এই ব্রাজিলকে নিয়েও সতর্ক স্কালোনি
২৪ মার্চ ২০২৫, ০১:০৪ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০১:০৪ এএম

বিশ্বকাপ বাছাই লাতিন অঞ্চলে সবার ওপরে আর্জেন্টিনা। দুই দিন আগে উরুগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে টেবিলে আলবিসেলেস্তেদের অবস্থান আরো মজবুত হলো। ২০২৬ বিশ্বকাপের চুড়ান্ত পর্ব প্রায়ই নিশ্চিত করে ফেলেছে লিওনেল মেসিরা। তারপরও স্বস্তিতে নেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। এই ম্যাচে হার এড়াতে পারলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপের টিকেট। তবে ওসব কোনো হিসাব নিয়ে আপাতত ভাবছেন না স্কালোনি। তার চিন্তায় এখন শুধুই ব্রাজিল। লিওনেল মেসি-লাউতারো মার্তিনেস-পাউলো দিবালা ছাড়াও আরও কয়েকজনকে হারিয়ে দলটির শক্তি কমে গেছে অনেকটা। তবে আছে উরুগুয়ের বিপক্ষে হার না মানা পারফরম্যান্সের আত্মবিশ্বাস। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ এক লড়াইয়ের আশা করছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী কোচ।
স্কালোনির মতে ‘ব্রাজিল তো ব্রাজিলই। তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে, কয়েক জন বিশ্বসেরা। জানি, তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ হবে। আমরা তাদের সম্মান করি। তাদের খেলা আমরা পর্যালোচনা করেছি। সামনের ম্যাচটা আরেকটু কঠিন হবে, এছাড়া আর কিছু বলার নেই, অসাধারণ এক প্রতিপক্ষ।’ এবারের বাছাইপর্বে প্রথম দেখায় ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিরতি লেগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ সময় আগামী বুধবার ঘরের মাঠে খেলবে স্কালোনির দল।
এদিকে, আর্জেন্টিনার বিপক্ষে নিজের সামর্থ্য দেখাতে উন্মুখ ব্রাজিলিয়ান গোলরক্ষক ম্যাথিয়াস বেন্তো। আলিসন ও এডারসনের উপস্থিতিতে ব্রাজিল দলে কখনও নিজের জায়গা পাকা মনে হয়নি আল নাসর গোলরক্ষকের। প্রিমিয়ার লিগে খেলা দুই অভিজ্ঞ গোলরক্ষক আপাতত মাঠের বাইরে থাকায় বেন্তো, ওয়েভার্টন ও লুকাস পেরির মধ্যে কোনো একজন আর্জেন্টিনার বিপক্ষে থাকবেন পোস্টে। ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত বেন্তো। গত বছর মার্চে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় বেন্তোর। ২৫ বছর বয়সী গোলরক্ষক ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে খেলেছেন। কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে আলিসন মাথায় চোট পেয়ে মাঠ ছাড়ার পর বাকি সময়টায় পোস্ট সামলান বেন্তো।
ব্রাসিলিয়ায় এক সংবাদ সম্মেলনে বেন্তো জানান, ‘সব খেলোয়াড়ই খেলতে চায়, বিশেষ করে এমন ম্যাচে। শৈশবে সবাই ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচে খেলার স্বপ্ন দেখে, সম্ভবত সেটা মারাকানায়। তবে মনুমেন্তালও একটি ঐতিহাসিক স্টেডিয়াম।’
বাংলাদেশ সময় বুধবার সকালে সুপারক্লাসিকোতে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। সুযোগ পেলে এই ম্যাচে নিজের সামর্থ্য দেখাতে উন্মুখ বেন্তো। তিনি যোগ করেন, ‘আমার মানসিকতা সবসময় একই রকম থাকে। নিজের কাজে আস্থা রাখি। সব সময়ই উন্নতির চেষ্টা করি। এটা হবে নিজের কাজ দেখানোর আরেকটি দারুণ সুযোগ। যদি পরের ম্যাচে আমাকে খেলার জন্য বেছে নেওয়া হয়, আশা করি নিজের কাজটা সম্ভাব্য সেরা উপায়ে করতে পারব। যদি সব ঠিকঠাক এগোয় তাহলে আরেকটি জয় উদযাপন করতে পারব।’ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ১৩ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ৬ পয়েন্ট বেশি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র