শীর্ষে থেকেই প্রথম লেগ শেষ করছে মোহামেডান
২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম লেগের খেলা শেষ হচ্ছে আজ। এদিন লিগের নবম রাউন্ডে মোহামেডান খেলবে নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা পৌনে ৩টায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আরেক নবাগত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসি খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্রথম লেগ শেষ করছে বর্তমান রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইতোমধ্যে আট ম্যাচ খেলে সবগুলোতে জয় পেয়ে ২৪ পয়েন্ট পেয়ে একমাত্র অপরজিত দল তারাই। যেহেতু প্রথম লেগে প্রতিটি দলের একটি করে ম্যাচই বাকি রয়েছে তাই এই লেগে আর মোহামেডানকে ছোঁয়া সম্ভব না বাকি ৯ দলের মধ্যে সেরা পাঁচে থাকা ক্লাবগুলোর। আজ দুর্বল ফকিরেরপুলের কাছে হারলেও শীর্ষেই থাকবে সাদাকালোরা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী লিমিটেড আট ম্যাচ শেষে ছয় জয় এবং একটি করে ড্র ও হারে পেয়েছে ১৯ পয়েন্ট। তারা যদি আগামীকাল ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় পায় তাহলে তাদের পয়েন্ট হবে ২২। যা হবে মোহামেডানের বর্তমান পয়েন্ট থেকেও কম। যেই মোহামেডানকে আগের আট ম্যাচে ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের মতো শক্তিশালী দল হারাতে পারেনি নবম রাউন্ডে তাদেরকেই মোকাবেলা করতে হবে তালিকার অষ্টম স্থানে থাকা দুর্বল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের। আগের আট ম্যাচের মাত্র দু’টিতে জিততে পেরেছে ফকিরেরপুল। তাদের সেই জয়গুলো এসেছে তলানীতে থাকা দুই দল ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। স্বভাবতই কুমিল্লায় লিগের নবম রাউন্ডে শক্তিধর আর দুর্বল দলের মধ্যে লড়াই হবে। তবে ফুটবলে অসম্ভব বলে কোনো কথা নেই। শক্তির বিচারে ও হোম ভেন্যুতে মোহামেডান ফেভারিট, তাই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সম্ভাবনাটা তাদেরই বেশি। তারপরও তাদের পয়েন্ট ছিনিয়ে নেয়ার চেষ্টা করতে পারে ফকিরেরপুল। কারণ শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকতে মোহামেডানের পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার চাপ থাকলেও ফকিরেরপুলের হারানোর কিছু নেই। অন্যদিকে বসুন্ধরা কিংস-ঢাকা ওয়ান্ডারার্সের লড়াইটিকেও অসমই বলতে হবে। চলতি মৌসুমে বসুন্ধরা আশানুরুপ পারফরম্যান্স দেখাতে না পারলেও কাগজে কলমে তারা শক্তিধর দলই গড়েছে। আট ম্যাচে চার জয় এবং দু’টি করে ড্র ও হারের ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার চতুর্থ স্থানে বসুন্ধরা। আজ জিততে পারলে একধাপ উন্নতি করে তৃতীয় স্থানে উঠার একটা সম্ভাবনা আছে তাদের। তবে তার মধ্যেও অনেক যদি-কিন্তুর সমীকরণ রয়েছে। কারণ আট ম্যাচ শেষে পাঁচ জয় ও তিন হারে ১৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে থাকা রহমতগঞ্জেরও আজ ম্যাচ রয়েছে। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ পুলিশ। এই ম্যাচ জিততে পারলে রহমতগঞ্জের পয়েন্ট টেবিলে অবস্থানের কোন উন্নতী হবে না। তবে তাদের হবে ১৮ পয়েন্ট। আর যদি তারা পয়েন্ট হারায়,অর্থাৎ ম্যাচ হারে বা ড্র করে, তাহলে বসুন্ধরা জিতলে তৃতীয় স্থানে উঠতে পারবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি