আর্জেন্টিনা বলেই বাড়তি কসরত ভিনির
২৪ মার্চ ২০২৫, ০১:০৪ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০১:০৪ এএম

বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। তবে এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র শনিবারের অনুশীলনে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। তবে কেন তিনি একক অনুশীলন করেছেন, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। আর্জেন্টিনার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে শনিবার দল তিনটি নির্ধারিত অনুশীলনের প্রথমটি সম্পন্ন করে। এ সময় ভিনিসিয়ুস জুনিয়রকে দলের মূল অনুশীলন থেকে আলাদা রাখা হয়, তিনি সতীর্থদের সঙ্গে বলের অনুশীলনে অংশ নেননি। প্রেসের জন্য খোলা প্রথম ১৫ মিনিটের অনুশীলনে দেখা যায়, একা অনুশীলন করছেন ভিনি এবং মাঠে দৌড়াচ্ছেন।
অন্যদিকে, ব্রাজিলের বাকি খেলোয়াড়রা বল নিয়ে ডায়মন্ড প্যাটার্নে পাসিং ও বিভিন্ন কৌশল অনুশীলন করেন। ভিনিসিয়ুস তখনও ফুটবল বুট পরেননি, বরং স্নিকার্স পরে মাঠে কয়েকবার দৌড়ান এবং ব্রাজিলের টেকনিক্যাল কমিটির এক সদস্য ছিলেন তার সঙ্গে। তবে তার সহকারীরা আগেই জানিয়েছিলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। ভিনিসিয়ুসের একক অনুশীলনে অনেক গুঞ্জন চাউর হয়েছে। কলম্বিয়ার বিপক্ষে জয়সূচক গোল আসে তার কাছ থেকেই। এরপর বদলি নেমে ধীরেলয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখন রাফিনিয়া ও কুনিয়া তাড়া দেন তাকে। ঢিমেতালে চলায় যদি রেফারি হলুদ কার্ড দিয়ে বসেন তাহলে নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। এতেই স্পষ্ট হয়ে ওঠে তাকে পাওয়া কতোটা গুরুত্বপূর্ণ দলটির জন্য।
অন্যদিকে, শনিবারের অনুশীলনে ছিলেন নতুন অন্তর্ভুক্ত হওয়া ডিফেন্ডার বেরালদো, মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এদারসন এবং গোলরক্ষক ওয়েভেরতন। তারা সবাই শুক্রবার শেষ মুহূর্তে দলে ডাক পান, কারণ কয়েকজন খেলোয়াড় ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারছেন না। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস।
ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডার জার্সন হ্যামস্ট্রিং চোটে ভুগছেন, আর লিভারপুল গোলরক্ষক অ্যালিসন মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। কলম্বিয়ার ডিফেন্ডার দাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষে পড়ার পর ফিট থাকলেও, ফিফার কনকাশন প্রোটোকল অনুসরণ করতে হবে বলে বাদ পড়েছেন তিনি।
ব্রাজিলের অধিকাংশ অনুশীলন ছিল ক্লোজ-ডোর, তাই দরিভাল জুনিয়র তার শুরুর একাদশে চারটি পরিবর্তন কীভাবে করবেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি। তবে ধারণা করা হচ্ছে, অ্যালিসনের পরিবর্তে বেন্তো খেলবেন এবং জার্সনের স্থলাভিষিক্ত হবেন আন্দ্রে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র