দুই ব্রাজিলিয়ানে রিয়ালের গোল উৎসব
২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম
রিয়াল মাদ্রিদের জার্সিতে ফের ঝলক দেখালেন রদ্রিগো-ভিনিসিয়ুস। দুই ব্রাজিলিয়ান তারকায় করলেন জোড়া গোল।আর তাতে চ্যাম্পিয়নস লীগে বড় জয় পেয়েছে
ঘরের মাঠে বুধবার চ্যাম্পিয়নস লীগের ম্যাচে সালজবুর্গকে ৫-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলেত্তির দল।
ঘরের মাঠে শুরুতে ব্রাজিলিয়ান রদ্রিগোর জোড়া গোলের পর লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়রও। অর্থাৎ রিয়ালের ৫ গোলের ৪টিই এসেছে দুই ব্রাজিলিয়ানের কাছ থেকে। শেষ দিকে এক গোল শোধ করে সালজবুর্গ। বড় ব্যবধানের এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে ওঠে এসেছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল।
শেষ পর্যন্ত ঠিকতে না পারলেও শুরুতে টানা আক্রমণে ভীতি ছড়িয়েছিল সালজবুর্গ।দশম মিনিটে এগিয়েও যেতে পারত তারা; তবে মিডফিল্ডার অস্কার গ্লুকের কোনাকুনি শটটি দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
প্রথম ২০ মিনিটে সালসবুর্ক যেখানে গোলের জন্য তিনটি শট নেয়, সেখানে রেয়াল নিতে পারেনি একটিও। তবে ২৩তম মিনিটে প্রথম শটেই এগিয়ে যায় স্বাগতিকরা।
গোল পেয়ে রিয়াল যেন অন্য রকম এক দল। আক্রমণের পর আক্রমণে যায় তারা। ৩৪ মিনিটে আবারও দৃশ্যপটে রদ্রিগো। এবার জুড বেলিংহামের অসাধারণ এক ব্যাকহিল পাসে গোল করেন এই ব্রাজিলিয়ান। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।বিরতির পর সালজবুর্গকে আর কোনো সুযোগই দেয়নি রিয়াল। ৪৮ মিনিটে সালজবুর্গ গোলরক্ষক জেনিস ব্লাচউইচের পা থেকে বল কেড়ে নিয়ে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে।
সতীর্থের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় বল ডি-বক্সে বাড়িয়ে পেছনে ছুটে যান এমবাপে, যদিও পাশের ডিফেন্ডারের সঙ্গে গতিতে পেরে ওঠেননি তিনি। কিন্তু ডিফেন্ডার তের্জিচের ব্যাকপাস পেয়ে ইয়ানিসও বল পায়ে রাখতে পারেননি, সেই সুযোগে ছুটে গিয়ে বল কেড়ে ফাঁকা জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।
দারুণ এক গোলে ৫৫তম মিনিটে স্কোরলাইনে নাম লেখান ভিনিসিউস। লুকা মদ্রিচের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুজনের বাধা এড়িয়ে জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৭২তম মিনিটে একসঙ্গে রদ্রিগো ও এমবাপেকে তুলে নেন কোচ। তাদের জায়গায় নামান ব্রাহিম দিয়াস ও এন্দ্রিককে।
মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোলরক্ষকের কঠিন পরীক্ষা নেন ব্রাহিম। দুরূহ কোণ থেকে তার বুলেট গতির শট লাফিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে ফেরান ইয়ানিস।
এর পাঁচ মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় রেয়াল। ফেদেরিকো ভালভের্দের পাস ধরে সবাইকে পেছনে ফেলে বক্সে ঢুকে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিউস।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে, ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজেদের একমাত্র গোলটি করেন মাডস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
নতুন কমিটির উদ্দেশ্যে সাবেক সভাপতি তিন টাকার কমিটি রুখে দেয়া কঠিন কিছু হবে না
মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
উদ্বোধনের ৪দিন পরও সেচ পানি মিলেনি মেঘনা - ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার
বিশ্বনাথে সাংবাদিককে খুন-গুমের হুমকি
সুবর্ণচরে অনুমোদনহীন কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট করলো প্রশাসন
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ড. ইউনূসের
ঈশ্বরদীর ৩ অবৈধ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা আদায়
‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব অগ্রণী ভূমিকা পালন করতে পারে’
সিংগাইরে অজ্ঞাত বৃদ্ধের লাশের পরিচয় মিলেছে
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১৬৬ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা বগুড়ায়
ছাগলনাইয়ায় ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব
ছাগলনাইয়ায় 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ
কচুয়ায় ফুলকপির ভালো ফলনেও লাভের মুখ দেখছে না কৃষকরা