়েও। প্যারাগুয়ের বিপক্ষে পুরোটা সময় মাঠে থাকলেও তিনি ঘাড়ে ব্যথা পেয়েছেন। শেষমেশ খেলতে না পারলে তার শূন্যস্থান পূরণ করতে পারেন ফাকুন্দো মেদিনা।
এদের অনুপস্থিতিতে পেরুর বিপক্ষে অনভিজ্ঞ রক্ষণভাগ খেলাতে হতে পারে স্কালোনিকে। রোমেরোর পরিবর্তে বেলার্দি ও মলিনার পরিবর্তে মন্তিয়েলকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তাদের সঙ্গী হতে পারেন মেদিনা। লিসান্দ্রো ও পেজ্জেয়া আগে থেকেই খেলার জন্য অনুপযুক্ত থাকায় খুব বেশি বিকল্পও নেই আর্জেন্টাইন কোচের হাতে। বেলার্দি, মন্তিয়েল ও মেদিনার পাশাপাশি পুরো ফিট আছেন কেবল নিকোলাস ওতামেন্দি ও নেহুয়েন পেরেজ। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে তাদের অর্জন ২২ পয়েন্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