নতুন বছরে প্রথম ম্যাচেই গোল মেসির
২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
নতুন বছরে মাঠে নেমেই চমক দেখালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মৌসুমের প্রথম ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমেই গোল পেয়ে গেলেন ক্ষুদে ফুটবল যাদুকর। গতকাল লাস ভেগাসের আলেজায়ান্ট স্টেডিয়ামে প্রীতি ম্যাচে টাইব্রেকারে ক্লাব আমেরিকাকে ৩-২ গোলে হারিয়েছে লিওনেল মেসিরা। যদিও প্রীতি ম্যাচ কিন্তু নতুন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোর অধীনে লিওনেল মেসিদের পারফরমেন্স দেখতে মাঠে হাজির হয়েছিলো মায়ামি ভক্তরা। তবে তাদের হতাশ করেননি মেসিরা। ক্লাব আমেরিকার সঙ্গে দুর্দান্ত লড়াই ২-২ সমতা থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে অবশ্য দাপট দেখিয়েছে ক্লাব আমেরিকাই। বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি মায়ামির দ্বিগুণ শট নেয় দলটি। ৩১ মিনিটে তাদের এগিয়ে দেন হেনরি মার্টিন। তবে দলকে সমতায় ফেরাতে সময় নেননি মেসি। তিন মিনিট পরই সুয়ারেজের ভাসানো বলে গোলপোস্টের কাছ থেকে মাথা ছুঁইয়ে গোল করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ২০২৫ সালে এটি মেসির প্রথম গোল। ইন্টার মায়ামির হয়ে ৩৫তম। ক্লাব ক্যারিয়ারে ৭৩৯ এবং সিনিয়র ক্যারিয়ারে আর্জেন্টাইন খুদেরাজের ৮৫১তম গোল ছিল এটি। ২০০৫ সালে শুরু। এর পর থেকে প্রতি বছরই গোল করে আসছেন মেসি। এ বছরও এই ধারা অব্যাহত রেখেছেন তিনি। মায়ামির বিপক্ষে ম্যাচের ৫২ মিনিটে ইসরায়েল রেইসের গোলে ফের এগিয়ে যায় ক্লাব আমেরিকা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এসে মায়ামিকে খেলায় ফেরান টমাস অ্যাভিলেস। ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়। এরপর টাইব্রেকারে দুই দল মিলিয়ে ১২টি শট নিয়েছে, গোল হয়েছে মোটে ৫টি। সেখানে ইন্টার মিয়ামি ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিয়েই মাঠ ছাড়ে।
এদিকে, স্প্যানিশ লা লিগায় হোচট খেয়েছে লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনা। নতুন বছরে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে দারুণ পারফরম্যান্সের পর লা লিগায় ফিরে আবারও ছন্দ হারিয়ে ফেলল কাতালান ক্লাবটি। টেবিলের নিচের দিকের দল গেতাফের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও তারা ধরে রাখতে পারল না ব্যবধান। পয়েন্ট হারাল আরেকটি ম্যাচে। শনিবার রাতে বছরে নিজেদের প্রথম লিগ ম্যাচে প্রতিপক্ষের মাঠে গেটাফের সাথে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। জুল কুন্দে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন মাউরো আরামবারি। লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল। খেলার ৯ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাসে বক্সে কুন্দের প্রথম প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল বের করে নিয়ে জালে পাঠান ফরাসি ডিফেন্ডার। খেলার ধারার বিপরীতে ৩৪ মিনিটেই সমতায় ফেরে গেটাফে। বক্সের ভেতর থেকে কোবা দা কস্তার ভলি গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া এক হাতে ফেরালেও কাছেই থাকা আরামবারির পায়ে লেগে বল জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ামালের একটি প্রচেষ্টা প্রতিহত হয় রক্ষণে। ৬৯ মিনিটে তার আরো একটি শট ঠেকান গোলরক্ষক। বাকি সময়েও প্রাণপণ চেষ্টা করেও ম্যাচ জিততে পারেনি বার্সেলোনা। ২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। বার্সেলোনার সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে গেটাফে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী