এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের

অন্য ৩০ খেলার কী হবে?

Daily Inqilab রুমু, চট্টগ্রাম ব্যুরো

১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম

খেলাধুলার প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা। এর পরেই গুরুত্ব দিকে দিয়ে বিবেচনা করলে বন্দর নগরী চট্টগ্রামের নাম বলতে হয়। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্সসহ অন্যান্য ইভেন্টে চট্টগ্রামকে বাদ দিয়ে জাতীয় দল গঠন করতে পারতো না। এসব ইভেন্টের খেলোয়াড়রা উঠে এসেছিল বন্দর নগরী প্রাণকেন্দ্র এম.এ. আজিক স্টেডিয়াম থেকেই। এ স্টেডিয়ামকে ঘিরে সিজেকেএস এর অধীনে বছরে অর্ন্তন্ত ৩২টি ইভেন্ট আয়োজন করা হয়। ২০০৫ সালে বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্ট খেলা হয়েছিল এ মাঠে। সেখানে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় এম.এ আজিজ স্টেডিয়ামের মাঠকে শুধুমাত্র ফুটবল খেলা আয়োজনের জন্য সম্প্রতি ১২টি শর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই সিদ্ধান্ত চট্টগ্রামের খেলাধুলায় সংকট সৃষ্টির আশঙ্কা করছেন চট্টগামের ক্রীড়া সংগঠকরা। তারা বলছেন ঢাকা ছাড়া দেশের অন্যান্য জেলার স্টেডিয়ামগুলো জেলা ক্রীড়া সংস্থা তাদের খেলাধুলা এবং প্রশিক্ষণ কাজে ব্যবহার করে। একইভাবে এম.এ. আজিজ স্টেডয়ামে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা তাদের নিজস্ব ইভেন্টগুলো পরিচালনা করে। তাছাড়া এম.এ আজিজ স্টেডিয়াম আগে থেকেই আন্তর্জাতিক্র ক্রিকেট স্টেডিয়াম হিসেবে আইসিসির তালিকাভুক্ত।
এ ব্যাপারে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং শুধুমাত্র ফুটবল খেলা আয়োজনের জন্য বাফুফে’কে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত বাতিলের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আবেদন করেছেন ক্রীড়া সংগঠকরা। আবেদনে তারা বলেছেন এম.এ. আজিজ স্টেডিয়ামটি বহুমাত্রিক ক্রীড়া কর্মকান্ডে ব্যবহৃত হয়ে আসছে। ফুটবল ক্রিকেটসহ অন্যান্য প্রায় ৩০টি খেলা অনেক বছর যাবত নিয়মিত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব জায়গায় চট্টগ্রামের বিত্তবান চট্টগ্রামের ক্রীড়া প্রমিকের অর্থাত্ময়নে এই মাঠটিকে স্টেডিয়াম হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এছাড়া এম.এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস আয়োজিত খেলা ব্যতিরেকে চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত সকল খেলা অনুষ্ঠিত হয়ে থাকে এ মাঠে। ইতিপূর্বে বাফুফে কর্তৃক সকল প্রকার ও জাতীয় আন্তর্জাতিক ফুটবল লিগ/টুর্নামেন্টসহ অন্যান্য জেলার সাথে সমন্বয় করে সফলতার সাথে আয়োজন ককরে যাচ্ছে অন্যান্য খেলা। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিসহ জাতীয় দল সমুহের অনুশীলন এম.এ আজিজ স্টেডিয়ামে হয়ে থাকে। উপযুক্ত বর্ণনায় উল্লেখিত বিষয়সমূহ বিবেচনায় না এনে শুধুমাত্র ফুটবল খেলায় আয়োজনের জন্য বাফুফেকে মাঠটি বরাদ্দ প্রদান করা হলে ফুটবল ছাড়া অন্যান ৩০টি খেলার স্থানীয় লিগ/টুর্নামেন্টসহ ইভেন্টের অনুশীলন কর্মকান্ড বন্ধ হয়ে যাবে।
তাছাড়া জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের জন্য আগত বিভিন্ন দলের অনুশীলনও বন্ধ হয়ে যাবে। ফলে চট্টগ্রামের ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটও অনুষ্ঠিত না হওয়ার সংজ্ঞা থেকে যায়। চট্টগ্রামের ক্রীড়ামোদিরা ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফেকে কর্তক চট্টগ্রামে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে ফুটবলের জন্য বাংলাদেশ রেলওয়ে পরিচালনাধীন পলোগ্রাউন্ড মাঠ বা জঙ্গল ছলিমপুর বা কর্ণফুলী ট্যানেলের অপর প্রান্তে স্থাপত হলে একদিকে জানযট মুক্ত হবে এবং অপর দিকে কর্ণফুলী নদীর অপর প্রান্ত অধিকতর হারে ব্যবহারের উপযোগী হবে বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা। এরই সাথে নতুন একটি আন্তর্জাতিক স্থাপনা তৈরী হবে।
