লিভারপুলের দিনে ম্যানইউর হোঁচট
২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
টানা জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরো মজবুত করেছে লিভারপুল। রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো অলরেডরা। তলানির দল সাউদাম্পটনের বিপক্ষে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছে লিভারপুল। দোমিনিক সোবোসলাইয়ের গোলে প্রথমে এগিয়েও যায় তারা। বিরতির তিন মিনিট আগে পেনাল্টি পায় সাউদাম্পটন। ৪২ মিনিটে বক্সের ভেতরে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে লিভারপুল। অ্যাডাম আর্মস্ট্রংয়ের স্পট কিক কিপার ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল কাঁপান তিনি। দ্বিতীয়ার্ধে হঠাৎ আক্রমণে গিয়ে ২-১ গোলে লিড পায় সাউদাম্পটন। কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মাতেউস ফার্নান্দেস। এই গোলে জয়ের আশা জাগায় সাউদাম্পটন। শেষ পর্যন্ত অবশ্য তারা শক্তিশালী প্রতিপক্ষকে আটকাতে পারেনি। তাদের সেই আশা গুঁড়িয়ে দিলেন সালাহ। ৬৫ মিনিটে বাতাসে ভেসে আসা বলে আলতো ছোঁয়া লাগান এই ফরোয়ার্ড। এগিয়ে আসা গোলরক্ষকের কিছুই করার ছিলোনা। ৮৩ মিনিটে দলের জয় নিশ্চিত করেন সালাহ। সাউদাম্পটনের ইউকিনারি সুগাওয়ারার হ্যান্ডবলে পাওয়া স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি এই স্ট্রাইকার। তার জোড়া গোলে জয় তুলে নেয় আর্না সøটের দল। এবারের আসরে ৯ ম্যাচ খেলে ১৩ গোল করে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডকে ছাড়িয়ে গেলেন মোহামেদ সালাহ।
প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে আমুরির অভিষেকে দারুণ শুরুর পরও জয়ের মুখ দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ রুবেন আমুরির হাত ধরে প্রথম মাঠে নেমে, ইপ্সউইচ টাউনের বিপক্ষে অসাধারণ শুরুর পরও পয়েন্ট হারিয়েছে রেড ডেভিলসরা। লিগ টেবিলের নিচের সারির দলটির মাঠে রোববার ১-১ গোলে ড্র করেছে প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা। মার্কাস র্যাশফোর্ডের গোলে স্বাগতিকরা পিছিয়ে পড়ার পর সমতা টানেন ওমারি হাচিনসন। গত মৌসুমের মতো এবারও ইউনাইটেডের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পারফরম্যান্সের ধারাবাহিকতা। এবারের লিগে এখন পর্যন্ত তারা টানা দুটি ম্যাচ জিততে পারেনি। ১২ ম্যাচে মাত্র চারটি জিততে পেরেছে ইউনাইটেড, সমান চারটি করে হার ও ড্র। ১৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে তারা। ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে ইপ্সউইচ। লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্না সøটের দল। ১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৩১। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। সমান ২২ করে পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে চেলসি, আর্সেনাল ও ব্রাইটন।
এদিকে, লা লিগায় দাপুটে জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ। রোববার লিগ ম্যাচে লেগানেসকে ৩-০ গোলে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে রিয়াল। আক্রমণভাগে জ্বলে উঠলেন এমবাপ্পে-ভিনিসিউসরা। লেগানেসকে উড়িয়ে লা লিগার টেবিলে দুইয়ে ফেরার পাশাপাশি বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নিয়ে চার ম্যাচের গোল-খরা কাটান কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের হয়ে লা লিগায় তার গোল হলো ৭টি। বিরতির পর ব্যবধান বাড়ান ফেদে ভালভার্দে ও জুড বেলিংহ্যাম। সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লিগের গত রাউন্ডে ভিনিসিউসের হ্যাটট্রিকে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছিল রিয়াল। এদিন গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেন গোটা ম্যাচে দারুণ খেলা ভিনিসিউস। ১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৩০। এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের সমান ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আটলেটিকো মাদ্রিদ। ১৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে লেগানেস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ,জিততে দরকার ৩৩৩
আসছে বছর গাঁটছড়া বাঁধতে চলেছে তামান্না-বিজয় জুটি
লোহাগড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ৪ জন গুরুতর আহত
মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা
পরিবহন খাতে বিশৃঙ্খলার চেষ্টায় আ.লীগের দোসররা
ড. মাহবুব মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাত
নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাশ কমিউনিকেশনস লিমিটেডের যাত্রা শুরু
মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ
মুরাদনগরবাসীর কাছে সাবেক মন্ত্রী কায়কোবাদের খোলা চিঠি
সেনবাগ হুফফাযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জে আ.লীগ নেতার গ্রেফতার দাবি
কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
পদ্মা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
এদেশের মানুষ ইসলামি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে : কুমিল্লায় আল্লামা মামুনুল হক
পুত্রের কুড়ালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ পিতার
বন্ধ আলহাজ জুট মিল চালুর দাবিতে শ্রমিক দলের মানববন্ধন
আগাম আলু খেত ব্ল্যাক লেকে আক্রান্ত
আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ ৫৯ তম রাউন্ড ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের ফেয়ার ওয়েল অনুষ্ঠিত