নুনেস ম্যাজিকে শিরোপার পথে এগিয়ে লিভারপুল
২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল। শনিবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে আর্না সøটের দল। মৌসুমের প্রথমভাগের দুর্দান্ত লিভারপুল নতুন বছরে পা রেখেই যেন নিজেদের হারিয়ে খুঁজতে থাকে। লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারায় তারা। শুরুর বাঁশি বাজতেই আক্রমণ শাণায় লিভারপুল। কিন্তু শত চেষ্টায়ও মিলছিল না গোল। শেষ সময়ে গিয়ে সফল হয় তারা। বদলি নামা দারউইন নুনেসের জোড়া গোলে জয়ের পথে ফিরল শিরোপা প্রত্যাশী দলটি। পুরো ম্যাচে কতটা দাপুটে ফুটবল খেলেছে লিভারপুল তা পরিসংখ্যানে স্পষ্ট। ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ৩৭টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে তারা। পঞ্চম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ব্রেন্টফোর্ড। কিন্তু সতীর্থের পাসে প্রতিপক্ষের পা ছুঁয়ে আসা বল গোলমুখে ফাঁকায় পেয়েও প্রয়োজনীয় টোকা দিতে পারেননি ডেনিশ মিডফিল্ডার মিকেল ডামসগার্ড। এরপর বল দখলে আধিপত্য ধরে রেখে টানা আক্রমণ করতে থাকে লিভারপুল। প্রথমার্ধেই গোলের জন্য ১৯টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে তারা। বিরতির পরও একই গতিতে খেলতে থাকে লিভারপুল। অসংখ্য সুযোগ নষ্টের মিছিলে লিভারপুল শিবিরে হতাশা বাড়তে থাকে। নতুন শক্তির যোগান দিতে ৬৫ মিনিটে লুইস দিয়াসকে বসিয়ে নুনেসকে নামান লিভারপুল কোচ। আস্থার প্রতিদান দিয়ে শেষ পর্যন্ত তিনিই হয়ে ওঠেন নায়ক। যোগ করা সময়ের প্রথম মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের প্রথম পাস রক্ষণে প্রতিহত হয়। দ্বিতীয় প্রচেষ্টায় নুনেসকে খুঁজে নেন তিনি এবং বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে দলকে উচ্ছ্বাসে ভাসান উরুগুয়ের ফরোয়ার্ড। এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে এক মিনিট পর শাণানো পরের আক্রমণেই সব অনিশ্চয়তার ইতি টেনে দেন নুনেস। বক্সে হার্ভি এলিয়টের পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জয় নিশ্চিত করেন তিনি।
এদিকে, ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সাথে ২-২ গোলে ড্র করেছে গানাররা। বিরতির আগে-পরের দুই গোলে ম্যাচে শক্ত অবস্থান পেয়েছিল আর্সেনাল। কিন্তু সেটা ধরে রাখতে পারেনি তারা। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আট মিনিটে গোল দুটি শোধ করে দেয় অ্যাস্টন ভিলা। শেষ দিকে দারুণ কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান গড়ে দিতে পারেনি মিকেল আর্তেতার দল। ম্যাচের বেশিরভাগ সময় পজেশন ধরে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা আর্সেনাল ৩৫ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায়। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের বাড়ানো পাস গোলমুখে পেয়ে জোরালো শটে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। ট্রোসার্ডের ক্রসে ছোটো বক্সে ভলিতে গোল করেন জার্মান মিডফিল্ডার কাই হার্ভাটজ। এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় অ্যাস্টন ভিলা। তাদের লড়াকু ফুটবলের সামনে দ্রুতই আর্সেনালের দুই গোলের ব্যবধান ঘুচে যায়। ৬০ মিনিটে লুকাস দিনিয়ের ক্রসে ছুটে গিয়ে ডাইভিং হেডে ব্যবধান কমান ইউরি টিয়েলমান্স। ৬৮ মিনিটে পোলিশ রাইট-ব্যাক ম্যাটি ক্যাশের ক্রস পেয়ে দারুণ ভলিতে স্কোরলাইন ২-২ করেন ইংলিশ ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্স। শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। ২২ ম্যাচে ১২ জয় ও আট ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্তেতার দল। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ব্রেন্টফোর্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী