প্রিমিয়ার লিগে খুলল শীতকালীন ট্রান্সফার উইন্ডো
০১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম
বছরের প্রথম দিন থেকেই খুলে গেছে প্রিমিয়ার লিগের শীতকালীন ট্রান্সফার উইন্ডো। যে কারণে ২০২৪-২০২৫ মৌসুম ও একইসাথে তার পরের মৌসুমের কথা মাথায় রেখে দলগুলোর সামনে সুযোগ থাকছে দলীয় শক্তি বৃদ্ধি করার।
আগামী ৩ ফেব্রুয়ারি লন্ডন সময় রাত ১১.০০টা পর্যন্ত দলগুলো খেলোয়াড় চুক্তির সময় পাচ্ছে।
এই ট্রান্সফার উইন্ডো ইংল্যান্ডের অন্য বিভাগের ফুটবল লিগগুলোর জন্য প্রযোজ্য হবে। একইসাথে ফ্রান্স ও জার্মানীর লিগগুলোও এই সুবিধা পাবে। তবে স্পেন ও ইতালিতে এই উইন্ডো খুলছে আগামীকাল ২ জানুয়ারি থেকে।
লা লিগার উইন্ডো ৩ ফ্রেব্রুয়ারি স্পেনের স্থানীয় সময় মধ্যরাতে বন্ধ হবে। লিগ ওয়ানের ক্লাবগুলো এক ঘন্টা কম সময় পাবে। বুন্দেসলিগায় শীতকালীণ উইন্ডোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সিরি-এ লিগে এটা দুই ঘন্টা পরে বন্ধ হবে।
গত বছর প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সব মিলিয়ে জানুয়ারিতে ১০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার বাবদ ব্যয় করেছিল, যা আগের বছরের তুলনায় ৭১৫ মিলিয়ন পাউন্ড কম। ২০২৩ সালে এর পরিমান ছিল প্রায় ৮১৫ মিলিয়ন পাউন্ড।
২০২১ সালের জানুয়ারির (করোনা মহামারীর মৌসুম) পর শীতকালীণ ট্রান্সফারে এত কম ব্যয় কোন ক্লাবই করেনি। ২০১২ সালে এর পরিমান ছিল সর্বনিম্ন, ৬০ মিলিন পাউন্ড।
অপেক্ষাকৃত কম মূল্যের এই উইন্ডোতে ডিফেন্ডার রাদু ড্রাগুসিনকে সবচেয়ে বেশী মূল্যে (২৫ মিলিয়ণ পাউন্ড) জেনোয়া থেকে দলে ভিড়িয়েছিল টটেনহ্যাম।
তবে ২০২৩ সালে সব মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ যে পরিমান অর্থ জানুয়ারিতে ব্যয় করেছিল তার থেকে ২০২৪ সালে এর পরিমান ২০০ মিলিয়ন পাউন্ড বেড়েছে।
এ বছর প্রিমিয়ার লিগে বেশ কিছু ক্লাবেই খেলোয়াড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ডের ক্লাব ছাড়াও গুঞ্জন রয়েছে। ইতোমধ্যেই রাশফোর্ড জানিয়ে দিয়েছেন নতুন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। গত ১৫ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডার্বিতে দল থেকে বাদ পড়ার পর এমন ইঙ্গিত দেন রাশফোর্ড।
তারপর থেকে এখনো ইউনাইটেডের হয়ে কোন ম্যাচে খেলেননি রাশফোর্ড। সোমবার নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে পরাজয়ের ম্যাচটিতে বদলী বেঞ্চে ছিলেন।
লিভারপুলের তিন তারকা মোহাম্মদ সালাহ, ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ও ভার্জিল ফন ডাইকের ভবিষ্যত নিয়েও শঙ্কা রয়েছে। এ মৌসুমের পরেই তাদের সাথে লিভারপুলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। যেহেতু এখনো চুক্তির বিষয়ে কোন আলোচনা হয়নি সে কারনে ইতোমধ্যেই তারা অন্য ক্লাবের সাথে আলোচনার জন্য উন্মুক্ত হয়েছেন।
ম্যান সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনারও চুক্তি চলতি মৌসুমের পরেই শেষ হয়ে যাচ্ছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা
নোয়াখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর
আদমদীঘিতে সবজির বাজারে ধস কৃষকের কপালে পরেছে দুশ্চিন্তার ভাঁজ
সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত
জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ
চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু
স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশিসহ ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার
শ্রীপুরে মাদক ব্যবসায়ী মায়ের সাথে জেলে গেল ৭ মাসের শিশু সাওদা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
রূপপুরে ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু
সিডনিতে বোলারদের দিনে বুমরাহকে নিয়ে শঙ্কা
কমলনগরে বিএনপি নেতার হামলায় মাদ্রাসার পরিচালকসহ আহত-২
শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এই ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে- এহসানুল হক মিলন
সালথা উপজেলা আ'লীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান পুলিশের হাতে গ্রেপ্তার
তাসকিনকে নিয়ে সাবধানী ছিলেন উসমান
মাটি, কৃষি ও দেশ বাঁচান শ্লোগানে কৃষকদের কৃষি ও স্বাস্থ্য সুরক্ষা সেমিনার
আমরা কি সুন্দর তাই না?
ইথিওপিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প ,আতঙ্কে জনজীবন