এদিকে এ সংকট পরিস্থিতি এবং তা উত্তোরণের উপায় সম্পর্কে জেলা দলের সাবেক ফুটবলার ও সিজেকেএস’র সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান বলেন, এখানে আমরা ফুটবল ও ক্রিকেট খেলি। প্রিমিয়ার ফুটবল, দ্বিতীয় বিভাগ ফুটবল, তৃতীয় বিভাগ ছাড়াও এ মাঠে প্রতি, অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, ভলিবল, কোকো, কাবাড়িসহ অনেকগুলো খেলার আয়োজন করি। জেলা ক্রীড়ার সংস্থার অধীন এটি একটি পুরানো মাঠ। আমাদের মাঠে আমরা এসব খেলাধূলা করি। এটা একধনের বিশ্ববিদ্যালয়ের মতো। এমাঠ থেকে ক্রিকেটার নান্নু, আকরাম, শহীদ, মাসুম, তামিম ইকবাল, রুবেল, নাজিম উদ্দিন, নাফীস ইকবালের মতো জাতীয় দলের খেলোয়াড় সৃষ্টি। আবার এখান থেকে হাতে খঁড়ি নিয়ে এ প্রজন্মের অনেকে ঢাকা প্রিমিয়ার, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ খেলছে। এই সংঙ্গে ফুটবলেও আশীষ, সুনীল, দীলিপ বড়–য়া, কাওসার আহমেদ, ইউসুফ বলি, জসিম উদ্দিন খসরু, মান্নান, মিন্টু, কাওসার পারভেজ, আনোয়ার, ফরহাদ, আসাদ, জাহেদ পারভেজ এই রকম অনেক খেলোড়য়ার জাতীয় দলের এখান থেকে সৃষ্টি। আমাদের এখানে ফুটবল ও ক্রিকেট নিয়ে কোন সংঘাত নাই। চট্টগ্রামে তো ক্রিকেটের একটি আন্তর্জাতিক একটি ভেন্যু আছে। তাই রাজধানী ঢাকাকে বাদ দিয়ে বাংলাদেশের অন্য কোন বিভাগীয় শহরে ফুটবলের জন্য একটি আন্তর্জাতিক স্টেডিয়াম গড়ে তোলা যাতে পারে। চট্টগ্রামে এ ধরনে মাঠ করার চিন্তা থাকলে পলোগ্রাউন্ড মাঠ রয়েছে। সেখানেও হতে পারে। অথবা চট্টগ্রামের ট্যানেল এলাকায় হতে পারে। তা হলে আমাদের ক্রীড়া সংস্থার স্টেডিয়াম এম.এ আজিজ স্টেডিয়ামটি আমাদের থাকবে। এ ব্যাপারে বতর্মান সিদ্ধান্তটা পুন:বিবেচনা করা প্রয়োজন।
সিজেকেএস এর সদ্য বিলুপ্ত কমিটির ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর বলেন, ফুটবলের জন্য বাফুফে’র মাঠটি নিয়ে গেলে জেলা ক্রীড়া সংস্থার এতগুলো ইভেন্ট কোথায় হবে? তাই ফুটবলের জন্য নতুন ভেনুর তৈরি করার প্রয়োজনীয়তা রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, জেলা ক্রিড়া অবস্থান ঠিক রেখে কর্ণফুলী নদীর ওপারে ট্যানেলের কাছাকাছি কোথাও মাঠ নির্বাচন করা যেতে পারে। ওখানে অনেক জায়গা রয়েছে এছাড়া ফৌজদারহটের আশে-পাশেও বহু জায়গা রয়েছে সেখানে ফুটবলের জন্য একটি বিশেষায়িত মাঠ গড়ে তোলা যেতে পারে, তাহলে আমাদের ইভেন্টগুলো বাঁচবে, তা না হলে অন্যান্য ইভেন্টগুলো শেষ হয়ে যাবে, চট্টগ্রামে আরো কোন খেলাধূলাই থাকবে না।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য

ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য

পরিষ্কার বার্তা চায় জনগণ

পরিষ্কার বার্তা চায় জনগণ

অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

কারাগারে এস কে সুর

কারাগারে এস কে সুর

‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’

‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’

ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে

ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে

অভি খালাস! তাহলে খুনী কে?

অভি খালাস! তাহলে খুনী কে?

জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক

জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক

ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা

ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা

রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন

রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন

দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা

দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা

বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস

আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস

পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ

প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ

সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র

সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র

চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী

চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী

পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম

পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম

ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি

ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি

সাকরাইনে মেতেছে পুরান ঢাকা

সাকরাইনে মেতেছে পুরান ঢাকা